টিকা পেয়েছে বাদ পড়া ৫ হাজার ৮০০ শিক্ষার্থী

হোমনা প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২২, ০৭: ১৬
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১১: ২২

হোমনার স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গত ৭ ও ৮ জানুয়ারি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়। এ সময় বাদ পড়া ৫ হাজার ৮০০ শিক্ষার্থীকে গতকাল বৃহস্পতিবার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

এর আওতায় উপজেলার ৬০টি কওমি মাদ্রাসার ২ হাজার ২০০ শিক্ষার্থীসহ তিনটি কলেজ,৯টি দাখিল মাদ্রাসা ও ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা পেয়েছে।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী উপজেলা পরিষদের সভাকক্ষে এসে জড়ো হন। তাদের সারিতে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুছ ছালাম সিকদার বলেন, ‘১২ থেকে ১৮ বছর বয়সের শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে টিকা নিয়েছে। সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ফাইজার-বায়োএনটেকের টিকা বিশ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তাই উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রিত উপজেলা পরিষদের সম্মেলনকক্ষকেই বাছাই করা হয়েছে। এখানে ১০টি বুথে ৩ জন করে ৩০ জন টিকাকর্মী কাজ করেছেন।’

উপজেলা ইমাম সমিতির সভাপতি মো. ইব্রাহিম বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশন হোমনা শাখার মাধ্যমে উপজেলার ৬০টি মাদ্রাসার দুই সহস্রাধিক শিক্ষার্থীর টিকা কার্ড আগেই নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছে।’

ইউএনও রুমন দে বলেন, ‘এর আগে ১৭ হাজার শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত