শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) উৎসবমুখর পরিবেশে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে ৭টিতেই নৌকার ভরাডুবি হয়েছে। মাত্র দুটি ইউপিতে নৌকার প্রার্থী জয়লাভ করেছেন।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন নুরনগর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বখতিয়ার আহমেদ, মুন্সিগঞ্জ ইউপির নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধা, কাশিমাড়ী ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজী আনিছুজ্জামান আনিচ, কৈখালী ইউপির স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম, গাবুরা ইউপির স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জিএম মাসুদুল আলম, বুড়িগোয়ালীনি ইউপির স্বতন্ত্র প্রার্থী জামায়াত সমর্থিত হাজী নজরুল ইসলাম, রমজাননগরে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন, পদ্মপুকুর ইউপির বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী মো. আমজাদুল ইসলাম, আটুলিয়া ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সালেহ।
গতকাল রোববার ভোট চলাকালে প্রতিটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, বয়স্কদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটাররা তাঁদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। কোনো পক্ষের প্রভাব বিস্তারের সুযোগ না থাকায় প্রার্থীরা নির্বাচনকে সুষ্ঠু বলেও দাবি করেছেন।
এদিকে উপজেলার নুরনগর ইউপির একটি কেন্দ্রে প্রতীক বরাদ্দের দিনে এক প্রার্থীর মৃত্যুর ঘটনায় সেখানে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। তা ছাড়া ইভিএম মেশিনের ত্রুটিজনিত কারণে উপজেলার রমজাননগর ইউনিয়নের চাঁদখালী কেন্দ্রে প্রায় তিন ঘণ্টা দেরিতে ভোট গ্রহণ শুরু হয়।
এদিকে উপজেলার কাশিমাড়ী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র দুটিতে দুই নারী ভোট দিতে পারার অভিযোগ করেন। তাঁদের দাবি তাঁরা ভোটকেন্দ্রে এসে জানতে পারেন, আগেই তাঁদের পক্ষ থেকে জাল ভোট দেওয়া হয়েছে।
এ নির্বাচনে উপজেলার ৮৯টি ভোটকেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ২ লাখ ৭০৭ জন। যাঁদের মধ্যে পুরুষ ভোটার ছিলেন ১ লাখ ১ হাজার ৪৪৩ জন। নারী ভোটার ছিলেন ৯৯ হাজার ২৬৪ জন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘নির্বাচন অনেক শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। সারা দিন অসংখ্য কেন্দ্রে ঘুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। একটি কেন্দ্রে টেকনিক্যাল সমস্যার কারণে ভোট স্থগিত থাকলেও কিছুটা দেরিতে ভোট গ্রহণ হয়।’
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) উৎসবমুখর পরিবেশে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে ৭টিতেই নৌকার ভরাডুবি হয়েছে। মাত্র দুটি ইউপিতে নৌকার প্রার্থী জয়লাভ করেছেন।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন নুরনগর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বখতিয়ার আহমেদ, মুন্সিগঞ্জ ইউপির নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধা, কাশিমাড়ী ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজী আনিছুজ্জামান আনিচ, কৈখালী ইউপির স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম, গাবুরা ইউপির স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জিএম মাসুদুল আলম, বুড়িগোয়ালীনি ইউপির স্বতন্ত্র প্রার্থী জামায়াত সমর্থিত হাজী নজরুল ইসলাম, রমজাননগরে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন, পদ্মপুকুর ইউপির বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী মো. আমজাদুল ইসলাম, আটুলিয়া ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সালেহ।
গতকাল রোববার ভোট চলাকালে প্রতিটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, বয়স্কদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটাররা তাঁদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। কোনো পক্ষের প্রভাব বিস্তারের সুযোগ না থাকায় প্রার্থীরা নির্বাচনকে সুষ্ঠু বলেও দাবি করেছেন।
এদিকে উপজেলার নুরনগর ইউপির একটি কেন্দ্রে প্রতীক বরাদ্দের দিনে এক প্রার্থীর মৃত্যুর ঘটনায় সেখানে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। তা ছাড়া ইভিএম মেশিনের ত্রুটিজনিত কারণে উপজেলার রমজাননগর ইউনিয়নের চাঁদখালী কেন্দ্রে প্রায় তিন ঘণ্টা দেরিতে ভোট গ্রহণ শুরু হয়।
এদিকে উপজেলার কাশিমাড়ী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র দুটিতে দুই নারী ভোট দিতে পারার অভিযোগ করেন। তাঁদের দাবি তাঁরা ভোটকেন্দ্রে এসে জানতে পারেন, আগেই তাঁদের পক্ষ থেকে জাল ভোট দেওয়া হয়েছে।
এ নির্বাচনে উপজেলার ৮৯টি ভোটকেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ২ লাখ ৭০৭ জন। যাঁদের মধ্যে পুরুষ ভোটার ছিলেন ১ লাখ ১ হাজার ৪৪৩ জন। নারী ভোটার ছিলেন ৯৯ হাজার ২৬৪ জন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘নির্বাচন অনেক শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। সারা দিন অসংখ্য কেন্দ্রে ঘুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। একটি কেন্দ্রে টেকনিক্যাল সমস্যার কারণে ভোট স্থগিত থাকলেও কিছুটা দেরিতে ভোট গ্রহণ হয়।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে