সম্পাদকীয়
তরুণ কুমার নামটা শুনলে প্রথমেই মনে হতে পারে আমরা মহানায়ক উত্তমকুমারের ছোট ভাইয়ের কথা বলছি। কিন্তু যাঁর কথা বলা হচ্ছে, তাঁকে ভিন্ন নামে চেনেন সবাই। ভিন্ন নামটাই ছিল তাঁর আসল নাম। কিন্তু ক্যারিয়ার শুরু করতে হয়েছিল তরুণ কুমার নাম ধারণ করে।
তরুণ কুমার শুরুতে ছিলেন রেকর্ডের ফেরিওয়ালা। সে সময় চোঙওয়ালা কলের গানের রেকর্ডের জোগান দিতেন গানের ডিলাররা। ফেরিওয়ালা হতে হলে শর্ত ছিল, তাঁর ভালো গানের কণ্ঠ হতে হবে এবং চেহারা হতে হবে সুশ্রী। তাঁরা বিভিন্ন অঞ্চলের অবস্থাপন্ন মানুষের কাছে যেতেন কলের গান বিক্রি করতে। সঙ্গে থাকত একজন মুটে, যার কাঁধে শক্ত বাঁশের বাঁকের দুধারে ঝোলানো থাকত রাজ্যের গ্রামোফোন রেকর্ড।
নিজের বাড়িতে শোনার জন্য জমিদারেরা তা কিনে নিতেন। এবার তরুণ কুমারের আসল নামটি বলে ফেলি। তিনি তালাত মামুদ। গানের এই ফেরিওয়ালার গানের কণ্ঠ ভালো জেনে এইচএমভির এক অধিকর্তা পি কে সেন তাঁর পার্ক সার্কাসের বাড়িতে তালাতকে দিয়ে গান করিয়েছিলেন। এরপর তালাতকে এইচএমভিতে গান করার অনুমতি দেওয়া হলো। তালাতের গান শুনে মুগ্ধ হলেন সুরকার কমল দাশগুপ্ত। গোল বাধল নাম নিয়ে। তালাত নামে যদি রেকর্ড না চলে? তাই নাম পরিবর্তন করে করা হলো তরুণ কুমার।
কমল দাশগুপ্তের সুরে তরুণ কুমার নামে তালাতের পর পর দুটি গান হিট হলো। ‘দুটি পাখি দুটি তীরে/মাঝে নদী বহে ধীরে’ একটি, অন্যটি ‘ঘুমের ছায়া চাঁদের চোখে’।
বাংলা—তিনি কলকাতা নিউ থিয়েটার্সে মাস মাইনে চুক্তিতে শিল্পী হিসেবে ঢুকেছিলেন ঠিকই, কিন্তু তাঁকে কেউ পাত্তা দেয়নি। মুম্বাই চলে গেলেন এরপর। সেখানে প্লেব্যাক করলেন অনেক। বাংলা গান কিন্তু ছাড়লেন না। সে সময় তাঁর গাওয়া ‘তুমি সুন্দর যদি নাহি হও’ আর ‘যেথা রামধনু ওঠে হেসে’ গান দুটিও তখন হিট হয়েছিল।
সূত্র: পুলক বন্দ্যোপাধ্যায়, কথায় কথায় রাত হয়ে যায়, পৃষ্ঠা ২১৩-২১৪
তরুণ কুমার নামটা শুনলে প্রথমেই মনে হতে পারে আমরা মহানায়ক উত্তমকুমারের ছোট ভাইয়ের কথা বলছি। কিন্তু যাঁর কথা বলা হচ্ছে, তাঁকে ভিন্ন নামে চেনেন সবাই। ভিন্ন নামটাই ছিল তাঁর আসল নাম। কিন্তু ক্যারিয়ার শুরু করতে হয়েছিল তরুণ কুমার নাম ধারণ করে।
তরুণ কুমার শুরুতে ছিলেন রেকর্ডের ফেরিওয়ালা। সে সময় চোঙওয়ালা কলের গানের রেকর্ডের জোগান দিতেন গানের ডিলাররা। ফেরিওয়ালা হতে হলে শর্ত ছিল, তাঁর ভালো গানের কণ্ঠ হতে হবে এবং চেহারা হতে হবে সুশ্রী। তাঁরা বিভিন্ন অঞ্চলের অবস্থাপন্ন মানুষের কাছে যেতেন কলের গান বিক্রি করতে। সঙ্গে থাকত একজন মুটে, যার কাঁধে শক্ত বাঁশের বাঁকের দুধারে ঝোলানো থাকত রাজ্যের গ্রামোফোন রেকর্ড।
নিজের বাড়িতে শোনার জন্য জমিদারেরা তা কিনে নিতেন। এবার তরুণ কুমারের আসল নামটি বলে ফেলি। তিনি তালাত মামুদ। গানের এই ফেরিওয়ালার গানের কণ্ঠ ভালো জেনে এইচএমভির এক অধিকর্তা পি কে সেন তাঁর পার্ক সার্কাসের বাড়িতে তালাতকে দিয়ে গান করিয়েছিলেন। এরপর তালাতকে এইচএমভিতে গান করার অনুমতি দেওয়া হলো। তালাতের গান শুনে মুগ্ধ হলেন সুরকার কমল দাশগুপ্ত। গোল বাধল নাম নিয়ে। তালাত নামে যদি রেকর্ড না চলে? তাই নাম পরিবর্তন করে করা হলো তরুণ কুমার।
কমল দাশগুপ্তের সুরে তরুণ কুমার নামে তালাতের পর পর দুটি গান হিট হলো। ‘দুটি পাখি দুটি তীরে/মাঝে নদী বহে ধীরে’ একটি, অন্যটি ‘ঘুমের ছায়া চাঁদের চোখে’।
বাংলা—তিনি কলকাতা নিউ থিয়েটার্সে মাস মাইনে চুক্তিতে শিল্পী হিসেবে ঢুকেছিলেন ঠিকই, কিন্তু তাঁকে কেউ পাত্তা দেয়নি। মুম্বাই চলে গেলেন এরপর। সেখানে প্লেব্যাক করলেন অনেক। বাংলা গান কিন্তু ছাড়লেন না। সে সময় তাঁর গাওয়া ‘তুমি সুন্দর যদি নাহি হও’ আর ‘যেথা রামধনু ওঠে হেসে’ গান দুটিও তখন হিট হয়েছিল।
সূত্র: পুলক বন্দ্যোপাধ্যায়, কথায় কথায় রাত হয়ে যায়, পৃষ্ঠা ২১৩-২১৪
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে