সম্পাদকীয়
১৯২৭ সালের সেপ্টেম্বরের একটি দিন ছিল বৃষ্টিভেজা। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাতে ভেসে যাচ্ছে কলকাতার সুউচ্চ অট্টালিকা, ভেসে যাচ্ছে জীর্ণ বস্তি।
কোনোমতে মালকোচা মারা ধুতি আর শার্ট সামলাতে সামলাতে পঙ্কজ মল্লিক ক্যানিং স্ট্রিট বেয়ে চলেছেন সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হওয়ায় এগোনোর আর পথ খোলা থাকল না। একটা গাড়ি-বারান্দার নিচে অন্য অনেকের মতো আশ্রয় নিলেন পঙ্কজ। সেখানে দাঁড়িয়ে গুনগুন করে গাইলেন, ‘এমন দিনে তারে বলা যায়...’। হঠাৎ কেউ একজন তাঁর পিঠে টোকা মারলেন। বললেন, ‘কাম ইন।’
ভেতরে ঢোকার পর ভাঙা বাংলায় তিনি জানালেন, তাঁর নাম রামস্বামী আয়েঙ্গার এবং এই ডিসপেন্সারির মালিক তিনি। বললেন, ‘আপনি গুনগুন করে খুব সুন্দর গান করছিলেন। আমাকে একটু শোনাবেন?’
পঙ্কজ আবার গাইলেন, ‘এমন দিনে তারে বলা যায়...’। গান শেষ হতেই ডাক্তার সাহেব প্রথম কলির সুরটুকু গেয়ে শোনালেন। তারপর বললেন, ‘ডু ইউ লাইক টু ব্রডকাস্ট? কলকাতায় রেডিও স্টেশন হয়েছে। আমার জানাশোনা আছে। যদি গাইতে চান তো বলুন।’
‘না’ বলার কথা না পঙ্কজের। রেডিও তখন বেসরকারি কোম্পানি। ডাক্তারবাবু পঙ্কজের নাম-ঠিকানা লিখে রাখলেন।
তারপর একদিন পঙ্কজ দেখেন, তাঁর বাড়ির সামনে একটা পালকি, পালকিতে ডাক্তারবাবু। ডাক্তারবাবু পঙ্কজকে নিয়ে হাজির হলেন নৃপেন মজুমদারের কাছে। তিনি তখন প্রোগ্রাম ডিরেক্টর। নৃপেন মজুমদার বললেন, ‘আজই আপনার গান ব্রডকাস্ট হবে।’
১৯২৭ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পঙ্কজের প্রথম বেতার অনুষ্ঠান প্রচারিত হলো। তিনি গাইলেন ‘এমন দিনে তারে বলা যায়’, আর ‘একদা তুমি প্রিয়ে’ গান দুটি।
সেদিনই নৃপেন মজুমদার বললেন, ‘আপনি ইচ্ছে করলে বেতারে যোগ দিতে পারেন।’
জীবন ও জীবিকা একই কাজে মিলে যাবে, তা ভাবতেও পারেননি পঙ্কজ। তিনি সাড়া দিলেন নৃপেন মজুমদারের আহ্বানে।
সূত্র: পঙ্কজ কুমার মল্লিক, আমার যুগে আমার গান, পৃষ্ঠা ৫০-৫২
১৯২৭ সালের সেপ্টেম্বরের একটি দিন ছিল বৃষ্টিভেজা। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাতে ভেসে যাচ্ছে কলকাতার সুউচ্চ অট্টালিকা, ভেসে যাচ্ছে জীর্ণ বস্তি।
কোনোমতে মালকোচা মারা ধুতি আর শার্ট সামলাতে সামলাতে পঙ্কজ মল্লিক ক্যানিং স্ট্রিট বেয়ে চলেছেন সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হওয়ায় এগোনোর আর পথ খোলা থাকল না। একটা গাড়ি-বারান্দার নিচে অন্য অনেকের মতো আশ্রয় নিলেন পঙ্কজ। সেখানে দাঁড়িয়ে গুনগুন করে গাইলেন, ‘এমন দিনে তারে বলা যায়...’। হঠাৎ কেউ একজন তাঁর পিঠে টোকা মারলেন। বললেন, ‘কাম ইন।’
ভেতরে ঢোকার পর ভাঙা বাংলায় তিনি জানালেন, তাঁর নাম রামস্বামী আয়েঙ্গার এবং এই ডিসপেন্সারির মালিক তিনি। বললেন, ‘আপনি গুনগুন করে খুব সুন্দর গান করছিলেন। আমাকে একটু শোনাবেন?’
পঙ্কজ আবার গাইলেন, ‘এমন দিনে তারে বলা যায়...’। গান শেষ হতেই ডাক্তার সাহেব প্রথম কলির সুরটুকু গেয়ে শোনালেন। তারপর বললেন, ‘ডু ইউ লাইক টু ব্রডকাস্ট? কলকাতায় রেডিও স্টেশন হয়েছে। আমার জানাশোনা আছে। যদি গাইতে চান তো বলুন।’
‘না’ বলার কথা না পঙ্কজের। রেডিও তখন বেসরকারি কোম্পানি। ডাক্তারবাবু পঙ্কজের নাম-ঠিকানা লিখে রাখলেন।
তারপর একদিন পঙ্কজ দেখেন, তাঁর বাড়ির সামনে একটা পালকি, পালকিতে ডাক্তারবাবু। ডাক্তারবাবু পঙ্কজকে নিয়ে হাজির হলেন নৃপেন মজুমদারের কাছে। তিনি তখন প্রোগ্রাম ডিরেক্টর। নৃপেন মজুমদার বললেন, ‘আজই আপনার গান ব্রডকাস্ট হবে।’
১৯২৭ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পঙ্কজের প্রথম বেতার অনুষ্ঠান প্রচারিত হলো। তিনি গাইলেন ‘এমন দিনে তারে বলা যায়’, আর ‘একদা তুমি প্রিয়ে’ গান দুটি।
সেদিনই নৃপেন মজুমদার বললেন, ‘আপনি ইচ্ছে করলে বেতারে যোগ দিতে পারেন।’
জীবন ও জীবিকা একই কাজে মিলে যাবে, তা ভাবতেও পারেননি পঙ্কজ। তিনি সাড়া দিলেন নৃপেন মজুমদারের আহ্বানে।
সূত্র: পঙ্কজ কুমার মল্লিক, আমার যুগে আমার গান, পৃষ্ঠা ৫০-৫২
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে