আয়নাল হোসেন, ঢাকা
ডায়াবেটিস তথা রক্তে শর্করার পরিমাণ মাপার যন্ত্র গ্লুকোমিটারে ব্যবহৃত স্ট্রিপ মেয়াদ বাড়িয়ে বিক্রি করে ফার্মা সলিউশন নামের একটি প্রতিষ্ঠান। এ ছাড়া নকল স্ট্রিপও আছে বাজারে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তা ধরা পড়লেও নীরব রয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ স্ট্রিপ উদ্ধারের পর বিভিন্ন মহল থেকে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে চাপ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে নালিশও জানানো হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, মেয়াদোত্তীর্ণ এসব স্ট্রিপ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। ৬ ফেব্রুয়ারি কাকরাইলের লাজ ফার্মা থেকে মেয়াদোত্তীর্ণ স্ট্রিপ পাওয়া যায়। ইনভয়েস পরীক্ষা করে দেখা যায়, সেটি ফার্মা সলিউশনের সরবরাহ করা। সব সত্যতা সামনে আসার পর ফার্মা সলিউশনের কর্মকর্তারা অভিযোগের সত্যতা স্বীকার করেন।
বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদোত্তীর্ণ স্ট্রিপ ব্যবহারে ভুল রিডিং বা ফল আসবে এবং এতে স্বাস্থ্যহানির আশঙ্কা আছে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবু আজহার বলেন, এসব স্ট্রিপের মেয়াদোত্তীর্ণ হলে সেটি ভুল রিডিং দেবে। রিডিং দেখে ওষুধ দেওয়া হলে রোগীর সমস্যা হবে। অভিজ্ঞ চিকিৎসকেরা হয়তো বিষয়টি উপলব্ধি করতে পারবেন। তবে গ্রামের সাধারণ চিকিৎসকদের পক্ষে এটি নির্ণয় করা সম্ভব নয়। বেশি ডোজে রোগীর সমস্যা তৈরি হবে। আবার কম ডোজেও সমস্যা হবে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্লুকোমিটারে ব্যবহৃত আকুচেক ব্র্যান্ডের স্ট্রিপ জার্মানির রোচ কোম্পানির তৈরি। ওই প্রতিষ্ঠানের সঙ্গে ফার্মা সলিউশনের চুক্তির মেয়াদ শেষ হলেও তাদের কাছে যেসব স্ট্রিপ থেকে যায়, সেগুলোর মেয়াদ বাড়িয়ে বাজারে ছাড়া হয়। ফার্মা সলিউশন নয়াপল্টনের প্রিন্ট ওয়ান নামের প্রতিষ্ঠান থেকে মোড়ক ছাপিয়ে নেয়। সেখানে অভিযান চালিয়েও স্ট্রিপের মেয়াদ বাড়িয়ে ছাপানোর সত্যতা মেলে।
এসব পণ্যের মানসহ সার্বিক দায়িত্বে নিয়োজিত ঔষধ প্রশাসন অধিদপ্তর। তাদের অনুমোদন ছাড়া এসব স্ট্রিপ আমদানি ও বিক্রির সুযোগ নেই। মেয়াদোত্তীর্ণ স্ট্রিপ ছড়িয়ে পড়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে হেলথ কনজ্যুমার রাইটস ফোরাম। সংগঠনের সদস্যসচিব ইবনুল সাঈদ রানা বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নীরব থাকাটা খুবই উদ্বেগের। তাদের প্রকৃত সত্য মানুষের সামনে তুলে ধরতে হবে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসূফ বলেন, ডায়াবেটিস রোগ নির্ণয়ের স্ট্রিপের বিষয়টি তাঁর নজরে আসার পর দেশের ১৪০টি ডিপোতে অভিযান চালানো হয়েছে। তাঁরা বিভিন্ন স্ট্রিপ জব্দও করেছেন।
বাংলাদেশ মেডিকেল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ‘বাজারে মেয়াদোত্তীর্ণ স্ট্রিপ ব্যবহার জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। ভোক্তা অধিদপ্তর দোকানিদের হয়রানি না করে মূল জায়গায় আঘাত হেনেছে। এ জন্য তাদের অভিযানকে সাধুবাদ জানাই।’
ডায়াবেটিস তথা রক্তে শর্করার পরিমাণ মাপার যন্ত্র গ্লুকোমিটারে ব্যবহৃত স্ট্রিপ মেয়াদ বাড়িয়ে বিক্রি করে ফার্মা সলিউশন নামের একটি প্রতিষ্ঠান। এ ছাড়া নকল স্ট্রিপও আছে বাজারে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তা ধরা পড়লেও নীরব রয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ স্ট্রিপ উদ্ধারের পর বিভিন্ন মহল থেকে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে চাপ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে নালিশও জানানো হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, মেয়াদোত্তীর্ণ এসব স্ট্রিপ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। ৬ ফেব্রুয়ারি কাকরাইলের লাজ ফার্মা থেকে মেয়াদোত্তীর্ণ স্ট্রিপ পাওয়া যায়। ইনভয়েস পরীক্ষা করে দেখা যায়, সেটি ফার্মা সলিউশনের সরবরাহ করা। সব সত্যতা সামনে আসার পর ফার্মা সলিউশনের কর্মকর্তারা অভিযোগের সত্যতা স্বীকার করেন।
বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদোত্তীর্ণ স্ট্রিপ ব্যবহারে ভুল রিডিং বা ফল আসবে এবং এতে স্বাস্থ্যহানির আশঙ্কা আছে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবু আজহার বলেন, এসব স্ট্রিপের মেয়াদোত্তীর্ণ হলে সেটি ভুল রিডিং দেবে। রিডিং দেখে ওষুধ দেওয়া হলে রোগীর সমস্যা হবে। অভিজ্ঞ চিকিৎসকেরা হয়তো বিষয়টি উপলব্ধি করতে পারবেন। তবে গ্রামের সাধারণ চিকিৎসকদের পক্ষে এটি নির্ণয় করা সম্ভব নয়। বেশি ডোজে রোগীর সমস্যা তৈরি হবে। আবার কম ডোজেও সমস্যা হবে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্লুকোমিটারে ব্যবহৃত আকুচেক ব্র্যান্ডের স্ট্রিপ জার্মানির রোচ কোম্পানির তৈরি। ওই প্রতিষ্ঠানের সঙ্গে ফার্মা সলিউশনের চুক্তির মেয়াদ শেষ হলেও তাদের কাছে যেসব স্ট্রিপ থেকে যায়, সেগুলোর মেয়াদ বাড়িয়ে বাজারে ছাড়া হয়। ফার্মা সলিউশন নয়াপল্টনের প্রিন্ট ওয়ান নামের প্রতিষ্ঠান থেকে মোড়ক ছাপিয়ে নেয়। সেখানে অভিযান চালিয়েও স্ট্রিপের মেয়াদ বাড়িয়ে ছাপানোর সত্যতা মেলে।
এসব পণ্যের মানসহ সার্বিক দায়িত্বে নিয়োজিত ঔষধ প্রশাসন অধিদপ্তর। তাদের অনুমোদন ছাড়া এসব স্ট্রিপ আমদানি ও বিক্রির সুযোগ নেই। মেয়াদোত্তীর্ণ স্ট্রিপ ছড়িয়ে পড়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে হেলথ কনজ্যুমার রাইটস ফোরাম। সংগঠনের সদস্যসচিব ইবনুল সাঈদ রানা বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নীরব থাকাটা খুবই উদ্বেগের। তাদের প্রকৃত সত্য মানুষের সামনে তুলে ধরতে হবে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসূফ বলেন, ডায়াবেটিস রোগ নির্ণয়ের স্ট্রিপের বিষয়টি তাঁর নজরে আসার পর দেশের ১৪০টি ডিপোতে অভিযান চালানো হয়েছে। তাঁরা বিভিন্ন স্ট্রিপ জব্দও করেছেন।
বাংলাদেশ মেডিকেল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ‘বাজারে মেয়াদোত্তীর্ণ স্ট্রিপ ব্যবহার জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। ভোক্তা অধিদপ্তর দোকানিদের হয়রানি না করে মূল জায়গায় আঘাত হেনেছে। এ জন্য তাদের অভিযানকে সাধুবাদ জানাই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে