আজকের পত্রিকা ডেস্ক
ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ৯ উপজেলার ৪৯ ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী। ১৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে। নদনদীর পানি বাড়া অব্যাহত থাকায় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। প্রতিনিধিদের পাঠানো খবর:
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ধরলা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বেড়েছে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি। ব্রহ্মপুত্র নদ নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে এবং চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। নদ-নদীর পানি বেড়ে জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে পাউবো। তবে তিস্তার পানি কমে এর অববাহিকার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।
কুড়িগ্রাম: বন্যায় জেলাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন। এ ইউনিয়নের আইড়মারির চরের বাসিন্দা দিনমজুর আশরাফুল জানান, ঘরে পানি ওঠায় তিনি পাঁচ দিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। নিজের নৌকা না থাকায় অন্যত্র আশ্রয় নিতে পারছেন না। বাধ্য হয়ে ঘরের ভেতর বাঁশ দিয়ে মাচান করে সন্তানদের নিয়ে বসবাস করছেন। টিউবওয়েল আর শৌচাগার পানিতে তলিয়ে যাওয়ায় বিড়ম্বনা আরও বেড়েছে পরিবারে।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের বরাত দিয়ে জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা জানায়, বিদ্যালয়-সংলগ্ন মাঠ ও আশপাশের এলাকা প্লাবিত হওয়ায় জেলার সাত উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান স্থগিত রয়েছে। এ ছাড়া ২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা ও ১টি কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
উলিপুর: পৌর শহরে পানিবন্দী হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। শহরের ৬ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার অর্ধশতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টির পানি জমে থাকায় এসব পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছেন না। এদিকে গরুর হাটটি অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
নাগেশ্বরী: উপজেলায় বন্যায় বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। বানভাসিদের আশ্রয় দিতে ৬৯টি বিদ্যালয়ে খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র। প্লাবিত এলাকার অনেকেই এতে গরু-ছাগলসহ সেখানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।
চিলমারী: ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ২ হাজার ৬০০ হেক্টর জমি তলিয়ে গেছে। উপজেলা প্রশাসনের তথ্যমতে ৬টি ইউনিয়নে ৫৪ হাজার ৪০ জন মানুষ পানিবন্দী রয়েছে। বন্যা পরিস্থিতিতে চিলমারী স্বাস্থ্য বিভাগ থেকে সাতটি মেডিকেল দল গঠন করা হয়েছে।
ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ৯ উপজেলার ৪৯ ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী। ১৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে। নদনদীর পানি বাড়া অব্যাহত থাকায় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। প্রতিনিধিদের পাঠানো খবর:
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ধরলা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বেড়েছে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি। ব্রহ্মপুত্র নদ নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে এবং চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। নদ-নদীর পানি বেড়ে জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে পাউবো। তবে তিস্তার পানি কমে এর অববাহিকার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।
কুড়িগ্রাম: বন্যায় জেলাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন। এ ইউনিয়নের আইড়মারির চরের বাসিন্দা দিনমজুর আশরাফুল জানান, ঘরে পানি ওঠায় তিনি পাঁচ দিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। নিজের নৌকা না থাকায় অন্যত্র আশ্রয় নিতে পারছেন না। বাধ্য হয়ে ঘরের ভেতর বাঁশ দিয়ে মাচান করে সন্তানদের নিয়ে বসবাস করছেন। টিউবওয়েল আর শৌচাগার পানিতে তলিয়ে যাওয়ায় বিড়ম্বনা আরও বেড়েছে পরিবারে।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের বরাত দিয়ে জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা জানায়, বিদ্যালয়-সংলগ্ন মাঠ ও আশপাশের এলাকা প্লাবিত হওয়ায় জেলার সাত উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান স্থগিত রয়েছে। এ ছাড়া ২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা ও ১টি কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
উলিপুর: পৌর শহরে পানিবন্দী হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। শহরের ৬ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার অর্ধশতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টির পানি জমে থাকায় এসব পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছেন না। এদিকে গরুর হাটটি অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
নাগেশ্বরী: উপজেলায় বন্যায় বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। বানভাসিদের আশ্রয় দিতে ৬৯টি বিদ্যালয়ে খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র। প্লাবিত এলাকার অনেকেই এতে গরু-ছাগলসহ সেখানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।
চিলমারী: ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ২ হাজার ৬০০ হেক্টর জমি তলিয়ে গেছে। উপজেলা প্রশাসনের তথ্যমতে ৬টি ইউনিয়নে ৫৪ হাজার ৪০ জন মানুষ পানিবন্দী রয়েছে। বন্যা পরিস্থিতিতে চিলমারী স্বাস্থ্য বিভাগ থেকে সাতটি মেডিকেল দল গঠন করা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে