১১ হাজার জেলের মধ্যে চাল পেয়েছেন ৫২৫ জন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২২, ০৫: ৪৯
আপডেট : ১৭ মার্চ ২০২২, ২১: ৩৬

ভোলার লালমোহনে খাদ্যগুদামে চালের সংকট থাকায় পুনর্বাসনের চাল পাচ্ছেন না জেলেরা। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ১টি ইউনিয়নে ৫২৫ জন জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়ার পর চাল বিতরণ বন্ধ রেখেছে খাদ্য বিভাগ। কিন্তু উপজেলায় নিবন্ধিত জেলে আছেন ১১ হাজার। এতে ক্ষোভ বিরাজ করছে জেলেদের মধ্যে।

নদীতে সব ধরনের মাছ ধরার বিষয়ে নিষেধাজ্ঞার ১৪ দিন পর গত সোমবার এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে গুদামে পর্যাপ্ত চাল না থাকায় ৮টি ইউনিয়নে চাল দেওয়া হয়নি।

জানা গেছে, উপজেলার নিবন্ধিত ১১ হাজার জেলের জন্য ৮৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু গুদামে চাল রয়েছে মাত্র ১৩৮ মেট্রিক টন। এতে সবাইকে চাল দেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে লালমোহনের চরভূতা ইউনিয়নে চাল বিতরণ করা হলেও বাকি ৮ ইউনিয়নের জেলেরা চাল থেকে বঞ্চিত। জেলেরা কবে চাল পাবেন, তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

লালমোহনের বাত্তিরখাল মৎস্যঘাটের মনির হোসেন মাঝি বলেন, ‘একদিকে আয়-রোজগার বন্ধ, অন্যদিকে ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েছেন জেলেরা। ধার-দেনা করে চলতে গিয়ে দুর্ভোগে পড়েছেন তাঁরা। আবার পেটের টানে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে গেলে তাঁদের জেল-জরিমানা গুনতে হচ্ছে।’

লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম এ বিষয়ে বলেন, ‘চাল বিতরণে দেরি হওয়ায় কষ্টে আছেন জেলেরা।’

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুছ বলেন, ‘আমরা তাঁদের চাল বিতরণ করার জন্য বারবার বলেছি, কিন্তু তাঁরা চাল বিতরণ করতে দেরি করেছে। এখন গুদামে পর্যাপ্ত চাল নেই। তাই সব ইউনিয়নে চাল দেওয়া সম্ভব হয়নি।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল মালেক বলেন, ‘আমাদের গুদামে পর্যাপ্ত পরিমাণে চাল নেই। তাই চাল বিতরণ করতে দেরি হচ্ছে। খুব দ্রুত চাল আসবে, তখনই বিতরণ করা হবে।’

এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, ‘আমরা খুব দ্রুত চাল বিতরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি ২-৩ দিনের মধ্যে জেলেরা চাল পাবেন।’

উল্লেখ্য, মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় নিবন্ধিত জেলেদের ৪০ কেজি করে চাল দেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত