সম্পাদকীয়
তখনকার ফিফথ ক্লাসে ওঠার পর কোচবিহার থেকে তুফানগঞ্জে টিসি নিয়ে চলে এসেছিলেন আব্বাসউদ্দীন। কোচবিহার তো তখনই শহর, আর তুফানগঞ্জ হচ্ছে একটি মহকুমা, অনেকটা গ্রামের মতো। বাবার কর্মস্থল ছিল তুফানগঞ্জ।
কেন তুফানগঞ্জে এলেন? কোচবিহার শহরে কোথাও গলা খুলে গান গাওয়া যায় না। তুফানগঞ্জের চলতি পথেও গলা ছেড়ে গান গাইলে কেউ কিছু মনে করবে না। এটাই ছিল কারণ।
তুফানগঞ্জে ছিলেন একজন সরকারি ডাক্তার। মোবারক হোসেন ছিল তাঁর নাম। তিনি খুব ভালো রবীন্দ্রসংগীত গাইতেন। অর্গানের সঙ্গে। আব্বাসউদ্দীনের হোস্টেলের কাছেই ছিল ডাক্তার সাহেবের বাড়ি। তাই গানের নেশায় প্রতিদিন তাঁর বাড়িতে হাজিরা দিতে শুরু করলেন আব্বাসউদ্দীন। মোবারক সাহেব যখন গাইতেন, তখন দু-তিনবার শুনেই গানটি রপ্ত হয়ে যেত আব্বাসউদ্দীনের।
ফিফথ ক্লাসে পরীক্ষায় ফার্স্ট হলেন আব্বাসউদ্দীন। ডাক্তার সাহেব ছিলেন স্কুল কমিটির মেম্বার। তিনি পুরস্কার বিতরণীর সময় ঘোষণা করলেন, ‘যে ছেলে ভালো গান করতে পারবে, তাকেও একটা পুরস্কার দেওয়া হবে। ১০ টাকার বই।’ ১০ টাকার বই মানে অনেক বই।
তখন স্কুলে হলো গানের প্রতিযোগিতা। আব্বাসউদ্দীনই হলেন প্রথম। পুরস্কার বিতরণী সভায় আব্বাসউদ্দীন উদ্বোধনী সংগীত হিসেবে গাইলেন, ‘অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া...’। আর সমাপ্তি সংগীত গাইলেন, ‘সভা যখন ভাঙবে তখন শেষের গানটি যাব গেয়ে...’। সেবারের পুরস্কার বিতরণী সভায় এই গানগুলো বেশ নতুনত্ব সৃষ্টি করল স্কুলে।
ছোট শহরের সবার কাছেই পরিচিত ছিলেন বালক আব্বাসউদ্দীন। সব বাড়িতেই ছিল তাঁর যাতায়াত। হোস্টেলে এক ঘরে চারজন থাকতে হতো। তাদের মধ্যে বাধ্যতামূলকভাবে দুজন মুসলমান আর দুজন হিন্দু। শুধু রান্নাঘর ছিল আলাদা। এতে দুই ধর্মের মধ্যে গড়ে উঠেছিল আত্মীয়তা। মজার ব্যাপার হলো, কোচবিহারে একটা রেওয়াজ ছিল। মুসলমান ছাত্রদের দ্বিতীয় ভাষা হিসেবে নিতে হতো সংস্কৃত, আর হিন্দু ছেলেদের ফারসি। বিএ পর্যন্ত আব্বাসউদ্দীন সংস্কৃত পড়েছেন এবং সংস্কৃতে তিনি হয়েছিলেন ‘কাব্যরত্নাকর।’
সূত্র: আব্বাসউদ্দীন আহমদ, আমার শিল্পীজীবনের কথা, পৃষ্ঠা ৩১-৩৩
তখনকার ফিফথ ক্লাসে ওঠার পর কোচবিহার থেকে তুফানগঞ্জে টিসি নিয়ে চলে এসেছিলেন আব্বাসউদ্দীন। কোচবিহার তো তখনই শহর, আর তুফানগঞ্জ হচ্ছে একটি মহকুমা, অনেকটা গ্রামের মতো। বাবার কর্মস্থল ছিল তুফানগঞ্জ।
কেন তুফানগঞ্জে এলেন? কোচবিহার শহরে কোথাও গলা খুলে গান গাওয়া যায় না। তুফানগঞ্জের চলতি পথেও গলা ছেড়ে গান গাইলে কেউ কিছু মনে করবে না। এটাই ছিল কারণ।
তুফানগঞ্জে ছিলেন একজন সরকারি ডাক্তার। মোবারক হোসেন ছিল তাঁর নাম। তিনি খুব ভালো রবীন্দ্রসংগীত গাইতেন। অর্গানের সঙ্গে। আব্বাসউদ্দীনের হোস্টেলের কাছেই ছিল ডাক্তার সাহেবের বাড়ি। তাই গানের নেশায় প্রতিদিন তাঁর বাড়িতে হাজিরা দিতে শুরু করলেন আব্বাসউদ্দীন। মোবারক সাহেব যখন গাইতেন, তখন দু-তিনবার শুনেই গানটি রপ্ত হয়ে যেত আব্বাসউদ্দীনের।
ফিফথ ক্লাসে পরীক্ষায় ফার্স্ট হলেন আব্বাসউদ্দীন। ডাক্তার সাহেব ছিলেন স্কুল কমিটির মেম্বার। তিনি পুরস্কার বিতরণীর সময় ঘোষণা করলেন, ‘যে ছেলে ভালো গান করতে পারবে, তাকেও একটা পুরস্কার দেওয়া হবে। ১০ টাকার বই।’ ১০ টাকার বই মানে অনেক বই।
তখন স্কুলে হলো গানের প্রতিযোগিতা। আব্বাসউদ্দীনই হলেন প্রথম। পুরস্কার বিতরণী সভায় আব্বাসউদ্দীন উদ্বোধনী সংগীত হিসেবে গাইলেন, ‘অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া...’। আর সমাপ্তি সংগীত গাইলেন, ‘সভা যখন ভাঙবে তখন শেষের গানটি যাব গেয়ে...’। সেবারের পুরস্কার বিতরণী সভায় এই গানগুলো বেশ নতুনত্ব সৃষ্টি করল স্কুলে।
ছোট শহরের সবার কাছেই পরিচিত ছিলেন বালক আব্বাসউদ্দীন। সব বাড়িতেই ছিল তাঁর যাতায়াত। হোস্টেলে এক ঘরে চারজন থাকতে হতো। তাদের মধ্যে বাধ্যতামূলকভাবে দুজন মুসলমান আর দুজন হিন্দু। শুধু রান্নাঘর ছিল আলাদা। এতে দুই ধর্মের মধ্যে গড়ে উঠেছিল আত্মীয়তা। মজার ব্যাপার হলো, কোচবিহারে একটা রেওয়াজ ছিল। মুসলমান ছাত্রদের দ্বিতীয় ভাষা হিসেবে নিতে হতো সংস্কৃত, আর হিন্দু ছেলেদের ফারসি। বিএ পর্যন্ত আব্বাসউদ্দীন সংস্কৃত পড়েছেন এবং সংস্কৃতে তিনি হয়েছিলেন ‘কাব্যরত্নাকর।’
সূত্র: আব্বাসউদ্দীন আহমদ, আমার শিল্পীজীবনের কথা, পৃষ্ঠা ৩১-৩৩
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে