রংপুর প্রতিনিধি
রংপুর আনসারের সার্কেল অ্যাডজুট্যান্ট রাসেল আহমেদকে স্টোর ও রেশন কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে বাহিনীর সদস্যদের মধ্যে ঈদের আগে পোকা ধরা আতপ চাল বিতরণের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোহাম্মদ গাদ্দাফী স্বাক্ষরিত আদেশে গত বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে এতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেকেন্দার আলীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা স্টোর এবং রেশন বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা আনসার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে ২ হাজার ৬৮০ কেজি আতপ চাল আসে রংপুরে। নির্দেশনা অনুযায়ী বিতরণ করা হয় মাত্র ৫০০ কেজি চাল। নিয়মবহির্ভূতভাবে এক বছরের প্রয়োজনের চেয়ে চার বছরের অতিরিক্ত চাল আসায় জেলার রেশন স্টোরে ২ হাজার ১০০ কেজিরও বেশি চাল রয়ে যায়।
সূত্র বলছে, আনসার সদস্যের পারিবারিক রেশন সামগ্রীর মধ্যে এক বছরে পাঁচ পর্বে আতপ চালের প্রয়োজন ছিল ৫৩৩ কেজি। কিন্তু জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে চাহিদা বাড়িয়ে দেওয়া হয়েছিল ২ হাজার ৬৬৮ কেজি। যা দিয়ে প্রায় পাঁচ বছরের চাহিদা পূরণ করা সম্ভব। জেলার চাহিদার পরিপ্রেক্ষিতে ২ হাজার ১৪৭ কেজি আতপ চাল বেশি আসে। প্রয়োজনের চেয়ে বেশি এই চাল পরে রেশন স্টোরে রাখা হয়।
বিষয়টি জানাজানি হলে সঙ্গে সঙ্গেই প্রধান কার্যালয় থেকে শোকজ করা হয় জেলা কার্যালয়কে। এর জন্য ভুল স্বীকার করে ক্ষমা চান জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট রাসেল আহমেদ। এই চাল বিক্রি করে নতুন চাল কেনার শর্তে ক্ষমা করা হয় তাঁকে। কিন্তু ক্ষমার শর্ত ও বিতরণের নিষেধাজ্ঞা ভঙ্গ করে এক বছর স্টোরে ফেলে রেখে সেই পুরোনো চালই বিতরণ শুরু করেন এই কর্মকর্তা।
রংপুর আনসারের সার্কেল অ্যাডজুট্যান্ট রাসেল আহমেদকে স্টোর ও রেশন কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে বাহিনীর সদস্যদের মধ্যে ঈদের আগে পোকা ধরা আতপ চাল বিতরণের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোহাম্মদ গাদ্দাফী স্বাক্ষরিত আদেশে গত বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে এতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেকেন্দার আলীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা স্টোর এবং রেশন বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা আনসার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে ২ হাজার ৬৮০ কেজি আতপ চাল আসে রংপুরে। নির্দেশনা অনুযায়ী বিতরণ করা হয় মাত্র ৫০০ কেজি চাল। নিয়মবহির্ভূতভাবে এক বছরের প্রয়োজনের চেয়ে চার বছরের অতিরিক্ত চাল আসায় জেলার রেশন স্টোরে ২ হাজার ১০০ কেজিরও বেশি চাল রয়ে যায়।
সূত্র বলছে, আনসার সদস্যের পারিবারিক রেশন সামগ্রীর মধ্যে এক বছরে পাঁচ পর্বে আতপ চালের প্রয়োজন ছিল ৫৩৩ কেজি। কিন্তু জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে চাহিদা বাড়িয়ে দেওয়া হয়েছিল ২ হাজার ৬৬৮ কেজি। যা দিয়ে প্রায় পাঁচ বছরের চাহিদা পূরণ করা সম্ভব। জেলার চাহিদার পরিপ্রেক্ষিতে ২ হাজার ১৪৭ কেজি আতপ চাল বেশি আসে। প্রয়োজনের চেয়ে বেশি এই চাল পরে রেশন স্টোরে রাখা হয়।
বিষয়টি জানাজানি হলে সঙ্গে সঙ্গেই প্রধান কার্যালয় থেকে শোকজ করা হয় জেলা কার্যালয়কে। এর জন্য ভুল স্বীকার করে ক্ষমা চান জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট রাসেল আহমেদ। এই চাল বিক্রি করে নতুন চাল কেনার শর্তে ক্ষমা করা হয় তাঁকে। কিন্তু ক্ষমার শর্ত ও বিতরণের নিষেধাজ্ঞা ভঙ্গ করে এক বছর স্টোরে ফেলে রেখে সেই পুরোনো চালই বিতরণ শুরু করেন এই কর্মকর্তা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে