সম্পাদকীয়
১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের জেলখানায়, তখন তাঁর বাবা আর মা অসুস্থ হয়ে পড়েন। পত্রিকায় সে খবর দুটি প্রকাশিত হয়।
তখনকার পিজি হাসপাতালে তাঁদের চিকিৎসা করার দায়িত্ব পান ডা. নুরুল ইসলাম। তিনি দেখলেন, এই যুদ্ধের সময় তাঁরা যদি হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান, তাহলে সমস্যায় পড়বেন। তাই তিনি বঙ্গবন্ধুর মা-বাবাকে যুদ্ধের পুরো নয় মাস রেখে দিলেন পিজি হাসপাতালে।
পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে ঢাকায় ফিরলেন বঙ্গবন্ধু। এর কিছুদিন পর বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হলো ডা. নুরুল ইসলামের। বঙ্গবন্ধু তত দিনে জেনে গেছেন তাঁর মা-বাবাকে আগলে রেখেছিলেন এই চিকিৎসক। নুরুল ইসলামকে তিনি জিজ্ঞেস করলেন, ‘আপনি কী চান?’
নুরুল ইসলাম জানতেন, তিনি সে সময় বাড়ি, গাড়ি চাইলে সবকিছুই বঙ্গবন্ধু দিয়ে দিতেন তাঁকে। কিন্তু নুরুল ইসলাম বললেন, ‘আমি কিছুই চাই না, আমি যা চেয়েছি তা পেয়েছি।’
বঙ্গবন্ধু জিজ্ঞেস করলেন, ‘আপনি কী চেয়েছেন?’
নুরুল ইসলাম বললেন, ‘আমি চেয়েছিলাম, আপনি পাকিস্তান থেকে বাংলাদেশে আসুন। আপনি এসে গেছেন। কাজেই আমার আর কিছু চাওয়ার নেই।’
সেই বঙ্গবন্ধুর মা-বাবাকে নিয়েই আরেকটি ঘটনা। একদিন দেখা গেল, বঙ্গবন্ধুর মা-বাবাকে পিজি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের হলি ফ্যামিলি হাসপাতাল থেকে নিতে এসেছে। নুরুল ইসলাম ফোন করলেন বঙ্গবন্ধুকে। বললেন, ‘স্যার, আপনার মা-বাবাকে তো হলি ফ্যামিলিতে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি বললেন, ‘সেটা হোক, কিন্তু আপনি তাঁদের দেখবেন।’
নুরুল ইসলাম বললেন, ‘সেটা কীভাবে সম্ভব? এক হাসপাতালে ডাক্তার অন্য হাসপাতালের রোগী দেখবে কেন? তা ছাড়া লোকজন বলবে, বঙ্গবন্ধু নুরুল ইসলামের ওপর আস্থা হারিয়েছেন।’
এ কথা শুনে বঙ্গবন্ধু বুঝতে পারলেন সমস্যাটা। তারপর বললেন, ‘রোগী আপনার আন্ডারে যাবে। হলি ফ্যামিলিতে যাবে না। আমি এখনই হলি ফ্যামিলিকে বলে দিচ্ছি।’
সূত্র: বিধানচন্দ্র পাল সম্পাদিত সেতুবন্ধন, পৃষ্ঠা ৭৯-৮০
১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের জেলখানায়, তখন তাঁর বাবা আর মা অসুস্থ হয়ে পড়েন। পত্রিকায় সে খবর দুটি প্রকাশিত হয়।
তখনকার পিজি হাসপাতালে তাঁদের চিকিৎসা করার দায়িত্ব পান ডা. নুরুল ইসলাম। তিনি দেখলেন, এই যুদ্ধের সময় তাঁরা যদি হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান, তাহলে সমস্যায় পড়বেন। তাই তিনি বঙ্গবন্ধুর মা-বাবাকে যুদ্ধের পুরো নয় মাস রেখে দিলেন পিজি হাসপাতালে।
পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে ঢাকায় ফিরলেন বঙ্গবন্ধু। এর কিছুদিন পর বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হলো ডা. নুরুল ইসলামের। বঙ্গবন্ধু তত দিনে জেনে গেছেন তাঁর মা-বাবাকে আগলে রেখেছিলেন এই চিকিৎসক। নুরুল ইসলামকে তিনি জিজ্ঞেস করলেন, ‘আপনি কী চান?’
নুরুল ইসলাম জানতেন, তিনি সে সময় বাড়ি, গাড়ি চাইলে সবকিছুই বঙ্গবন্ধু দিয়ে দিতেন তাঁকে। কিন্তু নুরুল ইসলাম বললেন, ‘আমি কিছুই চাই না, আমি যা চেয়েছি তা পেয়েছি।’
বঙ্গবন্ধু জিজ্ঞেস করলেন, ‘আপনি কী চেয়েছেন?’
নুরুল ইসলাম বললেন, ‘আমি চেয়েছিলাম, আপনি পাকিস্তান থেকে বাংলাদেশে আসুন। আপনি এসে গেছেন। কাজেই আমার আর কিছু চাওয়ার নেই।’
সেই বঙ্গবন্ধুর মা-বাবাকে নিয়েই আরেকটি ঘটনা। একদিন দেখা গেল, বঙ্গবন্ধুর মা-বাবাকে পিজি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের হলি ফ্যামিলি হাসপাতাল থেকে নিতে এসেছে। নুরুল ইসলাম ফোন করলেন বঙ্গবন্ধুকে। বললেন, ‘স্যার, আপনার মা-বাবাকে তো হলি ফ্যামিলিতে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি বললেন, ‘সেটা হোক, কিন্তু আপনি তাঁদের দেখবেন।’
নুরুল ইসলাম বললেন, ‘সেটা কীভাবে সম্ভব? এক হাসপাতালে ডাক্তার অন্য হাসপাতালের রোগী দেখবে কেন? তা ছাড়া লোকজন বলবে, বঙ্গবন্ধু নুরুল ইসলামের ওপর আস্থা হারিয়েছেন।’
এ কথা শুনে বঙ্গবন্ধু বুঝতে পারলেন সমস্যাটা। তারপর বললেন, ‘রোগী আপনার আন্ডারে যাবে। হলি ফ্যামিলিতে যাবে না। আমি এখনই হলি ফ্যামিলিকে বলে দিচ্ছি।’
সূত্র: বিধানচন্দ্র পাল সম্পাদিত সেতুবন্ধন, পৃষ্ঠা ৭৯-৮০
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে