সম্পাদকীয়
রাত ১০টার দিকে টেলিফোনে ক্রিং ক্রিং। ন্যাপের মোজাফফর আহমদ ফোন করেছেন। সরদার ফজলুল করিমকে তিনি ফোনে জানালেন, সরদারের লেখা ‘প্লেটোর সংলাপ’ তিনি কিনেছেন আজিজ সুপার মার্কেট থেকে। মনোযোগ দিয়ে পড়েছেন। এখন ফোন করেছেন বইটির প্রশংসা করার জন্য।
জেলখানা থেকে বের হয়ে সরদার ফজলুল করিম প্রথম যে কাজটি করেছিলেন, সেটাই এই ‘প্লেটোর সংলাপ’। যদিও বইটি থেকে টাকা-পয়সা তেমন পাননি, তবুও তরুণ সমাজকে প্লেটোর সঙ্গে পরিচিত করে তোলার জন্য একটা তৃপ্তিবোধ তাঁর মধ্যে কাজ করত।
মোজাফফর আহমদ বললেন, ‘সত্যই কি এ রকম একটা মানুষ ছিল?’
সরদার বললেন, ‘ইতিহাস তো তেমনই বলে।’
এরপর কথার প্রসঙ্গ পাল্টে যায়। দুই বন্ধুর আলাপ জমে ওঠে। সরদার বলেন, ‘আমাদের প্রিয় ডাক্তার নন্দীর কথা তোমার মনে আছে?’
‘হ্যাঁ, আছে। ডাক্তার নন্দী। ডক্টর মন্মথ নন্দী। ওয়ারীতে নিজের বাড়িতে নিজের উদ্যোগে সকলের জন্য হাসপাতাল বানিয়েছিলেন। হক সাহেব থেকে শুরু করে সরকারের কোনো কর্তাই নন্দী ছাড়া অপর কারোর দ্বারা নিজেদের কোনো রোগ-বালাইয়ের চিকিৎসা করাতেন না।’
‘একদিন তিনি আমার বিরুদ্ধে অনুযোগ এনেছিলেন। বলেছিলেন, “আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে।” আমি বললাম, “কী অভিযোগ?” তিনি বললেন, “গত রাতে আমি ঘুমাতে পারিনি।” আমি বললাম, “ক্যান?” ডা. নন্দী বললেন, “আপনি সেই যে আমাকে “প্লেটোর সংলাপ” দিলেন, তার পাঠ শেষ না করে আমি ঘুমাই ক্যামন করে?” বুঝলা মোজাফফর, এ-ও আমার এক প্রাপ্তি।’ মো
জাফফর আহমদ বললেন, ‘তোমরা পণ্ডিতরা সহজ কইরা লিখতে পারো না?’
সরদার বললেন, ‘বলছ ঠিকই। গ্রিক দর্শন, কঠিন তো একটু লাগবেই। আর তা ছাড়া “সহজ কথা যায় না বলা সহজে।” তোমার কাছ থেকে আজ যা পেলাম, তা-ও তো আমার এক স্মরণীয় প্রাপ্তি।’
সূত্র: সরদার ফজলুল করিম, আমি মানুষ, পৃষ্ঠা ৩১-৩২
রাত ১০টার দিকে টেলিফোনে ক্রিং ক্রিং। ন্যাপের মোজাফফর আহমদ ফোন করেছেন। সরদার ফজলুল করিমকে তিনি ফোনে জানালেন, সরদারের লেখা ‘প্লেটোর সংলাপ’ তিনি কিনেছেন আজিজ সুপার মার্কেট থেকে। মনোযোগ দিয়ে পড়েছেন। এখন ফোন করেছেন বইটির প্রশংসা করার জন্য।
জেলখানা থেকে বের হয়ে সরদার ফজলুল করিম প্রথম যে কাজটি করেছিলেন, সেটাই এই ‘প্লেটোর সংলাপ’। যদিও বইটি থেকে টাকা-পয়সা তেমন পাননি, তবুও তরুণ সমাজকে প্লেটোর সঙ্গে পরিচিত করে তোলার জন্য একটা তৃপ্তিবোধ তাঁর মধ্যে কাজ করত।
মোজাফফর আহমদ বললেন, ‘সত্যই কি এ রকম একটা মানুষ ছিল?’
সরদার বললেন, ‘ইতিহাস তো তেমনই বলে।’
এরপর কথার প্রসঙ্গ পাল্টে যায়। দুই বন্ধুর আলাপ জমে ওঠে। সরদার বলেন, ‘আমাদের প্রিয় ডাক্তার নন্দীর কথা তোমার মনে আছে?’
‘হ্যাঁ, আছে। ডাক্তার নন্দী। ডক্টর মন্মথ নন্দী। ওয়ারীতে নিজের বাড়িতে নিজের উদ্যোগে সকলের জন্য হাসপাতাল বানিয়েছিলেন। হক সাহেব থেকে শুরু করে সরকারের কোনো কর্তাই নন্দী ছাড়া অপর কারোর দ্বারা নিজেদের কোনো রোগ-বালাইয়ের চিকিৎসা করাতেন না।’
‘একদিন তিনি আমার বিরুদ্ধে অনুযোগ এনেছিলেন। বলেছিলেন, “আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে।” আমি বললাম, “কী অভিযোগ?” তিনি বললেন, “গত রাতে আমি ঘুমাতে পারিনি।” আমি বললাম, “ক্যান?” ডা. নন্দী বললেন, “আপনি সেই যে আমাকে “প্লেটোর সংলাপ” দিলেন, তার পাঠ শেষ না করে আমি ঘুমাই ক্যামন করে?” বুঝলা মোজাফফর, এ-ও আমার এক প্রাপ্তি।’ মো
জাফফর আহমদ বললেন, ‘তোমরা পণ্ডিতরা সহজ কইরা লিখতে পারো না?’
সরদার বললেন, ‘বলছ ঠিকই। গ্রিক দর্শন, কঠিন তো একটু লাগবেই। আর তা ছাড়া “সহজ কথা যায় না বলা সহজে।” তোমার কাছ থেকে আজ যা পেলাম, তা-ও তো আমার এক স্মরণীয় প্রাপ্তি।’
সূত্র: সরদার ফজলুল করিম, আমি মানুষ, পৃষ্ঠা ৩১-৩২
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে