ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউপির একটি ওয়ার্ডের সদস্য পদে ফল পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে ৪ দফা ভোট গণনা শেষে হারুনুর রশিদ জমাদারকে বিজয়ী ঘোষণা করে স্বাক্ষরিত ফলাফল স্লিপ হস্তান্তর করেন প্রিসাইডিং কর্মকর্তা। রাত পেরোতেই গতকাল বৃহস্পতিবার সেই ফলাফল পাল্টে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল আহাদকে বিজয়ী দেখানো হয়। এমন অভিযোগ করে গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী হারুনুর রশিদ জমাদার।
ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মো. হারুনুর রশিদ জমাদার অভিযোগ করে বলেন, ‘আমি ফরিদগঞ্জ উপজেলার ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। নির্বাচন শেষে নানা কারণে চারবার ভোট গণনা করে প্রিসাইডিং অফিসার মো. হারুন অর রশিদ আমাকে জয়ী ঘোষণা করেন। তার স্বাক্ষরিত ফল স্লিপ আমার নির্বাচনী এজেন্ট শরীফ হোসনের কাছে হস্তান্তরও করেন।’
মো. হারুনুর রশিদ জমাদার বলেন, ‘গতকাল রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলীরেজা আশরাফি আবদুল আহাদকে নুতন করে বিজয়ী দেখিয়ে ফলাফল স্লিপ দেন। সেখানে নির্বাচনের দায়িত্বরত এজেন্টদের স্বাক্ষরও জাল করে দেখানো হয়েছে। এই বিষয়ে আমি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার এবং রিটার্নিং অফিসারকে অভিযোগ করেছি।’
এ বিষয়ে প্রিসাইডিং অফিসার হারুনুর রশীদ বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনে যে ফল আমি ঘোষণা করেছি, সেটিই সঠিক। এর পরে যেটি হয়েছে সেটি পরদিন অফিস থেকে হয়েছে।’
অপরদিকে রিটার্নিং অফিসার শাহ আলীরেজা আশরাফি বলেন, ‘কেন্দ্র থেকে যে ফল এসেছে, সেটিই আমরা বিজয়ী সদস্যকে দিয়েছি।’
এই সময় সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সহসভাপতি মো. মহিউদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাচনে সাধারণ সদস্য পদে অংশ নেওয়া মুনছুর আহমেদ বেগ (তালা প্রতীক) ও ওসমান গণি (আপেল প্রতীক) এবং এজেন্ট আবদুল গোফরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউপির একটি ওয়ার্ডের সদস্য পদে ফল পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে ৪ দফা ভোট গণনা শেষে হারুনুর রশিদ জমাদারকে বিজয়ী ঘোষণা করে স্বাক্ষরিত ফলাফল স্লিপ হস্তান্তর করেন প্রিসাইডিং কর্মকর্তা। রাত পেরোতেই গতকাল বৃহস্পতিবার সেই ফলাফল পাল্টে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল আহাদকে বিজয়ী দেখানো হয়। এমন অভিযোগ করে গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী হারুনুর রশিদ জমাদার।
ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মো. হারুনুর রশিদ জমাদার অভিযোগ করে বলেন, ‘আমি ফরিদগঞ্জ উপজেলার ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। নির্বাচন শেষে নানা কারণে চারবার ভোট গণনা করে প্রিসাইডিং অফিসার মো. হারুন অর রশিদ আমাকে জয়ী ঘোষণা করেন। তার স্বাক্ষরিত ফল স্লিপ আমার নির্বাচনী এজেন্ট শরীফ হোসনের কাছে হস্তান্তরও করেন।’
মো. হারুনুর রশিদ জমাদার বলেন, ‘গতকাল রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলীরেজা আশরাফি আবদুল আহাদকে নুতন করে বিজয়ী দেখিয়ে ফলাফল স্লিপ দেন। সেখানে নির্বাচনের দায়িত্বরত এজেন্টদের স্বাক্ষরও জাল করে দেখানো হয়েছে। এই বিষয়ে আমি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার এবং রিটার্নিং অফিসারকে অভিযোগ করেছি।’
এ বিষয়ে প্রিসাইডিং অফিসার হারুনুর রশীদ বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনে যে ফল আমি ঘোষণা করেছি, সেটিই সঠিক। এর পরে যেটি হয়েছে সেটি পরদিন অফিস থেকে হয়েছে।’
অপরদিকে রিটার্নিং অফিসার শাহ আলীরেজা আশরাফি বলেন, ‘কেন্দ্র থেকে যে ফল এসেছে, সেটিই আমরা বিজয়ী সদস্যকে দিয়েছি।’
এই সময় সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সহসভাপতি মো. মহিউদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাচনে সাধারণ সদস্য পদে অংশ নেওয়া মুনছুর আহমেদ বেগ (তালা প্রতীক) ও ওসমান গণি (আপেল প্রতীক) এবং এজেন্ট আবদুল গোফরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে