সম্পাদকীয়
পরবর্তীকালে ডাকসাইটে সাহিত্যিক হয়েছেন, অথচ লেখালেখির শুরুতে লেখা অমনোনীত হয়েছে, এ রকম সাহিত্যিকদের তালিকায় রয়েছেন হাসান আজিজুল হক। শুরুতে তিনি লিখতেন আজিজুল হক নামে। হাসান শব্দটি তখনো তাঁর নামের সঙ্গে যুক্ত হয়নি।
জন্মেছিলেন বর্তমান ভারতের বর্ধমানে। ১৯৫৪ সালে তিনি চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনায়। ভর্তি হয়েছিলেন দৌলতপুর কলেজে। কলেজে পড়ার সময়ই সেনাবাহিনীর পিটুনি খেয়েছিলেন। সে সময় তিনি ছিলেন কলেজ ইউনিয়নের জিএস। সেনাবাহিনীর সঙ্গে মারপিট? অতএব আরও কয়েকজন ছাত্রের সঙ্গে দৌলতপুর কলেজ থেকে বহিষ্কৃত হলেন তিনি। খুলনা থেকে চলে এলেন রাজশাহীতে। সেখানেই চলল পড়াশোনা।
বিদেশি লেখকদের মধ্যে আর্নেস্ট হেমিংওয়ে খুব পছন্দ তাঁর। আলবের ক্যামুকেও বড় লেখক বলে মনে করতেন। সার্ত্রের ‘ওয়াল’ গল্পটি খুব নাড়া দিয়েছিল তাঁকে। কাফকা, চেখফ্, দস্তইয়েফ্স্কি খুব ভালো লাগে। আর ভালো লাগে তলস্তয়।
১৯৫৭ সালের দিকে কবিতা লিখলেন একটা। ভাবলেন, ভালোই হয়েছে। আজিজুল হক নামে সে কবিতাটি চলে গেল ‘নতুন সাহিত্য’ দপ্তরে। এরপর অপেক্ষা। অপেক্ষার অবসান হতে বেশি দেরি হলো না। কবিতার গায়ে কাঠপেনসিলে লিখে দেওয়া হয়েছে, ‘অমনোনীত’। হাসান আজিজুল হক পরে এ নিয়ে নিজেও অনেক রসিকতা করেছেন, ‘তাও যদি কলম দিয়ে লিখত! কাঠপেনসিল! বাপরে বাপ।’
১৯৬০ সালে সিকান্দার আবু জাফরের সমকাল পত্রিকায় ‘অতল’ নামে একটি গল্প পাঠালেন হাসান আজিজুল হক। সিকান্দার আবু জাফর ‘কিছু হয়নি’ বলে গল্পটি ফিরিয়ে দিয়েছিলেন।
খুব অভিমান হয়েছিল হাসান আজিজুল হকের। বাড়িতে এসে গল্পটা পুড়িয়ে ফেলেছিলেন।
সে বছরই সমকালে ছাপা হয়েছিল তাঁর আলোড়ন সৃষ্টিকারী গল্পটি। নাম—‘শকুন’। এর আগে তিনি যে গল্পগুলো লিখেছেন, তাতে তাঁর নাম ছিল আজিজুল হক। এই গল্পেই প্রথম ‘হাসান’ শব্দটি যোগ হয়।
সূত্র: ইকবাল হাসান, দূরের মানুষ, কাছের মানুষ, পৃষ্ঠা ২০-২২
পরবর্তীকালে ডাকসাইটে সাহিত্যিক হয়েছেন, অথচ লেখালেখির শুরুতে লেখা অমনোনীত হয়েছে, এ রকম সাহিত্যিকদের তালিকায় রয়েছেন হাসান আজিজুল হক। শুরুতে তিনি লিখতেন আজিজুল হক নামে। হাসান শব্দটি তখনো তাঁর নামের সঙ্গে যুক্ত হয়নি।
জন্মেছিলেন বর্তমান ভারতের বর্ধমানে। ১৯৫৪ সালে তিনি চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনায়। ভর্তি হয়েছিলেন দৌলতপুর কলেজে। কলেজে পড়ার সময়ই সেনাবাহিনীর পিটুনি খেয়েছিলেন। সে সময় তিনি ছিলেন কলেজ ইউনিয়নের জিএস। সেনাবাহিনীর সঙ্গে মারপিট? অতএব আরও কয়েকজন ছাত্রের সঙ্গে দৌলতপুর কলেজ থেকে বহিষ্কৃত হলেন তিনি। খুলনা থেকে চলে এলেন রাজশাহীতে। সেখানেই চলল পড়াশোনা।
বিদেশি লেখকদের মধ্যে আর্নেস্ট হেমিংওয়ে খুব পছন্দ তাঁর। আলবের ক্যামুকেও বড় লেখক বলে মনে করতেন। সার্ত্রের ‘ওয়াল’ গল্পটি খুব নাড়া দিয়েছিল তাঁকে। কাফকা, চেখফ্, দস্তইয়েফ্স্কি খুব ভালো লাগে। আর ভালো লাগে তলস্তয়।
১৯৫৭ সালের দিকে কবিতা লিখলেন একটা। ভাবলেন, ভালোই হয়েছে। আজিজুল হক নামে সে কবিতাটি চলে গেল ‘নতুন সাহিত্য’ দপ্তরে। এরপর অপেক্ষা। অপেক্ষার অবসান হতে বেশি দেরি হলো না। কবিতার গায়ে কাঠপেনসিলে লিখে দেওয়া হয়েছে, ‘অমনোনীত’। হাসান আজিজুল হক পরে এ নিয়ে নিজেও অনেক রসিকতা করেছেন, ‘তাও যদি কলম দিয়ে লিখত! কাঠপেনসিল! বাপরে বাপ।’
১৯৬০ সালে সিকান্দার আবু জাফরের সমকাল পত্রিকায় ‘অতল’ নামে একটি গল্প পাঠালেন হাসান আজিজুল হক। সিকান্দার আবু জাফর ‘কিছু হয়নি’ বলে গল্পটি ফিরিয়ে দিয়েছিলেন।
খুব অভিমান হয়েছিল হাসান আজিজুল হকের। বাড়িতে এসে গল্পটা পুড়িয়ে ফেলেছিলেন।
সে বছরই সমকালে ছাপা হয়েছিল তাঁর আলোড়ন সৃষ্টিকারী গল্পটি। নাম—‘শকুন’। এর আগে তিনি যে গল্পগুলো লিখেছেন, তাতে তাঁর নাম ছিল আজিজুল হক। এই গল্পেই প্রথম ‘হাসান’ শব্দটি যোগ হয়।
সূত্র: ইকবাল হাসান, দূরের মানুষ, কাছের মানুষ, পৃষ্ঠা ২০-২২
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে