আজকের পত্রিকা ডেস্ক
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় জামালপুরের সরিষাবাড়ী ও ইসলামপুরে ৬২ গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে দুই উপজেলার ৭৫ হাজার মানুষ। বন্যাকবলিত এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। সব মিলিয়ে এতে অসহায় হয়ে পড়েছে এসব এলাকার মানুষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
সরিষাবাড়ী: বন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে ২০ গ্রামের ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে ৫২৯ হেক্টর জমির ফসল। ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে গেছে। বন্যাকবলিত এলাকায় ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে স্থানীয় প্রশাসন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবারের বন্যায় উপজেলার পোগলদিঘা, আওনা, পিংনা, সাতপোয়া, কামরাবাদ ইউনিয়নসহ পৌরসভার ২০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পিংনা ইউনিয়নে গতকাল মঙ্গলবার বিকেলে বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে ৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। অন্য ইউনিয়নগুলোতে পর্যায়ক্রমে চাল বিতরণ করা হবে।
এদিকে সরিষাবাড়ীতে বন্যায় ৪৩৫ হেক্টর জমির পাট, ৪ হেক্টর ভুট্টা, ৪০ হেক্টর সবজি, ৩৫ হেক্টর আউশ ও ১৫ হেক্টর বীজতলা বন্যায় তলিয়ে গেছে। ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। শ্রেণিকক্ষে বন্যার পানি ঢুকে পড়ায় টাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়ামেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ নলসোন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকাতিয়ামেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। পানি কমতে শুরু না করলে নতুন করে আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়ে পড়বে। বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এবারের বন্যায় ৫২৯ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে ফসলের আরও ক্ষতি হবে।’
ইসলামপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার সার্বিক বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এখন পর্যন্ত উপজেলার কুলকান্দী, চিনাডুলী, বেলগাছা, নোয়ারপাড়া, সাপধরী, পলবান্ধা ও চরপুটিমারী ইউনিয়নের ৪২টি গ্রামের চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার ৩৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে সরকারি হিসাবে ১ হাজার ৫৫০ পরিবারের ১০ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, মানুষের বাড়িঘর ও রাস্তাঘাটে পানি উঠেছে। বিভিন্ন গ্রামের অভ্যন্তরীণ পাকা সড়ক, মাটির রাস্তার ওপর দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। বন্যার্ত মানুষ নৌকা বা কলাগাছের ভেলা নিয়ে চলাচল করছে। কেউ কেউ আশ্রয়ের জন্য উঁচু স্থানে ছুটছে।
চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ গিলাবাড়ী গ্রামের আকবর আলী বলেন, ‘ঘরের ভেতরে বুকসমান পানি। বাধ্য হয়েই বউ পোলাপান, গরু-ছাগল নিয়ে রাস্তায় কোনোরকমে আশ্রয় নিয়েছি। চার দিন থেকে রোজগার বন্ধ। হাতে টাকা নেই। কী করব বুঝে উঠতে পারছি না।’
বেলাগাছা ইউনিয়নের কাছিমা পশ্চিমপাড়া গ্রামের ছালেহা বেওয়া বলেন, ‘চার দিন থ্যাইক্যা ঘরে-উঠানে পানি। আয়-রোজকার করার আমার কেউ নেই। এর কাছে, ওর কাছে থেকে চেয়ে-চিমটি খাইতাম। বানের পানি আইয়া তা-ও বন্ধ হইছে।’
ঘোনাপাড়া গ্রামের আক্কাস আলী শেখ বলেন, ‘বাড়ির চারদিকে পানি। আর কয়েক আঙুল পানি বাড়লে ঘরের ভেতর পানি উঠে যাবে। তিন দিন ধরে আমরা বন্দিজীবন কাটাচ্ছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান বলেন, ৩৬০ হেক্টর ফসলি জমি পানিতে ডুবে গেছে। এর মধ্যে পাট ৩২০ হেক্টর, আউশ ১৫ হেক্টর, ও শাকসবজির ২৫ হেক্টর ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস বলেন, ‘ইতিমধ্যে বন্যার কারণে ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার পানিতে অনেক বিদ্যালয়ের মাঠ তলিয়ে গেছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের গ্যাজপাঠক (বন্যার পানি পরিমাপক) আব্দুল মান্নান বলেন, যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু বলেন, বন্যার্ত মানুষের জন্য জরুরি ত্রাণসহায়তা হিসেবে ৪ মেট্রিক টন চাল, ২০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় জামালপুরের সরিষাবাড়ী ও ইসলামপুরে ৬২ গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে দুই উপজেলার ৭৫ হাজার মানুষ। বন্যাকবলিত এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। সব মিলিয়ে এতে অসহায় হয়ে পড়েছে এসব এলাকার মানুষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
সরিষাবাড়ী: বন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে ২০ গ্রামের ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে ৫২৯ হেক্টর জমির ফসল। ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে গেছে। বন্যাকবলিত এলাকায় ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে স্থানীয় প্রশাসন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবারের বন্যায় উপজেলার পোগলদিঘা, আওনা, পিংনা, সাতপোয়া, কামরাবাদ ইউনিয়নসহ পৌরসভার ২০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পিংনা ইউনিয়নে গতকাল মঙ্গলবার বিকেলে বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে ৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। অন্য ইউনিয়নগুলোতে পর্যায়ক্রমে চাল বিতরণ করা হবে।
এদিকে সরিষাবাড়ীতে বন্যায় ৪৩৫ হেক্টর জমির পাট, ৪ হেক্টর ভুট্টা, ৪০ হেক্টর সবজি, ৩৫ হেক্টর আউশ ও ১৫ হেক্টর বীজতলা বন্যায় তলিয়ে গেছে। ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। শ্রেণিকক্ষে বন্যার পানি ঢুকে পড়ায় টাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়ামেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ নলসোন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকাতিয়ামেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। পানি কমতে শুরু না করলে নতুন করে আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়ে পড়বে। বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এবারের বন্যায় ৫২৯ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে ফসলের আরও ক্ষতি হবে।’
ইসলামপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার সার্বিক বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এখন পর্যন্ত উপজেলার কুলকান্দী, চিনাডুলী, বেলগাছা, নোয়ারপাড়া, সাপধরী, পলবান্ধা ও চরপুটিমারী ইউনিয়নের ৪২টি গ্রামের চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার ৩৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে সরকারি হিসাবে ১ হাজার ৫৫০ পরিবারের ১০ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, মানুষের বাড়িঘর ও রাস্তাঘাটে পানি উঠেছে। বিভিন্ন গ্রামের অভ্যন্তরীণ পাকা সড়ক, মাটির রাস্তার ওপর দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। বন্যার্ত মানুষ নৌকা বা কলাগাছের ভেলা নিয়ে চলাচল করছে। কেউ কেউ আশ্রয়ের জন্য উঁচু স্থানে ছুটছে।
চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ গিলাবাড়ী গ্রামের আকবর আলী বলেন, ‘ঘরের ভেতরে বুকসমান পানি। বাধ্য হয়েই বউ পোলাপান, গরু-ছাগল নিয়ে রাস্তায় কোনোরকমে আশ্রয় নিয়েছি। চার দিন থেকে রোজগার বন্ধ। হাতে টাকা নেই। কী করব বুঝে উঠতে পারছি না।’
বেলাগাছা ইউনিয়নের কাছিমা পশ্চিমপাড়া গ্রামের ছালেহা বেওয়া বলেন, ‘চার দিন থ্যাইক্যা ঘরে-উঠানে পানি। আয়-রোজকার করার আমার কেউ নেই। এর কাছে, ওর কাছে থেকে চেয়ে-চিমটি খাইতাম। বানের পানি আইয়া তা-ও বন্ধ হইছে।’
ঘোনাপাড়া গ্রামের আক্কাস আলী শেখ বলেন, ‘বাড়ির চারদিকে পানি। আর কয়েক আঙুল পানি বাড়লে ঘরের ভেতর পানি উঠে যাবে। তিন দিন ধরে আমরা বন্দিজীবন কাটাচ্ছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান বলেন, ৩৬০ হেক্টর ফসলি জমি পানিতে ডুবে গেছে। এর মধ্যে পাট ৩২০ হেক্টর, আউশ ১৫ হেক্টর, ও শাকসবজির ২৫ হেক্টর ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস বলেন, ‘ইতিমধ্যে বন্যার কারণে ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার পানিতে অনেক বিদ্যালয়ের মাঠ তলিয়ে গেছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের গ্যাজপাঠক (বন্যার পানি পরিমাপক) আব্দুল মান্নান বলেন, যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু বলেন, বন্যার্ত মানুষের জন্য জরুরি ত্রাণসহায়তা হিসেবে ৪ মেট্রিক টন চাল, ২০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে