নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অধিবর্ষ হওয়ায় এবার ফেব্রুয়ারি মাসে এমনিতে দিন একটি বেশি আছে। তাই অমর একুশে বইমেলাও হবে ২৯ দিন। এরপর আরও দুই দিন মেলা বাড়াতে চান প্রকাশকেরা। তাঁদের দাবি, মেলার প্রস্তুতি ও বৃষ্টির কারণে প্রথম দিকে প্রকাশকেরা যথাযথভাবে বিক্রি শুরু করতে পারেননি। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হওয়ায় পরের দুই দিন শুক্র ও শনিবার। ছুটির মধ্যে দুটি দিন বাড়াতে পারলে বাড়তে পারে বই বিক্রি।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি শ্যামল পাল স্বাক্ষরিত একটি চিঠি গত শনিবার বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর দেওয়া হয়েছে। এই চিঠির বিষয়ে সমিতির সহসভাপতি শ্যামল পাল গতকাল রোববার গণমাধ্যমকে বলেন, ‘শুরুর পর প্রথম তিন দিন মেলাপ্রাঙ্গণের প্রস্তুতি ও বৃষ্টির কারণে মেলায় অংশ নেওয়া প্রকাশকেরা যথাযথভাবে বিক্রি শুরু করতে পারেননি। সে কারণে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। আগামী ১ ও ২ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় দুই দিন অমর একুশে বইমেলার সময় বৃদ্ধির অনুরোধ জানিয়েছি।’
এ প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। চিঠিটি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আর বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, ‘গণপূর্ত বিভাগ মাঠের সংস্কার কার্যক্রমের জন্য ১ মার্চের আগে মেলার মাঠ ছেড়ে দিতে বলেছে। তা ছাড়া বইমেলার বিষয়ে ডিএমপিরও কিছু নির্দেশনা রয়েছে। বইমেলার সময় বৃদ্ধির বিষয়টি বইমেলার একক সিদ্ধান্ত নয়। প্রকাশকেরা আবেদন জানিয়েছেন। চিঠিটি আমাদের হাতে এসেছে। সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠাব। কোনো সিদ্ধান্ত হলে সেটি মন্ত্রণালয় থেকেই হবে।’
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উপদেষ্টা ও আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গণি বলেন, ‘মেলার প্রস্তুতি দেরি হওয়ায় এবং বৃষ্টির কারণে মেলায় অনেক প্রকাশক ভালোভাবে বই বিক্রি করতে পারেননি। দুই দিন বাড়লে মেলায় দর্শনার্থী আসার সুযোগ মিলবে।’
এদিকে গত দিনগুলোর তুলনায় গতকাল মেলায় বই কম এসেছে। বাংলা একাডেমির তথ্য অনুযায়ী নতুন বই এসেছে ৮৩টি। এগুলোর মধ্যে রয়েছে অনন্যা প্রকাশন থেকে শিল্পী হাশেম খানের গল্পের বই ‘চিত্রকরের সুভা’, সময় প্রকাশনী থেকে সাঈদা কামালের ‘কবি সুফিয়া কামালের হাতের রান্না’, আগামী প্রকাশনী থেকে সৈয়দ আবুল মকসুদের ‘বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ’, ঐতিহ্য থেকে আব্দুল মান্নান সৈয়দ সম্পাদিত ‘সাবদার সিদ্দিকি কবিতা সংগ্রহ’।
আইএসবিএন সমস্যা, গাইড বই বিক্রিসহ নানা অনিয়মের কারণে ১২টি প্রকাশনীকে সতর্ক করা হয়েছে মেলায়। গতকাল দুপুরে মেলা পরিচালনা কমিটির একটি সভা হয়। সেখান থেকে জানা গেছে, আরও নতুন সাতটি প্রকাশনীকে সতর্ক করা হয়েছে। এ ব্যাপারে মুজাহিদুল ইসলাম বলেন, এখন তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। বইমেলার পরে তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অধিবর্ষ হওয়ায় এবার ফেব্রুয়ারি মাসে এমনিতে দিন একটি বেশি আছে। তাই অমর একুশে বইমেলাও হবে ২৯ দিন। এরপর আরও দুই দিন মেলা বাড়াতে চান প্রকাশকেরা। তাঁদের দাবি, মেলার প্রস্তুতি ও বৃষ্টির কারণে প্রথম দিকে প্রকাশকেরা যথাযথভাবে বিক্রি শুরু করতে পারেননি। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হওয়ায় পরের দুই দিন শুক্র ও শনিবার। ছুটির মধ্যে দুটি দিন বাড়াতে পারলে বাড়তে পারে বই বিক্রি।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি শ্যামল পাল স্বাক্ষরিত একটি চিঠি গত শনিবার বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর দেওয়া হয়েছে। এই চিঠির বিষয়ে সমিতির সহসভাপতি শ্যামল পাল গতকাল রোববার গণমাধ্যমকে বলেন, ‘শুরুর পর প্রথম তিন দিন মেলাপ্রাঙ্গণের প্রস্তুতি ও বৃষ্টির কারণে মেলায় অংশ নেওয়া প্রকাশকেরা যথাযথভাবে বিক্রি শুরু করতে পারেননি। সে কারণে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। আগামী ১ ও ২ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় দুই দিন অমর একুশে বইমেলার সময় বৃদ্ধির অনুরোধ জানিয়েছি।’
এ প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। চিঠিটি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আর বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, ‘গণপূর্ত বিভাগ মাঠের সংস্কার কার্যক্রমের জন্য ১ মার্চের আগে মেলার মাঠ ছেড়ে দিতে বলেছে। তা ছাড়া বইমেলার বিষয়ে ডিএমপিরও কিছু নির্দেশনা রয়েছে। বইমেলার সময় বৃদ্ধির বিষয়টি বইমেলার একক সিদ্ধান্ত নয়। প্রকাশকেরা আবেদন জানিয়েছেন। চিঠিটি আমাদের হাতে এসেছে। সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠাব। কোনো সিদ্ধান্ত হলে সেটি মন্ত্রণালয় থেকেই হবে।’
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উপদেষ্টা ও আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গণি বলেন, ‘মেলার প্রস্তুতি দেরি হওয়ায় এবং বৃষ্টির কারণে মেলায় অনেক প্রকাশক ভালোভাবে বই বিক্রি করতে পারেননি। দুই দিন বাড়লে মেলায় দর্শনার্থী আসার সুযোগ মিলবে।’
এদিকে গত দিনগুলোর তুলনায় গতকাল মেলায় বই কম এসেছে। বাংলা একাডেমির তথ্য অনুযায়ী নতুন বই এসেছে ৮৩টি। এগুলোর মধ্যে রয়েছে অনন্যা প্রকাশন থেকে শিল্পী হাশেম খানের গল্পের বই ‘চিত্রকরের সুভা’, সময় প্রকাশনী থেকে সাঈদা কামালের ‘কবি সুফিয়া কামালের হাতের রান্না’, আগামী প্রকাশনী থেকে সৈয়দ আবুল মকসুদের ‘বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ’, ঐতিহ্য থেকে আব্দুল মান্নান সৈয়দ সম্পাদিত ‘সাবদার সিদ্দিকি কবিতা সংগ্রহ’।
আইএসবিএন সমস্যা, গাইড বই বিক্রিসহ নানা অনিয়মের কারণে ১২টি প্রকাশনীকে সতর্ক করা হয়েছে মেলায়। গতকাল দুপুরে মেলা পরিচালনা কমিটির একটি সভা হয়। সেখান থেকে জানা গেছে, আরও নতুন সাতটি প্রকাশনীকে সতর্ক করা হয়েছে। এ ব্যাপারে মুজাহিদুল ইসলাম বলেন, এখন তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। বইমেলার পরে তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে