জব্দ করা সয়াবিন তেল কিনতে ভিড় মানুষের

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১২: ০০
Thumbnail image

প্রতি কেজি ১৩৬ টাকা দরে সয়াবিন তেল নেওয়ার জন্য ক্রেতাদের দীর্ঘ লাইন পড়েছিল। ঘণ্টাখানেক সময়ে ৬১৫ লিটার তেল বিক্রি শেষ হয়। বরিশালের বাবুগঞ্জ উপজেলার মুদি-মনিহারি ব্যবসায়ী পরিমল ধরের প্রতিষ্ঠান থেকে জব্দ করা সয়াবিন গতকাল বৃহস্পতিবার দুপুরে এভাবে বিক্রি করেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

একইভাবে গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে জনপ্রিয় স্টোর্স নামক আরেকটি দোকান থেকে জব্দ করা ১২৩০ লিটার সয়াবিন সাধারণ ক্রেতাদের মধ্যে ১৩৬ টাকা কেজি দরে বিক্রি করা হয়। এ ছাড়া গত বুধবার বরিশাল নগরে উদ্ধার হওয়া তিন ড্রাম তেল ১৩৬ টাকা দামে জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট অধিদপ্তর।

জানা গেছে, বৃহস্পতিবার বাবুগঞ্জের রহমতপুর বাজারে মিঠুন স্টোর এবং গৌরনদীর বাটাজোর বাজারে জনপ্রিয় স্টোর্সের মালিককে ১ লাখ টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, মিঠুন স্টোর ও জনপ্রিয় স্টোর্সের মালিক মূল্য বৃদ্ধির আগে কেনা সয়াবিন তেল মজুত করেছিল। চলতি সপ্তাহে মূল্য বৃদ্ধির পর সেগুলো বর্ধিত মূল্যে বিক্রি করছিলেন তাঁরা।

জানা গেছে জব্দ করা ওই তেল কিনতে মানুষের প্রচুর ভিড় ছিল।

অধিদপ্তরের কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে বাবুগঞ্জের মিঠুন স্টোর্স থেকে ৬১৫ লিটার এবং জনপ্রিয় স্টোর্স থেকে ১ হাজার ২৩০ লিটার সয়াবিন জব্দ করেন। সেগুলো আগের নির্ধারিত মূল্য ১৩৬ টাকা কেজি দরে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। এ ছাড়া বাজারের আরও ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া গত বুধবার বরিশালে অতিরিক্ত মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রি করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। নগরীর বাজার রোড, হাটখোলা এবং পেঁয়াজ পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব বলেন, নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রয় করায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স পুলিন বিহারী ঘোষ স্টোরকে ৪০ হাজার টাকা, মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং মেসার্স নিউ রায় অ্যান্ড ব্রাদার্সকে ৩০ হাজার জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত