সম্পাদকীয়
ক্যাম্বারওয়েল স্কুলে পড়ছিলেন যখন, তখন ফ্লোরেন্সে গিয়েছিলেন নভেরা। সেটা ১৯৫৪ সালের ৩ জানুয়ারি। গিয়েছিলেন হামিদুর রহমানের সঙ্গে। হামিদুর রহমান ছিলেন শিল্পী আমিনুল ইসলামের সহপাঠী। ঢাকা আর্ট ইনস্টিটিউটের প্রথম ব্যাচের ছাত্র। দ্বিতীয় বর্ষে পড়ার সময় তিনি ভর্তি হন প্যারিসের বোর্জোতে। সেখানে কিছু সমস্যার কারণে চলে আসেন ইংল্যান্ডে। সেখানেই নভেরার সঙ্গে দেখা।
ফ্লোরেন্সে তাঁরা দেখলেন মাইকেল অ্যাঞ্জেলোর বাড়ি। দেখলেন বিখ্যাত ভাস্কর দোনাতেল্লোর কাজ। মাইকেল অ্যাঞ্জেলোর অসমাপ্ত কাজগুলো দেখে রোমাঞ্চিত হন নভেরা। একটা স্টুডিও ভাড়া নেওয়ার জন্য আমিনুলকে তাড়া দেন।
ফ্লোরেন্সে নভেরা, আমিনুল আর হামিদুল মিলে বড় স্টুডিওসহ একটি ফ্ল্যাট ভাড়া নিলেন আঠারো হাজার লিরায়। ইউরোপের হাড়কাঁপানো শীতের কথা তাঁদের মনে ছিল না। চেরা কাঠ কিনে ফায়ারপ্লেসে রাখতে হলে, ফায়ারপ্লেসের উত্তাপ পেতে হলে আরও পাঁচ শ লিরার সংস্থান করতে হবে। সে টাকা আসবে কোথা থেকে?
নভেরা দিলেন সহজ সমাধান। তিনি প্রস্তাব দিলেন, তাঁর শোবার ঘরে তিনটি খাট পাশাপাশি রেখে ঘুমানোর ব্যবস্থা করলে কাঠের খরচ বেঁচে যাবে। হামিদ আর আমিনুলও আরামে ঘুমাতে পারবেন।
তাঁরা দুজন তো এককথায় রাজি। তারপরও মনে হলো, এতে নভেরার কোনো অসুবিধা হবে কি না।
নভেরা বললেন, ‘না। আমার কোনো অসুবিধা হবে না।’
তবে তিনি একটা শর্ত দিলেন। বললেন, ‘সকালে ঘুম থেকে উঠে আমার দিকে তাকানো যাবে না। যতক্ষণ না বিছানা থেকে উঠে নিজেকে তৈরি করে নেব, ততক্ষণ তাকিয়ে থাকতে হবে অন্যদিকে।’
এই শর্তে রাজি না হওয়ার কোনো কারণ নেই।
তিন মাসের মধ্যে অবশ্য আর্থিক কারণে ছেড়ে দিতে হলো সেই ফ্ল্যাট। হামিদ আর নভেরা ফিরে যাবেন লন্ডনে। নভেরার আফসোস—ভেনিসটা দেখা হয়নি।
আমিনুল যখন বিদায় দিতে এলেন, তখন প্যারিস হয়ে লন্ডনে যাওয়ার কথা দুজনের। কিন্তু ট্রেন ছাড়ার পর দেখা গেল এই ট্রেন যাচ্ছে ভেনিসে, প্যারিসে নয়।
সূত্র: আনা ইসলাম, নভেরা বিভুঁইয়ে স্বভূমে, পৃষ্ঠা ৩৭-৪০
ক্যাম্বারওয়েল স্কুলে পড়ছিলেন যখন, তখন ফ্লোরেন্সে গিয়েছিলেন নভেরা। সেটা ১৯৫৪ সালের ৩ জানুয়ারি। গিয়েছিলেন হামিদুর রহমানের সঙ্গে। হামিদুর রহমান ছিলেন শিল্পী আমিনুল ইসলামের সহপাঠী। ঢাকা আর্ট ইনস্টিটিউটের প্রথম ব্যাচের ছাত্র। দ্বিতীয় বর্ষে পড়ার সময় তিনি ভর্তি হন প্যারিসের বোর্জোতে। সেখানে কিছু সমস্যার কারণে চলে আসেন ইংল্যান্ডে। সেখানেই নভেরার সঙ্গে দেখা।
ফ্লোরেন্সে তাঁরা দেখলেন মাইকেল অ্যাঞ্জেলোর বাড়ি। দেখলেন বিখ্যাত ভাস্কর দোনাতেল্লোর কাজ। মাইকেল অ্যাঞ্জেলোর অসমাপ্ত কাজগুলো দেখে রোমাঞ্চিত হন নভেরা। একটা স্টুডিও ভাড়া নেওয়ার জন্য আমিনুলকে তাড়া দেন।
ফ্লোরেন্সে নভেরা, আমিনুল আর হামিদুল মিলে বড় স্টুডিওসহ একটি ফ্ল্যাট ভাড়া নিলেন আঠারো হাজার লিরায়। ইউরোপের হাড়কাঁপানো শীতের কথা তাঁদের মনে ছিল না। চেরা কাঠ কিনে ফায়ারপ্লেসে রাখতে হলে, ফায়ারপ্লেসের উত্তাপ পেতে হলে আরও পাঁচ শ লিরার সংস্থান করতে হবে। সে টাকা আসবে কোথা থেকে?
নভেরা দিলেন সহজ সমাধান। তিনি প্রস্তাব দিলেন, তাঁর শোবার ঘরে তিনটি খাট পাশাপাশি রেখে ঘুমানোর ব্যবস্থা করলে কাঠের খরচ বেঁচে যাবে। হামিদ আর আমিনুলও আরামে ঘুমাতে পারবেন।
তাঁরা দুজন তো এককথায় রাজি। তারপরও মনে হলো, এতে নভেরার কোনো অসুবিধা হবে কি না।
নভেরা বললেন, ‘না। আমার কোনো অসুবিধা হবে না।’
তবে তিনি একটা শর্ত দিলেন। বললেন, ‘সকালে ঘুম থেকে উঠে আমার দিকে তাকানো যাবে না। যতক্ষণ না বিছানা থেকে উঠে নিজেকে তৈরি করে নেব, ততক্ষণ তাকিয়ে থাকতে হবে অন্যদিকে।’
এই শর্তে রাজি না হওয়ার কোনো কারণ নেই।
তিন মাসের মধ্যে অবশ্য আর্থিক কারণে ছেড়ে দিতে হলো সেই ফ্ল্যাট। হামিদ আর নভেরা ফিরে যাবেন লন্ডনে। নভেরার আফসোস—ভেনিসটা দেখা হয়নি।
আমিনুল যখন বিদায় দিতে এলেন, তখন প্যারিস হয়ে লন্ডনে যাওয়ার কথা দুজনের। কিন্তু ট্রেন ছাড়ার পর দেখা গেল এই ট্রেন যাচ্ছে ভেনিসে, প্যারিসে নয়।
সূত্র: আনা ইসলাম, নভেরা বিভুঁইয়ে স্বভূমে, পৃষ্ঠা ৩৭-৪০
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে