তারাগঞ্জ প্রতিনিধি
তারাগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২৫-৩০ টাকা। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ খুচরা বাজারে ৩৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে তা এখন ৬০-৬৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি আড়তে বেশি দামে কিনতে হচ্ছে বলে খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। এদিকে, দেশি পেঁয়াজের পাশাপাশি আমদানি করা ভারতীয় পেঁয়াজের দরও বেড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
গত শনিবার সকাল ৮টায় ইকরচালী হাটে বাজার করতে এসেছেন ডাঙ্গাপাড়া গ্রামের আইয়ুব আলী। তিনি বলেন, ‘আমরা আবাদ করলে দাম থাকে না, যখন আবাদ করি না তখন হুহু করি দাম বাড়ায়। ৭ দিন আগোত যে পেঁয়াজ ৩৫ টাকাত কিনছি, তাক এ্যালা ৬৫ টাকা চাওছে। পেঁয়াজ কিনতে টাকা শেষ, বাকি খরচ কি দিয়া করিম। মনটা কওচে পেঁয়াজ ছাড়াই তকাই আন্দি খাই।’
পেঁয়াজের দাম বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে হাটের খুচরা বিক্রেতা দুলু মিয়া বলেন, ‘আমরাও পেঁয়াজ রসুন কিনে এনে বিক্রি করি। পাইকারিতে যে দামে কিনি তার থেকে অল্প লাভে বেচাই। আড়তে দাম বাড়ায় আমরাও দাম একটু বেশি নিচ্ছি। লোকসান করে তো আর বেচতে পারি না।’
হাড়িয়াকুঠি ইউনিয়নের মেনানগর গ্রামের স্কুলশিক্ষক মোস্তফা জামান বলেন, ‘বাজারে প্রশাসনের মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজ মজুত রেখে বাজারে অস্থিরতা সৃষ্টি করে অধিক মুনাফা লাভের আশা করছেন। বাজার মনিটরিং হলে শুধু পেঁয়াজ নয়, অন্যান্য নিত্যপণ্যের দামও ঠিক থাকবে।’
চিকলী গ্রামের মিজানুর রহমান পেশায় কৃষি শ্রমিক। গত শনিবার বিকেলে তারাগঞ্জ বাজারে কথা হয় তাঁর সঙ্গে। মিজানুর রহমান বলেন, ‘কাম করি দিন শেষে ৩৫০ টাকা পাই। বছর যায় সউগ জিনিসের দাম বাড়ে। কিন্তু হামার কৃষাণের মজুরি বাড়ে না। এক বছরে চারবার তেলের দাম বাড়াইল, চালের দামও বাড়ছে, পেঁয়াজ-মরিচেরও ফের দাম বাড়ছি। বাজার আসলে মাথা ঘোরে, কোনটা থুয়া কোনটা নেই।’
তারাগঞ্জের পাইকারি আড়তদার এন্দা মিয়া বলেন, ‘কাঁচামালের বাজার এমনই। সরবরাহ কমে গেলে দাম বাড়ে। বাজারে এখন পেঁয়াজ কম, তাই দামও বেশি।’
তারাগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২৫-৩০ টাকা। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ খুচরা বাজারে ৩৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে তা এখন ৬০-৬৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি আড়তে বেশি দামে কিনতে হচ্ছে বলে খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। এদিকে, দেশি পেঁয়াজের পাশাপাশি আমদানি করা ভারতীয় পেঁয়াজের দরও বেড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
গত শনিবার সকাল ৮টায় ইকরচালী হাটে বাজার করতে এসেছেন ডাঙ্গাপাড়া গ্রামের আইয়ুব আলী। তিনি বলেন, ‘আমরা আবাদ করলে দাম থাকে না, যখন আবাদ করি না তখন হুহু করি দাম বাড়ায়। ৭ দিন আগোত যে পেঁয়াজ ৩৫ টাকাত কিনছি, তাক এ্যালা ৬৫ টাকা চাওছে। পেঁয়াজ কিনতে টাকা শেষ, বাকি খরচ কি দিয়া করিম। মনটা কওচে পেঁয়াজ ছাড়াই তকাই আন্দি খাই।’
পেঁয়াজের দাম বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে হাটের খুচরা বিক্রেতা দুলু মিয়া বলেন, ‘আমরাও পেঁয়াজ রসুন কিনে এনে বিক্রি করি। পাইকারিতে যে দামে কিনি তার থেকে অল্প লাভে বেচাই। আড়তে দাম বাড়ায় আমরাও দাম একটু বেশি নিচ্ছি। লোকসান করে তো আর বেচতে পারি না।’
হাড়িয়াকুঠি ইউনিয়নের মেনানগর গ্রামের স্কুলশিক্ষক মোস্তফা জামান বলেন, ‘বাজারে প্রশাসনের মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজ মজুত রেখে বাজারে অস্থিরতা সৃষ্টি করে অধিক মুনাফা লাভের আশা করছেন। বাজার মনিটরিং হলে শুধু পেঁয়াজ নয়, অন্যান্য নিত্যপণ্যের দামও ঠিক থাকবে।’
চিকলী গ্রামের মিজানুর রহমান পেশায় কৃষি শ্রমিক। গত শনিবার বিকেলে তারাগঞ্জ বাজারে কথা হয় তাঁর সঙ্গে। মিজানুর রহমান বলেন, ‘কাম করি দিন শেষে ৩৫০ টাকা পাই। বছর যায় সউগ জিনিসের দাম বাড়ে। কিন্তু হামার কৃষাণের মজুরি বাড়ে না। এক বছরে চারবার তেলের দাম বাড়াইল, চালের দামও বাড়ছে, পেঁয়াজ-মরিচেরও ফের দাম বাড়ছি। বাজার আসলে মাথা ঘোরে, কোনটা থুয়া কোনটা নেই।’
তারাগঞ্জের পাইকারি আড়তদার এন্দা মিয়া বলেন, ‘কাঁচামালের বাজার এমনই। সরবরাহ কমে গেলে দাম বাড়ে। বাজারে এখন পেঁয়াজ কম, তাই দামও বেশি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে