সম্পাদকীয়
তখন আবু বকর সিদ্দিক অধ্যাপনা শুরু করেছেন। ‘সমকাল’ পত্রিকার লেখক। কলকাতা থেকে বের হওয়া পরিচয়, কবিতা, উত্তরসূরি, পূর্বাশা ইত্যাদি পত্রিকা নিয়মিত পড়ছেন। সেই ১৯৬৩ সালে তিনি ভিসা নিয়ে কলকাতায় গেলেন। শৈশবের অনেকটা কাল তাঁর কেটেছিল এই শহরে।
বুদ্ধদেব বসু আর প্রতিভা বসুর সঙ্গে দেখা হলো তাঁদের রাসবিহারি অ্যাভিনিউর বাড়িতে। সেখানেই বুদ্ধদেব অমিয় দেবকে বললেন, ‘তুমি ওঁকে একদিন কফিহাউসে নিয়ে গিয়ে শক্তি-সুনীলের সঙ্গে আলাপ করিয়ে দাও।’
এরা কারা বুঝে উঠতে পারছিলেন না আবু বকর সিদ্দিক। বুঝিয়ে দিলেন বুদ্ধদেব বসু, ‘এরাই তো নিউটার্ক। কৃত্তিবাস করছে। আপনার ভালো লাগবে।’
ঠিক হলো অমিয় দেব ১৭ ফেব্রুয়ারি আবু বকর সিদ্দিককে নিয়ে যাবেন কফিহাউসে।
কথামতো কফিহাউসে গিয়ে দেখলেন সে এক রমরমা আড্ডা। ট্রেতে পট সাজিয়ে দৌড়ে বেড়াচ্ছে বেয়ারার দল। অমিয় দেব এসে দাঁড়ালেন এক আড্ডায়। বললেন, ‘বুদ্ধদেব বসু পাঠিয়েছেন।’
সবাই আগ্রহ নিয়ে তাকালেন আবু বকর সিদ্দিকের দিকে। একজন যুবক তাঁর বাঁ দিকের চেয়ারটা ছেড়ে দিলেন আবু বকরকে। তাঁর ঝুলপকেটে ধুতির সাদা কোঁচা। মুখ জোড়া কুচকুচে কালো গালপাট্টা দাড়ি। মাথায় ঝাঁকড়া চুল। তারস্বরে কথা বলেন। নিজেই বললেন, ‘আমি শক্তি চট্টোপাধ্যায়।’
আরও ছিলেন সেই আড্ডায় সন্দীপন চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমীর সেনগুপ্ত আর সমর সোম। নতুন করে স্যান্ডউইচ আর কফির অর্ডার হলো। আবু বকরের পকেটে সমকাল ছিল। সেখানে তাঁর লেখা ‘জ্ঞানী বিধাতার ইচ্ছা’ আর ‘দয়া’ কবিতা দুটি কেটে কেটে পড়লেন শক্তি। তারপর নিজের পকেট থেকে সেদিনই লেখা দুটো কবিতা বের করে দিয়ে দিলেন আবু বকরকে। বললেন, ‘মূল কপি রেখে দিয়েছি।’ একটি কবিতার নাম ‘আজি অসতর্কভাবে’, অন্যটি ‘ডালিম’।
কবিতা দুটি অনেক দিন ছিল আবু বকর সিদ্দিকের কাছে। একদিন কেউ একজন সে কাগজ নিয়ে গিয়ে আর ফেরত দেয়নি। তবে ডায়েরিতে কবিতা দুটি তুলে রেখেছিলেন আবু বকর সিদ্দিক।
সূত্র: আবু বকর সিদ্দিক, প্রসঙ্গ শক্তি চট্টোপাধ্যায়, পৃষ্ঠা ৫৬-৫৭
তখন আবু বকর সিদ্দিক অধ্যাপনা শুরু করেছেন। ‘সমকাল’ পত্রিকার লেখক। কলকাতা থেকে বের হওয়া পরিচয়, কবিতা, উত্তরসূরি, পূর্বাশা ইত্যাদি পত্রিকা নিয়মিত পড়ছেন। সেই ১৯৬৩ সালে তিনি ভিসা নিয়ে কলকাতায় গেলেন। শৈশবের অনেকটা কাল তাঁর কেটেছিল এই শহরে।
বুদ্ধদেব বসু আর প্রতিভা বসুর সঙ্গে দেখা হলো তাঁদের রাসবিহারি অ্যাভিনিউর বাড়িতে। সেখানেই বুদ্ধদেব অমিয় দেবকে বললেন, ‘তুমি ওঁকে একদিন কফিহাউসে নিয়ে গিয়ে শক্তি-সুনীলের সঙ্গে আলাপ করিয়ে দাও।’
এরা কারা বুঝে উঠতে পারছিলেন না আবু বকর সিদ্দিক। বুঝিয়ে দিলেন বুদ্ধদেব বসু, ‘এরাই তো নিউটার্ক। কৃত্তিবাস করছে। আপনার ভালো লাগবে।’
ঠিক হলো অমিয় দেব ১৭ ফেব্রুয়ারি আবু বকর সিদ্দিককে নিয়ে যাবেন কফিহাউসে।
কথামতো কফিহাউসে গিয়ে দেখলেন সে এক রমরমা আড্ডা। ট্রেতে পট সাজিয়ে দৌড়ে বেড়াচ্ছে বেয়ারার দল। অমিয় দেব এসে দাঁড়ালেন এক আড্ডায়। বললেন, ‘বুদ্ধদেব বসু পাঠিয়েছেন।’
সবাই আগ্রহ নিয়ে তাকালেন আবু বকর সিদ্দিকের দিকে। একজন যুবক তাঁর বাঁ দিকের চেয়ারটা ছেড়ে দিলেন আবু বকরকে। তাঁর ঝুলপকেটে ধুতির সাদা কোঁচা। মুখ জোড়া কুচকুচে কালো গালপাট্টা দাড়ি। মাথায় ঝাঁকড়া চুল। তারস্বরে কথা বলেন। নিজেই বললেন, ‘আমি শক্তি চট্টোপাধ্যায়।’
আরও ছিলেন সেই আড্ডায় সন্দীপন চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমীর সেনগুপ্ত আর সমর সোম। নতুন করে স্যান্ডউইচ আর কফির অর্ডার হলো। আবু বকরের পকেটে সমকাল ছিল। সেখানে তাঁর লেখা ‘জ্ঞানী বিধাতার ইচ্ছা’ আর ‘দয়া’ কবিতা দুটি কেটে কেটে পড়লেন শক্তি। তারপর নিজের পকেট থেকে সেদিনই লেখা দুটো কবিতা বের করে দিয়ে দিলেন আবু বকরকে। বললেন, ‘মূল কপি রেখে দিয়েছি।’ একটি কবিতার নাম ‘আজি অসতর্কভাবে’, অন্যটি ‘ডালিম’।
কবিতা দুটি অনেক দিন ছিল আবু বকর সিদ্দিকের কাছে। একদিন কেউ একজন সে কাগজ নিয়ে গিয়ে আর ফেরত দেয়নি। তবে ডায়েরিতে কবিতা দুটি তুলে রেখেছিলেন আবু বকর সিদ্দিক।
সূত্র: আবু বকর সিদ্দিক, প্রসঙ্গ শক্তি চট্টোপাধ্যায়, পৃষ্ঠা ৫৬-৫৭
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে