ঠাকুরগাঁওয়ে দুটি স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৫: ৪২
Thumbnail image

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়ায় দুই ইউনিয়নে দুটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার কেন্দ্র দুটির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনপাড়া ও রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মার্কেট এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দুটির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ. এফ. এম আনিসুর রহমান, সিভিল সার্জন নুর নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন প্রমুখ।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেন পাড়ায় ও রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মার্কেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ করে গ্রিন ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত