ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ভারতের ত্রিপুরার আগরতলার সঙ্গে রেল যোগাযোগ স্থাপনে বাংলাদেশ অংশে কাজ শুরু হয় ২০১৮ সালের ২৯ জুলাই। প্রায় সাত কিলোমিটার রেলপথ নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ২৯ জানুয়ারি। এরপর চলে গেছে ৩ বছর ৪ মাস। এখনো কাজ বাকি। এর মধ্যেই আগামী সেপ্টেম্বরে রেলপথটি চালুর ঘোষণা দিয়েছেন রেলপথমন্ত্রী।
সম্প্রতি আখাউড়ায় প্রকল্পটির কাজ পরিদর্শনে এসে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী রেলপথটির উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে এ পথে শুধু পণ্য পরিবহন করা হবে। রেল যোগাযোগ চালু হবে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে।
সেপ্টেম্বরে উদ্বোধনের ঘোষণা হলেও সবশেষ বর্ধিত মেয়াদ অনুযায়ী নির্মাণকাজ শেষ হওয়ার কথা আগামী মাসে। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাকি কাজ এর মধ্যেই শেষ করা হবে। এরপর পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। সম্প্রতি আখাউড়ায় প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, বাংলাদেশ অংশে তিন কিলোমিটারে রেললাইন বসানো হয়েছে। বাকি চার কিলোমিটারে কাজ চলছে। এটিও শেষ পর্যায়ে।
ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি হেড (বাংলাদেশ) শরৎ শর্মা বলেন, করোনার কারণে দীর্ঘদিন কাজ বন্ধ রাখতে হয়েছিল। প্রকল্পের কাজের মালপত্রও ভারত থেকে আনা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলেও মালপত্র আনার অনুমতি পেতে দেরি হয়। বর্তমানে শেষ পর্যায়ের কাজ চলছে। তা সম্পন্ন হলে চালুর প্রস্তাব দেওয়া হবে।
এদিকে কয়েক মাস পরই রেলপথটি চালুর খবরে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। জেলার ব্যবসায়ীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হক বলেন, এ পথে পণ্য আমদানি করলে পরিবহন খরচ কমবে। খরচ কমলে বাজারে দাম কম থাকবে। এ ছাড়া ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে যোগাযোগ সহজ হলে রপ্তানিরও ভালো সুযোগ তৈরি হবে।
চারবারেও হয়নি
প্রকল্পসংশ্লিষ্ট এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, আখাউড়া-আগরতলারেলপথ নির্মাণকাজ ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের ২৯ জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রথমে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, পরে কাজ শুরু হয় ২০১৮ সালের ২৯ জুলাই। শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালে ২৯ জানুয়ারির মধ্যে। দ্বিতীয়বার মেয়াদ বাড়িয়ে ২০২০ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৯ জানুয়ারি করা হয়। এ সময়েও কাজ শেষ না হওয়া তৃতীয় দফায় মেয়াদ বাড়ানো হয় ২০২২ সালের জুন পর্যন্ত। চতুর্থ দফায় বর্ধিত মেয়াদে কাজ শেষ হওয়ার কথা আগামী মাসের মধ্যে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণের জন্য ২০১৮ সালের ২১ মে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। দুই দেশের এই রেলপথের মোট দৈর্ঘ্য ১২ দশমিক ২৪ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশে ৬ দশমিক ৭৮ কিলোমিটার। এই অংশে প্রকল্পটি বাস্তবায়নে খরচ হচ্ছে প্রায় ২৪১ কোটি টাকা।
রেলপথ প্রকল্পের পরিচালক (বাংলাদেশ অংশ) আবু জাফর মিয়া বলেন, প্রকল্পের মেয়াদ বাড়লেও ব্যয় বাড়েনি। এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৯০ শতাংশ।আখাউড়া-আগরতলা রেলপথটি চালু চলে আন্তদেশীয় বাণিজ্যের দ্বার যেমন উন্মোচিত হবে, তেমনি আগরতলার সঙ্গে কলকাতার দূরত্ব কমবে। বর্তমানে রেলপথে আগরতলা থেকে কলকাতার দূরত্ব প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার। আখাউড়া হয়ে কলকাতায় যেতে আগরতলাবাসীকে পাড়ি দিতে হবে মাত্র ৫৫০ কিলোমিটার। এতে কমবে দীর্ঘ যাত্রাপথের ভোগান্তি।
ভারতের ত্রিপুরার আগরতলার সঙ্গে রেল যোগাযোগ স্থাপনে বাংলাদেশ অংশে কাজ শুরু হয় ২০১৮ সালের ২৯ জুলাই। প্রায় সাত কিলোমিটার রেলপথ নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ২৯ জানুয়ারি। এরপর চলে গেছে ৩ বছর ৪ মাস। এখনো কাজ বাকি। এর মধ্যেই আগামী সেপ্টেম্বরে রেলপথটি চালুর ঘোষণা দিয়েছেন রেলপথমন্ত্রী।
সম্প্রতি আখাউড়ায় প্রকল্পটির কাজ পরিদর্শনে এসে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী রেলপথটির উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে এ পথে শুধু পণ্য পরিবহন করা হবে। রেল যোগাযোগ চালু হবে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে।
সেপ্টেম্বরে উদ্বোধনের ঘোষণা হলেও সবশেষ বর্ধিত মেয়াদ অনুযায়ী নির্মাণকাজ শেষ হওয়ার কথা আগামী মাসে। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাকি কাজ এর মধ্যেই শেষ করা হবে। এরপর পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। সম্প্রতি আখাউড়ায় প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, বাংলাদেশ অংশে তিন কিলোমিটারে রেললাইন বসানো হয়েছে। বাকি চার কিলোমিটারে কাজ চলছে। এটিও শেষ পর্যায়ে।
ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি হেড (বাংলাদেশ) শরৎ শর্মা বলেন, করোনার কারণে দীর্ঘদিন কাজ বন্ধ রাখতে হয়েছিল। প্রকল্পের কাজের মালপত্রও ভারত থেকে আনা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলেও মালপত্র আনার অনুমতি পেতে দেরি হয়। বর্তমানে শেষ পর্যায়ের কাজ চলছে। তা সম্পন্ন হলে চালুর প্রস্তাব দেওয়া হবে।
এদিকে কয়েক মাস পরই রেলপথটি চালুর খবরে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। জেলার ব্যবসায়ীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হক বলেন, এ পথে পণ্য আমদানি করলে পরিবহন খরচ কমবে। খরচ কমলে বাজারে দাম কম থাকবে। এ ছাড়া ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে যোগাযোগ সহজ হলে রপ্তানিরও ভালো সুযোগ তৈরি হবে।
চারবারেও হয়নি
প্রকল্পসংশ্লিষ্ট এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, আখাউড়া-আগরতলারেলপথ নির্মাণকাজ ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের ২৯ জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রথমে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, পরে কাজ শুরু হয় ২০১৮ সালের ২৯ জুলাই। শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালে ২৯ জানুয়ারির মধ্যে। দ্বিতীয়বার মেয়াদ বাড়িয়ে ২০২০ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৯ জানুয়ারি করা হয়। এ সময়েও কাজ শেষ না হওয়া তৃতীয় দফায় মেয়াদ বাড়ানো হয় ২০২২ সালের জুন পর্যন্ত। চতুর্থ দফায় বর্ধিত মেয়াদে কাজ শেষ হওয়ার কথা আগামী মাসের মধ্যে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণের জন্য ২০১৮ সালের ২১ মে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। দুই দেশের এই রেলপথের মোট দৈর্ঘ্য ১২ দশমিক ২৪ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশে ৬ দশমিক ৭৮ কিলোমিটার। এই অংশে প্রকল্পটি বাস্তবায়নে খরচ হচ্ছে প্রায় ২৪১ কোটি টাকা।
রেলপথ প্রকল্পের পরিচালক (বাংলাদেশ অংশ) আবু জাফর মিয়া বলেন, প্রকল্পের মেয়াদ বাড়লেও ব্যয় বাড়েনি। এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৯০ শতাংশ।আখাউড়া-আগরতলা রেলপথটি চালু চলে আন্তদেশীয় বাণিজ্যের দ্বার যেমন উন্মোচিত হবে, তেমনি আগরতলার সঙ্গে কলকাতার দূরত্ব কমবে। বর্তমানে রেলপথে আগরতলা থেকে কলকাতার দূরত্ব প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার। আখাউড়া হয়ে কলকাতায় যেতে আগরতলাবাসীকে পাড়ি দিতে হবে মাত্র ৫৫০ কিলোমিটার। এতে কমবে দীর্ঘ যাত্রাপথের ভোগান্তি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪