নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শীতকাল, রামপাল ও আদানির বিদ্যুৎ আসার আগে পর্যন্ত দেশে চলমান লোডশেডিং কমছে না। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ রামপাল ও আদানির বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। শীত এসে গেলে বিদ্যুতের চাহিদা কমে যাবে, এরপর ডিসেম্বর থেকে লোডশেডিং সহনীয় পর্যায়ে আসবে। দুই বিদ্যুৎকেন্দ্র থেকে ২ হাজার ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের দিকে।
বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ফারাক থাকায় গ্রামের মতো রাজধানী ঢাকা শহরেও বিদ্যুৎ পরিস্থিতি নাজুক হতে শুরু করেছে। সরবরাহ কম থাকায় ঢাকা শহরে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ডিপিডিসি ও ডেসকো লোডশেডিংয়ের সময়সূচি দুই ঘণ্টা থেকে বাড়িয়ে চার ঘণ্টা করেছে। তারপরও কর্মকর্তারা নিশ্চিত নন, তাঁরা নতুন সময়সূচি রক্ষা করতে পারবেন। চার ঘণ্টা লোডশেডিং হিসাব করার পরও বিদ্যুতের সরবরাহে ঘাটতি থাকছে। ডেসকো এলাকায় গতকাল বিদ্যুতের চাহিদা ছিল ৯৯২ মেগাওয়াট কিন্তু সরবরাহ দেওয়া হয়েছে ৮৬০ মেগাওয়াট।
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘চার ঘণ্টা লোডশেডিং করার পরও বাকি সময়ে যে বিদ্যুৎ সরবরাহ করতে পারব, তার নিশ্চয়তা নেই।’ ঢাকার আরেক অংশে বিদ্যুৎ বিতরণে দায়িত্বে থাকা ডিপিডিসিও লোডশেডিংয়ের সময়সূচি দুই ঘণ্টা থেকে বাড়িয়ে ৪ ঘণ্টা করেছে। ডিপিডিসির কর্মকর্তারা বলছেন, লোডশেডিংয়ের সময়সূচি মানা যাচ্ছে না।
ডিপিডিসি এলাকায় বিদ্যুতের চাহিদা আছে প্রায় ১ হাজার ৬০০ মেগাওয়াট। কিন্তু পিডিবি সরবরাহ করছে ৯০০ মেগাওয়াটের মতো। গ্রিড বিপর্যয়ের পর থেকে প্রতিদিন ৫০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হচ্ছে। পিজিসিবির তথ্যমতে, গতকাল সকালে বিদ্যুতের সর্বনিম্ন চাহিদা ছিল ৯ হাজার ৭১৯ মেগাওয়াট। সন্ধ্যায় সেই চাহিদা ১৪ হাজার ২০০ মেগাওয়াটে ঠেকে। লোডশেডিং করা হয় ১ হাজার ৪৪০ মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, পিজিসিবির ওয়েবসাইটে বিদ্যুৎ উৎপাদন ও লোডশেডিংয়ের যে তথ্য দেওয়া হয় তা মাঠের পরিস্থিতির সঙ্গে কোনো মিল নেই।
অচল ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিট
আজকের পত্রিকার নরসিংদী প্রতিনিধি জানিয়েছেন, ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিট চালু হওয়ার দুই দিন পর ফের বন্ধ হয়ে গেছে। এই ৫ নম্বর ইউনিট থেকে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। বুধবার বেলা ২টা ৩০ মিনিটে ইউনিটটির বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক। বিয়ারিং পরিবর্তন করে পুনরায় ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে সাত দিন সময় লাগবে।
শীতকাল, রামপাল ও আদানির বিদ্যুৎ আসার আগে পর্যন্ত দেশে চলমান লোডশেডিং কমছে না। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ রামপাল ও আদানির বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। শীত এসে গেলে বিদ্যুতের চাহিদা কমে যাবে, এরপর ডিসেম্বর থেকে লোডশেডিং সহনীয় পর্যায়ে আসবে। দুই বিদ্যুৎকেন্দ্র থেকে ২ হাজার ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের দিকে।
বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ফারাক থাকায় গ্রামের মতো রাজধানী ঢাকা শহরেও বিদ্যুৎ পরিস্থিতি নাজুক হতে শুরু করেছে। সরবরাহ কম থাকায় ঢাকা শহরে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ডিপিডিসি ও ডেসকো লোডশেডিংয়ের সময়সূচি দুই ঘণ্টা থেকে বাড়িয়ে চার ঘণ্টা করেছে। তারপরও কর্মকর্তারা নিশ্চিত নন, তাঁরা নতুন সময়সূচি রক্ষা করতে পারবেন। চার ঘণ্টা লোডশেডিং হিসাব করার পরও বিদ্যুতের সরবরাহে ঘাটতি থাকছে। ডেসকো এলাকায় গতকাল বিদ্যুতের চাহিদা ছিল ৯৯২ মেগাওয়াট কিন্তু সরবরাহ দেওয়া হয়েছে ৮৬০ মেগাওয়াট।
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘চার ঘণ্টা লোডশেডিং করার পরও বাকি সময়ে যে বিদ্যুৎ সরবরাহ করতে পারব, তার নিশ্চয়তা নেই।’ ঢাকার আরেক অংশে বিদ্যুৎ বিতরণে দায়িত্বে থাকা ডিপিডিসিও লোডশেডিংয়ের সময়সূচি দুই ঘণ্টা থেকে বাড়িয়ে ৪ ঘণ্টা করেছে। ডিপিডিসির কর্মকর্তারা বলছেন, লোডশেডিংয়ের সময়সূচি মানা যাচ্ছে না।
ডিপিডিসি এলাকায় বিদ্যুতের চাহিদা আছে প্রায় ১ হাজার ৬০০ মেগাওয়াট। কিন্তু পিডিবি সরবরাহ করছে ৯০০ মেগাওয়াটের মতো। গ্রিড বিপর্যয়ের পর থেকে প্রতিদিন ৫০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হচ্ছে। পিজিসিবির তথ্যমতে, গতকাল সকালে বিদ্যুতের সর্বনিম্ন চাহিদা ছিল ৯ হাজার ৭১৯ মেগাওয়াট। সন্ধ্যায় সেই চাহিদা ১৪ হাজার ২০০ মেগাওয়াটে ঠেকে। লোডশেডিং করা হয় ১ হাজার ৪৪০ মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, পিজিসিবির ওয়েবসাইটে বিদ্যুৎ উৎপাদন ও লোডশেডিংয়ের যে তথ্য দেওয়া হয় তা মাঠের পরিস্থিতির সঙ্গে কোনো মিল নেই।
অচল ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিট
আজকের পত্রিকার নরসিংদী প্রতিনিধি জানিয়েছেন, ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিট চালু হওয়ার দুই দিন পর ফের বন্ধ হয়ে গেছে। এই ৫ নম্বর ইউনিট থেকে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। বুধবার বেলা ২টা ৩০ মিনিটে ইউনিটটির বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক। বিয়ারিং পরিবর্তন করে পুনরায় ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে সাত দিন সময় লাগবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪