গুরুদাসপুরে লেবুর দাম আকাশ ছোঁয়া, ক্রেতার অসন্তোষ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ০৭: ০৪
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৩: ৫০

নাটোরের গুরুদাসপুরে লেবুর দাম আকাশছোঁয়া। উপজেলার প্রায় সব হাট-বাজারে লেবুর দাম অনেক বেশি। এতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে এটি। তবে লেবু ব্যবসায়ীরা বলেন, দু-তিন বছরের তুলনায় এলাকায় লেবুর চাষ কম হয়েছে। তাই বেশি দামে বাইর থেকে কিনে আনতে হচ্ছে তাঁদের।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর চায়না থ্রি চাষ হয়েছে তিন হেক্টর জমিতে। যা গত কয়েক বছরের তুলনায় অনেক কম।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার সবচেয়ে বড় হাট চাঁচকৈড়। এই হাটে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার লেবু কেনাবেচা হয়। প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। এতে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আর এই জাতের লেবুতে রস কম। তাই অন্য লেবু না পেয়ে অনেকে বাধ্য হয়ে তাই কিনছেন।

লেবু ক্রেতা আনিস বলেন, লেবুর বাজারে আগুন। এক কেজি ৮০ থেকে ৯০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। আবার এই লেবুর রস কম। বাধ্য হয়ে তাঁরা লেবু কিনছেন।

খলিফাপাড়া এলাকার ব্যবসায়ী রেজাউল করিম বলেন, চায়না থ্রি লেবু ৮০-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি প্রতিদিন ২-৩ হাজার লেবু কিনে আনেন নাটোরের হালসা-বাগরুম মোকাম থেকে। পাইকারিভাবে ১ হাজার লেবু ৬ হাজার টাকা পর্যন্ত কিনতে হয়। তাই বেশি দামে বিক্রি করতে হয়।

লেবু ব্যবসায়ী রজব আলী বলেন, গুরুদাসপুরে চায়না থ্রি জাতের লেবুর চাষ একটু কম হয়। তাই বাইরের মোকাম থেকে লেবু আমদানি করতে হয়। এ জন্য দাম একটু বেশি। তাঁরাও বেশি দামে লেবু কেনেন। তাই বাজারে এই জাতের লেবুর দাম ৯০-১০০ টাকা কেজি বিক্রয় করতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে গুরুদাসপুর কৃষি কর্মকর্তা হারুনর রশিদ আজকের পত্রিকাকে বলেন, এ বছর গুরুদাসপুর উপজেলায় তিন হেক্টর জমিতে চায়না থ্রি লেবু চাষ হয়েছে। ফলন ভালো হয়েছে। তবে বাজারে দাম একটু বেশি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত