নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝুঁকিপূর্ণ মাঠে ফেডারেশন কাপে খেলতে গিয়ে চোটের কারণে যদি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারাতে হয় তাতে প্রভাব পড়বে লিগের পয়েন্ট টেবিলেও। এটি ভেবেই এবারের ফেডারেশন কাপ থেকে নাম সরিয়ে নিয়েছে তিন ক্লাব—বসুন্ধরা কিংস, উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ফেডারেশন কাপ নয়, এই তিন দলের আপত্তি ছিল টুর্নামেন্টের ভেন্যু কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের আর্টিফিশিয়াল বা অ্যাস্ট্রো টার্ফ। যৌক্তিক আপত্তি তুলেই কঠিন শাস্তি পেয়েছে তারা।
ফিফার অনুদানে ২০১৫ সালে কমলাপুর স্টেডিয়ামে বসানো কমলাপুরের অ্যাস্ট্রো টার্ফের মেয়াদ ধরা হয়েছিল ৮ বছর। প্রতিদিন দুই ঘণ্টার বেশি নয়, এই শর্তে বসানো টার্ফ মেয়াদের দুই বছর আগেই বাফুফের অতিমাত্রায় ব্যবহারে হয়ে উঠেছে ফুটবলারদের কাছে দুর্ঘটনার ভেন্যু! এই মাঠেই স্বাধীনতা কাপে খেলে গুরুতর চোটে পড়েছেন সব দলেরই কম-বেশি খেলোয়াড়। সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে বসুন্ধরা কিংসের।
‘টুর্নামেন্টের আগে সবকটি দলই কমলাপুরে খেলার সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছে’, এমন পাল্টা দাবিতে উল্টো তিন ক্লাবকে বড় শাস্তি দিয়েছে বাফুফে। তিন ক্লাবই পেয়েছে আগামী মৌসুমে ফেডারেশন কাপে খেলতে না পারার নিষেধাজ্ঞা। টার্ফে খেলতে না চাওয়া ক্লাবগুলোকে ‘জোর’ করে খেলানোর সিদ্ধান্ত এবং তাদের শাস্তি দিয়ে এখন সমালোচনার মুখে পড়েছে বাফুফে।
ফেডারেশন কাপের জন্য বাফুফের দেওয়া বাইলজের ১৯.৩ ধারায় বলা আছে, খেলা শুরুর আগে কোনো দল মাঠে না এলে কিংবা ম্যাচ চলার সময়ে মাঠ ছেড়ে চলে গেলে পরের ফেডারেশন কাপে নিষিদ্ধ করা হবে সেই দলকে। এই আইনেই তিনটি ক্লাবকে শাস্তি দিয়ে ফেডারেশন নিজেদের অবস্থান সুসংহত করেছে বলে মন্তব্য বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিকের। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘স্বাধীনতা কাপের আগে দুই দলের খেলা দেখতে গিয়ে বলেছিলাম, এই মাঠে খেলতে নামলেই খেলোয়াড়েরা চোটে পড়বে। এটা তো পরিষ্কার, আমরা ভবিষ্যতের চিন্তা কখনো সঠিকভাবে করি না।’ বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে বললেন, ‘কমলাপুরের টার্ফ অনেক আগেই বাতিল হয়ে গেছে। আমার মনে হয়, ক্লাবগুলো কোনো ভুল করেনি এবং তাদের প্রতি আমার সব রকম সমবেদনা আছে।’
নিষেধাজ্ঞার ব্যাপারে আপিল করার সুযোগ আছে তিন দলের সামনেই। বসুন্ধরা আপিল করবে কি না, সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত না দিলেও ক্লাবটির অভ্যন্তরীণ সূত্র বলছে, বাফুফেকে ফিফা আদালতে নেওয়ার চিন্তা করছে বসুন্ধরা। বাফুফেকে চ্যালেঞ্জ জানানোর মতো সঠিক প্রমাণও তাদের কাছে আছে বলে জানিয়েছেন সেই সূত্র। ফেডারেশন কাপ সার্কাসের মধ্যেই গতকাল বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।
ঝুঁকিপূর্ণ মাঠে ফেডারেশন কাপে খেলতে গিয়ে চোটের কারণে যদি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারাতে হয় তাতে প্রভাব পড়বে লিগের পয়েন্ট টেবিলেও। এটি ভেবেই এবারের ফেডারেশন কাপ থেকে নাম সরিয়ে নিয়েছে তিন ক্লাব—বসুন্ধরা কিংস, উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ফেডারেশন কাপ নয়, এই তিন দলের আপত্তি ছিল টুর্নামেন্টের ভেন্যু কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের আর্টিফিশিয়াল বা অ্যাস্ট্রো টার্ফ। যৌক্তিক আপত্তি তুলেই কঠিন শাস্তি পেয়েছে তারা।
ফিফার অনুদানে ২০১৫ সালে কমলাপুর স্টেডিয়ামে বসানো কমলাপুরের অ্যাস্ট্রো টার্ফের মেয়াদ ধরা হয়েছিল ৮ বছর। প্রতিদিন দুই ঘণ্টার বেশি নয়, এই শর্তে বসানো টার্ফ মেয়াদের দুই বছর আগেই বাফুফের অতিমাত্রায় ব্যবহারে হয়ে উঠেছে ফুটবলারদের কাছে দুর্ঘটনার ভেন্যু! এই মাঠেই স্বাধীনতা কাপে খেলে গুরুতর চোটে পড়েছেন সব দলেরই কম-বেশি খেলোয়াড়। সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে বসুন্ধরা কিংসের।
‘টুর্নামেন্টের আগে সবকটি দলই কমলাপুরে খেলার সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছে’, এমন পাল্টা দাবিতে উল্টো তিন ক্লাবকে বড় শাস্তি দিয়েছে বাফুফে। তিন ক্লাবই পেয়েছে আগামী মৌসুমে ফেডারেশন কাপে খেলতে না পারার নিষেধাজ্ঞা। টার্ফে খেলতে না চাওয়া ক্লাবগুলোকে ‘জোর’ করে খেলানোর সিদ্ধান্ত এবং তাদের শাস্তি দিয়ে এখন সমালোচনার মুখে পড়েছে বাফুফে।
ফেডারেশন কাপের জন্য বাফুফের দেওয়া বাইলজের ১৯.৩ ধারায় বলা আছে, খেলা শুরুর আগে কোনো দল মাঠে না এলে কিংবা ম্যাচ চলার সময়ে মাঠ ছেড়ে চলে গেলে পরের ফেডারেশন কাপে নিষিদ্ধ করা হবে সেই দলকে। এই আইনেই তিনটি ক্লাবকে শাস্তি দিয়ে ফেডারেশন নিজেদের অবস্থান সুসংহত করেছে বলে মন্তব্য বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিকের। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘স্বাধীনতা কাপের আগে দুই দলের খেলা দেখতে গিয়ে বলেছিলাম, এই মাঠে খেলতে নামলেই খেলোয়াড়েরা চোটে পড়বে। এটা তো পরিষ্কার, আমরা ভবিষ্যতের চিন্তা কখনো সঠিকভাবে করি না।’ বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে বললেন, ‘কমলাপুরের টার্ফ অনেক আগেই বাতিল হয়ে গেছে। আমার মনে হয়, ক্লাবগুলো কোনো ভুল করেনি এবং তাদের প্রতি আমার সব রকম সমবেদনা আছে।’
নিষেধাজ্ঞার ব্যাপারে আপিল করার সুযোগ আছে তিন দলের সামনেই। বসুন্ধরা আপিল করবে কি না, সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত না দিলেও ক্লাবটির অভ্যন্তরীণ সূত্র বলছে, বাফুফেকে ফিফা আদালতে নেওয়ার চিন্তা করছে বসুন্ধরা। বাফুফেকে চ্যালেঞ্জ জানানোর মতো সঠিক প্রমাণও তাদের কাছে আছে বলে জানিয়েছেন সেই সূত্র। ফেডারেশন কাপ সার্কাসের মধ্যেই গতকাল বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৫ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪