‘লালে লাল বাবা শাহজালাল’

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২২, ০৮: ০৭
আপডেট : ২৯ মে ২০২২, ১৪: ৫৯

জোহরের নামাজের পরই হজরত শাহজালালের (রহ.) মাজার প্রাঙ্গণে ঢল নামে মানুষের। মাথায় লাল কাপড় বেঁধে দলে দলে নারী-পুরুষ দরগাহে প্রবেশ করেন। নাকাড়া বেজে ওঠার সঙ্গে সঙ্গে ‘লালে লাল বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দরগাহ প্রাঙ্গণ।

‘শাহজালাল বাবা কী জয়’, ‘৩৬০ আউলিয়াকি জয়’, ‘লালে লাল বাবা শাহজালাল’ স্লোগান দিয়ে শাহজালালের ভক্তরা লাক্কাতুড়া বাগানের দাকে রওনা দেন। তলোয়ার, দা-কুড়াল ও লাল-ঝান্ডা হাতে ভক্তদের মিছিলে গোলাপজল ছিটানো হয়।

গতকাল শনিবার সকাল থেকেই সিলেট শহর ও শহরতলি এবং বিভিন্ন উপজেলা থেকে বাদ্য বাজিয়ে দরগাহ প্রাঙ্গণে আসতে থাকে মানুষ। শুধুমাত্র সিলেট শহর নয় অন্যান্য জেলা, মাজার-খানকা শরিফ, বাউল সংগঠন ও গ্রাম থেকেও মানুষ আসে এই লাকড়ি তোড়া উৎসবে যোগ দিতে।

বাদ্যযন্ত্র বাজিয়ে গানের তালে তালে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে লাক্কাতুড়া ও মালনীছড়া বাগানের মধ্যবর্তী টিলায় যান ভক্তরা। সেখানে গিয়ে টিলায় মিলাদ পড়ে শিরনি বিতরণের পর লাকড়ি সংগ্রহ শুরু হয়। সংগ্রহ করা লাকড়ি নিয়ে আবার দরগায় ফেরেন সবাই। সেই লাকড়ি দরগাহের পুকুরের পানিতে ধুয়ে ওরসের শিরনিতে ব্যবহারের জন্য স্তূপ করে রাখা হয়।

সরেজমিনে দেখা গেছে, নারী-পুরুষ নির্বিশেষে হাজার হাজার মানুষ লাকড়ি তোড়া উৎসবে অংশগ্রহণ করেন। বাদ যায়নি শিশুরাও। বড়দের মতো তারাও মাথায় লাল কাপড় বেঁধে ‘লালে লাল বাবা শাহজালাল’ স্লোগান দিয়ে লাকড়ি তোড়া উৎসবে যোগ দেয়। বিভিন্ন মাজার-খানকা শরিফ, বাউল সংগঠনের সদস্যরা পিকআপ গাড়িতে সাজসজ্জা করে বিভিন্ন ধর্মীয় গান, গজল পরিবেশন করে লাকড়ি তোড়া উৎসবে অংশগ্রহণ করেন।

নগরীর মদীনামার্কেট এলাকার জ্যোৎস্না বেগম বলেন, ‘আমি বাবার ভক্ত। শাহজালাল বাবার সব অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি। আজ লাকড়ি তোড়া উৎসবে এসেছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত