ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কষ্টে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে ফসলের। গত বৃহস্পতিবার এবং শুক্রবার ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়। পাশাপাশি হিমেল হাওয়ায় বেড়েছে শীত।
জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত শিল্পনগরী ভালুকায় মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে সঙ্গে শুরু হয় হিমেল হাওয়া। অপরদিকে বিভাগীয় শহর ময়মনসিংহে শুক্রবার সকাল থেকে বৃষ্টি ও হিমেল হাওয়া শুরু হাওয়ায় বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। এতে কিছু জমির ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা করেছেন কৃষি কর্মকর্তারা।
ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় মোড়ের পত্রিকার হকার হেলাল উদ্দিন হেলাল বলেন, দুপর একটা পর্যন্ত ২০০ টাকার পত্রিকা বিক্রি করেছি। বৃষ্টি ও বাতাসের জন্য মানুষ বাইরে বের হচ্ছে কম। বৃষ্টি না হলে ১ হাজার টাকার মতো বিক্রি হতো।
ফুল বিক্রেতা সেলিম মিয়া বলেন, প্রতি শুক্রবার ৮ থেকে ১০টা বিয়ের গাড়ি ফুল দিয়ে সাজানো হয়। পাঁচটি গাড়ি সাজানোর চুক্তি ছিল। সকাল থেকে বৃষ্টি হওয়ায় একটি গাড়ি সাজাতে পেরেছি। বাকি চারটি আসবে না বলে জানিয়ে দিয়েছে। বৃষ্টি ও হিমেল হাওয়ার জন্য এই সপ্তাহে অনেক লোকসানে পড়তে হবে।
ভালুকা উপজেলার বাসস্ট্যান্ড এলাকার হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, হরেক রকম খাবার রান্না করলেও বৃষ্টির জন্য লোকজন না আসায় বিক্রি তেমন হয়নি। বৃষ্টি ও ঠান্ডা বাতাসের কারণে বাইরে লোকজন নেই বললেই চলে। এমন অবস্থা হলে আমরা সাধারণ ব্যবসায়ীরা চরম কষ্টে পড়ে যাব।
ময়মনসিংহ শহরের অটোরিকশাচালক আসাদ মিয়া বলেন, ৬০০ টাকা জমা দিয়ে অটো নিয়ে বের হয়েছি। দুপুর পর্যন্ত ২০০ টাকা আয় করতে পেরেছি। রাস্তাঘাট একদম ফাঁকা, মানুষ না থাকায় ভাড়া হচ্ছে না। জমার টাকাও উঠবে না।
সদর উপজেলার বোররচরের কৃষক আসলাম উদ্দিন বলেন, রাত থেকে বৃষ্টি হওয়ায় আলু এবং টমেটো চারার ক্ষতি হবে। যেভাবে বৃষ্টি হচ্ছে, অনেক কৃষকেরই ক্ষতিগ্রস্ত হবে। ঋণ করে সবজি লাগিয়েছি, কি যেন হয় বুঝতে পারছি না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতিউজ্জামান বলেন, দুই দিনের বৃষ্টিতে মানুষের ভোগান্তির পাশাপাশি সবজি ক্ষতিগ্রস্ত হবে। ময়মনসিংহে প্রচুর পরিমাণে সবজি হয়, যা সারা দেশে যায়। টমেটো এবং আলুর বেশি ক্ষতি হবে।
এই কর্মকর্তা বলেন, বৃষ্টি শেষ হলে কি পরিমাণ সবজির ক্ষতি হয়েছে, জানতে পারব। তবে যেসব টমেটো খেতের নালা ঠিক আছে, সেসব খেতে ক্ষয়ক্ষতি কম হবে। কৃষক বেশি ক্ষতিগ্রস্ত হলে তাঁদের সহযোগিতা করা হবে।
ময়মনসিংহে টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কষ্টে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে ফসলের। গত বৃহস্পতিবার এবং শুক্রবার ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়। পাশাপাশি হিমেল হাওয়ায় বেড়েছে শীত।
জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত শিল্পনগরী ভালুকায় মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে সঙ্গে শুরু হয় হিমেল হাওয়া। অপরদিকে বিভাগীয় শহর ময়মনসিংহে শুক্রবার সকাল থেকে বৃষ্টি ও হিমেল হাওয়া শুরু হাওয়ায় বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। এতে কিছু জমির ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা করেছেন কৃষি কর্মকর্তারা।
ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় মোড়ের পত্রিকার হকার হেলাল উদ্দিন হেলাল বলেন, দুপর একটা পর্যন্ত ২০০ টাকার পত্রিকা বিক্রি করেছি। বৃষ্টি ও বাতাসের জন্য মানুষ বাইরে বের হচ্ছে কম। বৃষ্টি না হলে ১ হাজার টাকার মতো বিক্রি হতো।
ফুল বিক্রেতা সেলিম মিয়া বলেন, প্রতি শুক্রবার ৮ থেকে ১০টা বিয়ের গাড়ি ফুল দিয়ে সাজানো হয়। পাঁচটি গাড়ি সাজানোর চুক্তি ছিল। সকাল থেকে বৃষ্টি হওয়ায় একটি গাড়ি সাজাতে পেরেছি। বাকি চারটি আসবে না বলে জানিয়ে দিয়েছে। বৃষ্টি ও হিমেল হাওয়ার জন্য এই সপ্তাহে অনেক লোকসানে পড়তে হবে।
ভালুকা উপজেলার বাসস্ট্যান্ড এলাকার হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, হরেক রকম খাবার রান্না করলেও বৃষ্টির জন্য লোকজন না আসায় বিক্রি তেমন হয়নি। বৃষ্টি ও ঠান্ডা বাতাসের কারণে বাইরে লোকজন নেই বললেই চলে। এমন অবস্থা হলে আমরা সাধারণ ব্যবসায়ীরা চরম কষ্টে পড়ে যাব।
ময়মনসিংহ শহরের অটোরিকশাচালক আসাদ মিয়া বলেন, ৬০০ টাকা জমা দিয়ে অটো নিয়ে বের হয়েছি। দুপুর পর্যন্ত ২০০ টাকা আয় করতে পেরেছি। রাস্তাঘাট একদম ফাঁকা, মানুষ না থাকায় ভাড়া হচ্ছে না। জমার টাকাও উঠবে না।
সদর উপজেলার বোররচরের কৃষক আসলাম উদ্দিন বলেন, রাত থেকে বৃষ্টি হওয়ায় আলু এবং টমেটো চারার ক্ষতি হবে। যেভাবে বৃষ্টি হচ্ছে, অনেক কৃষকেরই ক্ষতিগ্রস্ত হবে। ঋণ করে সবজি লাগিয়েছি, কি যেন হয় বুঝতে পারছি না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতিউজ্জামান বলেন, দুই দিনের বৃষ্টিতে মানুষের ভোগান্তির পাশাপাশি সবজি ক্ষতিগ্রস্ত হবে। ময়মনসিংহে প্রচুর পরিমাণে সবজি হয়, যা সারা দেশে যায়। টমেটো এবং আলুর বেশি ক্ষতি হবে।
এই কর্মকর্তা বলেন, বৃষ্টি শেষ হলে কি পরিমাণ সবজির ক্ষতি হয়েছে, জানতে পারব। তবে যেসব টমেটো খেতের নালা ঠিক আছে, সেসব খেতে ক্ষয়ক্ষতি কম হবে। কৃষক বেশি ক্ষতিগ্রস্ত হলে তাঁদের সহযোগিতা করা হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে