যশোর প্রতিনিধি
যশোরে আড়াই লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে আগামীকাল শনিবার। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। শুধুমাত্র নাম, ঠিকানা, মোবাইল নম্বরের মাধ্যমে টিকা দেওয়া হবে আগ্রহীদের।
গতকাল বৃহস্পতিবার সকালে যশোর সদর হাসপাতালের সামনে গিয়ে দেখা গেছে, টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন শতাধিক মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। লাইন দীর্ঘ হতে হতে একসময় তা হাসপাতালের সামনের সড়কে এসে ঠেকে। বেলা আড়াইটায় টিকাদান শেষ হলেও মানুষের ভিড় ছিল।
টিকা গ্রহীতা সজীব হোসেন বলেন, ‘এর আগে বিভিন্ন সমস্যার কারণে টিকা নেওয়া হয়নি। কিছুদিন আগে শুনেছিলাম চলতি মাসের ২৬ তারিখের পরে প্রথম ডোজের টিকা আর দেওয়া হবে না। তাই দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা নিতে এসেছি।’
একই লাইনে দাঁড়িয়ে থাকা মিনারুল ইসলাম বলেন, ‘আমার টিকা নেওয়ার ইচ্ছা ছিল না। তবে এখন শুনছি, টিকা না নিলে কোনো জায়গায় যেতে পারব না। কোনো কাজে বাইরে গেলে টিকা কার্ড লাগবে। আর মূলত বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গেলে টিকা কার্ড দেখানোর জন্য বলা হয়েছে। তাই সময় থাকতেই টিকা নিতে এসেছি।’
যশোর রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী হোসাইন বলেন, ‘এর আগে টিকা কেন্দ্রে এত ভিড় হতো না। মাঝেমধ্যে এক-দুদিন একটু চাপ বেশি থাকত। তবে বিগত কয়েক দিন ধরে টিকাকেন্দ্রে মানুষের ভিড় বেড়েছে। তাঁদেরকে সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’
ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক জানান, বুধবার পর্যন্ত জেলায় ২১ লাখ ৮৭ হাজার ২৭৩ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ১৬ লাখ ৫৪ হাজার ৭১৬ জনকে, আর তৃতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ৮৩ হাজার ৪৪১ জনকে। জেলার ১১ লাখ ২৯ হাজার ৩৫৭ জন মানুষ এখনো প্রথম ডোজের টিকা নেননি।
সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস আরও বলেন, ‘জেলায় ৮টি উপজেলার ৯৩ ইউনিয়নের ৮৩৭টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে আগামীকাল কমপক্ষে ৩০০ জন করে মোট ২ লাখ ৫১ হাজার ১০০ জনকে প্রথম ডোজের টিকা দেওয়ার কথা বলা হয়েছে। তবে ৩০০ জনের বেশি লোক আসলে তাদেরও টিকা দেওয়া হবে। আমাদের লক্ষ্য, জেলার সব মানুষকে প্রথম ডোজের টিকার আওতায় আনা।
যশোরে আড়াই লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে আগামীকাল শনিবার। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। শুধুমাত্র নাম, ঠিকানা, মোবাইল নম্বরের মাধ্যমে টিকা দেওয়া হবে আগ্রহীদের।
গতকাল বৃহস্পতিবার সকালে যশোর সদর হাসপাতালের সামনে গিয়ে দেখা গেছে, টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন শতাধিক মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। লাইন দীর্ঘ হতে হতে একসময় তা হাসপাতালের সামনের সড়কে এসে ঠেকে। বেলা আড়াইটায় টিকাদান শেষ হলেও মানুষের ভিড় ছিল।
টিকা গ্রহীতা সজীব হোসেন বলেন, ‘এর আগে বিভিন্ন সমস্যার কারণে টিকা নেওয়া হয়নি। কিছুদিন আগে শুনেছিলাম চলতি মাসের ২৬ তারিখের পরে প্রথম ডোজের টিকা আর দেওয়া হবে না। তাই দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা নিতে এসেছি।’
একই লাইনে দাঁড়িয়ে থাকা মিনারুল ইসলাম বলেন, ‘আমার টিকা নেওয়ার ইচ্ছা ছিল না। তবে এখন শুনছি, টিকা না নিলে কোনো জায়গায় যেতে পারব না। কোনো কাজে বাইরে গেলে টিকা কার্ড লাগবে। আর মূলত বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গেলে টিকা কার্ড দেখানোর জন্য বলা হয়েছে। তাই সময় থাকতেই টিকা নিতে এসেছি।’
যশোর রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী হোসাইন বলেন, ‘এর আগে টিকা কেন্দ্রে এত ভিড় হতো না। মাঝেমধ্যে এক-দুদিন একটু চাপ বেশি থাকত। তবে বিগত কয়েক দিন ধরে টিকাকেন্দ্রে মানুষের ভিড় বেড়েছে। তাঁদেরকে সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’
ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক জানান, বুধবার পর্যন্ত জেলায় ২১ লাখ ৮৭ হাজার ২৭৩ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ১৬ লাখ ৫৪ হাজার ৭১৬ জনকে, আর তৃতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ৮৩ হাজার ৪৪১ জনকে। জেলার ১১ লাখ ২৯ হাজার ৩৫৭ জন মানুষ এখনো প্রথম ডোজের টিকা নেননি।
সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস আরও বলেন, ‘জেলায় ৮টি উপজেলার ৯৩ ইউনিয়নের ৮৩৭টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে আগামীকাল কমপক্ষে ৩০০ জন করে মোট ২ লাখ ৫১ হাজার ১০০ জনকে প্রথম ডোজের টিকা দেওয়ার কথা বলা হয়েছে। তবে ৩০০ জনের বেশি লোক আসলে তাদেরও টিকা দেওয়া হবে। আমাদের লক্ষ্য, জেলার সব মানুষকে প্রথম ডোজের টিকার আওতায় আনা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে