প্যারিসে সৌদের ‘শ্যামা কাব্য’র প্রিমিয়ার, নভেম্বরে মুক্তি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে বদরুল আনাম সৌদ নির্মাণ করেছেন ‘শ্যামা কাব্য’। গতকাল সোশ্যাল মিডিয়ায় সিনেমার ২৫ সেকেন্ডের টিজার প্রকাশ করেছেন নির্মাতা। সৌদ জানান, আগামী নভেম্বরে সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি।

তার আগে প্যারিসের গঁজ সুর্ সেইন ফিল্ম ফেস্টিভ্যালে হবে প্রিমিয়ার। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে চলচ্চিত্র উৎসবটি। আয়োজনটি মূলত দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে। চার দিনব্যাপী উৎসবের শেষ দিন ৮ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৪টায় প্রদর্শিত হবে শ্যামা কাব্য। 

সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এটি সাইকোলজিক্যাল সিনেমা। কমার্শিয়াল সিনেমা বলতে আমরা যা বুঝি, শ্যামা কাব্য পুরোপুরি সে রকম নয়। আমি চাই দর্শক সিনেমাটি দেখুক। আমরা যখন সিনেমা বানাই কিংবা কোনো বই লেখা হয়, তখন লেখক বা নির্দেশক চান সর্বোচ্চসংখ্যক দর্শকের কাছে যেন পৌঁছায়।

আমিও এর ব্যতিক্রম নই।’ কলেজের এক শিক্ষক একা জীবন যাপন করে। ছোটবেলার নানা ঘটনা প্রভাবিত করে তাকে। একসময় জীবনে আসে প্রেম, বিয়েও হয় তাদের। বিয়ের পর দুজনের মধ্যে শুরু হয় টানাপোড়েন। 

সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও আছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, এ কে আজাদ সেতু প্রমুখ। 
অভিনেতা সোহেল মন্ডল বলেন, ‘একটা দম্পতির গল্প, সম্পর্কের গল্প। সেখানে টানাপোড়েন আছে। সেই টানাপোড়েন থেকে ছেলেটির মধ্যে সাইকোলজিক্যাল কিছু সমস্যা তৈরি হয়। সেটাই দেখা যাবে সিনেমার গল্পে।’ 

পরিচালনার পাশাপাশি ‘শ্যামা কাব্য’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বদরুল আনাম সৌদ। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত