আইএমএফের সঙ্গে দর-কষাকষি আগামী সপ্তাহে

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২, ০৯: ৩৬
আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৯: ৪০

চলমান সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাজেট সহায়তা হিসেবে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের আশ্বাস পেয়েছে বাংলাদেশ। সমান তিন কিস্তিতে এ অর্থ ছাড় হবে। ঋণ পেতে সংস্থাটির নানা শর্তও মানতে হবে বাংলাদেশকে। তবে এ নিয়ে দর-কষাকষির সুযোগও রয়েছে, যার জন্য আগামী সপ্তাহে সংস্থাটির প্রতিনিধিদল ঢাকায় আসার কথা রয়েছে।

গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে ঋণপ্রাপ্তির বিষয়টি জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। বিশ্বব্যাংক-আইএমএফ গ্রুপের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে গভর্নরসহ বাংলাদেশ প্রতিনিধিরা এখন ওয়াশিংটনে অবস্থান করছেন। ১০ থেকে ১৬ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, মূল্যস্ফীতির চাপ, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়াসহ নানা সংকটে চলতি বছর রিজার্ভে টান পড়ে। সংকট সামাল দিতে কয়েক মাস আগে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে বাজেট সহায়তা হিসেবে সাড়ে ৪ বিলিয়ন বা ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আইএমএফের বার্ষিক সভায় ঋণপ্রাপ্তির বিষয়ে আশ্বাস মিলেছে।

রউফ তালুকদার বলেন, দ্রুত আইএমএফ-বিশ্বব্যাংকের ঋণ পাওয়া গেলে কাটবে ডলারের সংকট। রেমিট্যান্স, রপ্তানি ঠিক থাকলে আগামী বছরের শেষ নাগাদ বাংলাদেশ কিছুটা স্বস্তিতে থাকবে। এর বাইরেও বিশ্বব্যাংক থেকে ১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

সাধারণত আইএমএফ যেকোনো দেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বেশি কিছু শর্ত আরোপ করে। বিভিন্ন ক্ষেত্রে নীতি পরিবর্তনের বিষয়গুলোই সেখানে প্রাধান্য পায়।

এবারের বাজেট সহায়তার বিষয়ে গভর্নর বলেন, আইএমএফ বাংলাদেশ সরকারের রাজস্ব সংগ্রহ কার্যক্রমকে গতিশীল করার অনুরোধ জানিয়েছে। দেশে কর বনাম মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাত অনেক কম। এই অনুপাত দীর্ঘদিন ধরে ৭ দশমিক ৬ শতাংশে আটকে আছে, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন এবং বিশ্বের সবচেয়ে কম অনুপাতের মধ্যে অন্যতম। এ ছাড়া রাজস্ব বাড়াতে আইএমএফ ভ্যাট অবকাঠামোর সরলীকরণ, রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন, বড় করদাতাদের কাছ থেকে ঠিকমতো কর আদায় করতে না পারার ঝুঁকি কমানো, খেলাপি বা নন-পারফর্মিং ঋণ কমানো, করপোরেট সুশাসন আরও শক্তিশালী করা এবং কর কাঠামো যুগোপযোগী করার সুপারিশ করেছে।

এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাজেট সহায়তার ঋণ নিয়ে আলোচনার জন্য ২৬ অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে বলে সংস্থাটি অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়েছে। দলটি ৯ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। সফরকালে তারা অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠকে বসবে।

গত বৃহস্পতিবার আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি ডিরেক্টর অ্যান-মারি গুলদে-উলফ এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে প্রাথমিক আলোচনার জন্য আইএমএফ প্রস্তুতি নিচ্ছে। আগামী সপ্তাহেই এই আলোচনা শুরু হচ্ছে।

বৈশ্বিক সংকটের কারণে তৈরি হওয়া দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং আইএমএফের কাছে বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। বাজেট সহায়তার সুবিধা হচ্ছে, এ ঋণ সরকার যেকোনো খাতে ব্যয় করতে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত