লালমনিরহাট প্রতিনিধি
গত পাঁচ বছরের তুলনায় এ বছর শুষ্ক মৌসুমেও রেকর্ড পরিমাণ পানি ছিল তিস্তায়। তিস্তা ব্যারাজ এলাকায় নদীর গভীরতা বেশি থাকায় পাঁচ বছর পর আবারও তিস্তা নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। এতে হাসি ফুটেছে স্থানীয় জেলেদের মুখে। আর এই তাজা ইলিশ কিনতে সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন লোকজন।
গতকাল মঙ্গলবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় গিয়ে দেখা যায়, ভাটিতে জেলেদের জালে উঠেছে ইলিশ। আর তা দেখতে ভিড় জমাচ্ছেন তিস্তাপারের শত শত মানুষ। এর আগে ২০১৭ সালে সবশেষ তিস্তায় ধরা পড়ে ইলিশ।
স্থানীয় জেলে রহমত আলী বলেন, ‘তিস্তায় ইলিশ পেয়ে আমরা খুব খুশি। এটা আমাদের ভাগ্যের বিষয়। প্রতিবছর যেন এভাবে ইলিশ পাওয়া যায় আশা করি।’
ঠিক পাঁচ বছর পর এক মাস ধরে আবারও এই নদীতে প্রতিদিন জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ মাছ, যার আকার ৩০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত। এদিকে মাছ ধরার পরপরই সেখানে প্রতি কেজি ইলিশ ৮০০ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হয়ে যাচ্ছে মুহূর্তেই।
সীমান্ত বাজার এলাকার লাল মিয়া বলেন, ‘আমার ঠেলাজালে দুটি ইলিশ ধরা পড়েছে। আমি খুবই খুশি। এই ইলিশ মাছ দুটি বিক্রি না করে বাড়িতে নিয়ে যাব খাওয়ার জন্য।’
তিস্তায় বর্তমানে ইলিশের পাশাপাশি ধরা পড়ছে বৈরালি, বোয়াল, আইড়, চিতল, গুলশা, ট্যাংরা, কালবাউশসহ নানা প্রজাতির মাছ। নদীর পাড়ে থেকেই বিক্রি হয়ে যাচ্ছে এসব মাছ।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আইনুল হক বলেন, ‘১৯৮৮ সালের বন্যায় তিস্তা নদীতে প্রথম ইলিশ মাছ ধরা দেখেছি। তার পর থেকে এবারের মতো এত ইলিশ ধরা পড়তে দেখিনি। এতে তিস্তাপারের বাসিন্দারাও খুশি।’
গত পাঁচ বছরের তুলনায় এ বছর শুষ্ক মৌসুমেও রেকর্ড পরিমাণ পানি ছিল তিস্তায়। তিস্তা ব্যারাজ এলাকায় নদীর গভীরতা বেশি থাকায় পাঁচ বছর পর আবারও তিস্তা নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। এতে হাসি ফুটেছে স্থানীয় জেলেদের মুখে। আর এই তাজা ইলিশ কিনতে সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন লোকজন।
গতকাল মঙ্গলবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় গিয়ে দেখা যায়, ভাটিতে জেলেদের জালে উঠেছে ইলিশ। আর তা দেখতে ভিড় জমাচ্ছেন তিস্তাপারের শত শত মানুষ। এর আগে ২০১৭ সালে সবশেষ তিস্তায় ধরা পড়ে ইলিশ।
স্থানীয় জেলে রহমত আলী বলেন, ‘তিস্তায় ইলিশ পেয়ে আমরা খুব খুশি। এটা আমাদের ভাগ্যের বিষয়। প্রতিবছর যেন এভাবে ইলিশ পাওয়া যায় আশা করি।’
ঠিক পাঁচ বছর পর এক মাস ধরে আবারও এই নদীতে প্রতিদিন জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ মাছ, যার আকার ৩০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত। এদিকে মাছ ধরার পরপরই সেখানে প্রতি কেজি ইলিশ ৮০০ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হয়ে যাচ্ছে মুহূর্তেই।
সীমান্ত বাজার এলাকার লাল মিয়া বলেন, ‘আমার ঠেলাজালে দুটি ইলিশ ধরা পড়েছে। আমি খুবই খুশি। এই ইলিশ মাছ দুটি বিক্রি না করে বাড়িতে নিয়ে যাব খাওয়ার জন্য।’
তিস্তায় বর্তমানে ইলিশের পাশাপাশি ধরা পড়ছে বৈরালি, বোয়াল, আইড়, চিতল, গুলশা, ট্যাংরা, কালবাউশসহ নানা প্রজাতির মাছ। নদীর পাড়ে থেকেই বিক্রি হয়ে যাচ্ছে এসব মাছ।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আইনুল হক বলেন, ‘১৯৮৮ সালের বন্যায় তিস্তা নদীতে প্রথম ইলিশ মাছ ধরা দেখেছি। তার পর থেকে এবারের মতো এত ইলিশ ধরা পড়তে দেখিনি। এতে তিস্তাপারের বাসিন্দারাও খুশি।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪