ফুটবলজয়ী মাদারগঞ্জ অররা সংঘ

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২০: ১৪
Thumbnail image

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকেলে ওই ইউনিয়নের চেরাডাঙ্গী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টে মাদারগঞ্জ অররা সংঘ দল ৩-০ গোলে পার্বতীপুর শহিদুল ইসলাম আর্মি একাডেমি টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী। এ সময় পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলাল আহম্মেদ, জেলা যুবলীগের সভাপতি মো. আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা পরিষদ সদস্য মো. মারুফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুর রহমানসহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে একটি ট্রফি ও ৫০ হাজার টাকা। পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত