নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মশার উপদ্রব নিয়ে লজ্জায় পড়তে হয় জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘সম্প্রতি নগরীর ৩৯ নম্বর দক্ষিণ হালিশহরের একটি খাল পরিদর্শনে গিয়ে নিজেই লজ্জা পেয়েছি। ওই খালে একটি ঢিল ছুড়তেই লাখ লাখ মশা উড়তে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের কাছেও মশার উৎপাত নিয়ে বিব্রত হই।’
গতকাল বুধবার দুপুরে নগরীর আন্দরকিল্লা এলাকায় পুরোনো নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন। সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
রেজাউল করিম চৌধুরী আরও বলেন, জলাবদ্ধতা প্রকল্পের কাজের জন্য নগরীর খালগুলোতে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
জমে থাকা পানিতে মশার প্রজনন বেড়েই চলছে। পানি প্রবাহ যত দিন স্বাভাবিক হবে না, তত দিন মশার উৎপাত কমবে না। হাজার কাজ করলেও মশার উপদ্রব কমবে না। জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত মশার সমস্যা নিরসন করা যাবে না।
সংবাদ সম্মেলনে মেয়র তাঁর মেয়াদে নেওয়া বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন।
রেজাউল করিম চৌধুরী বলেন, প্রায় এক হাজার কোটি টাকা দেনা এবং বিভিন্ন সমস্যা মাথায় নিয়ে মেয়রের দায়িত্ব নিয়েছিলেন। স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন সমস্যা সমাধান করা হয়েছে। বহদ্দারহাটের বারইপাড়া নতুন খাল খননের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা পোর্ট কানেকটিং (পিসি) রোডের কাজ প্রায় শেষের দিকে।
মেয়র বলেন, গত এক বছরে আড়াই হাজার কোটি টাকার একটি বড় প্রকল্পের অনুমোদন হয়েছে। নগরভবন নির্মাণ ও সড়ক উন্নয়ন বাতি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া নগরের উন্নয়নে ফুটপাত, বাণিজ্যিক ভবন, কিচেন মার্কেট উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক যান ও যন্ত্রপাতি কিনতে প্রকল্প প্রণয়ন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের প্যানেল মেয়র আবদুস সবুর, মোহাম্মদ গিয়াস উদ্দিন ও আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন।
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নির্বাচিত হন মো. রেজাউল করিম চৌধুরী। ১৫ ফেব্রুয়ারি তিনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
মশার উপদ্রব নিয়ে লজ্জায় পড়তে হয় জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘সম্প্রতি নগরীর ৩৯ নম্বর দক্ষিণ হালিশহরের একটি খাল পরিদর্শনে গিয়ে নিজেই লজ্জা পেয়েছি। ওই খালে একটি ঢিল ছুড়তেই লাখ লাখ মশা উড়তে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের কাছেও মশার উৎপাত নিয়ে বিব্রত হই।’
গতকাল বুধবার দুপুরে নগরীর আন্দরকিল্লা এলাকায় পুরোনো নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন। সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
রেজাউল করিম চৌধুরী আরও বলেন, জলাবদ্ধতা প্রকল্পের কাজের জন্য নগরীর খালগুলোতে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
জমে থাকা পানিতে মশার প্রজনন বেড়েই চলছে। পানি প্রবাহ যত দিন স্বাভাবিক হবে না, তত দিন মশার উৎপাত কমবে না। হাজার কাজ করলেও মশার উপদ্রব কমবে না। জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত মশার সমস্যা নিরসন করা যাবে না।
সংবাদ সম্মেলনে মেয়র তাঁর মেয়াদে নেওয়া বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন।
রেজাউল করিম চৌধুরী বলেন, প্রায় এক হাজার কোটি টাকা দেনা এবং বিভিন্ন সমস্যা মাথায় নিয়ে মেয়রের দায়িত্ব নিয়েছিলেন। স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন সমস্যা সমাধান করা হয়েছে। বহদ্দারহাটের বারইপাড়া নতুন খাল খননের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা পোর্ট কানেকটিং (পিসি) রোডের কাজ প্রায় শেষের দিকে।
মেয়র বলেন, গত এক বছরে আড়াই হাজার কোটি টাকার একটি বড় প্রকল্পের অনুমোদন হয়েছে। নগরভবন নির্মাণ ও সড়ক উন্নয়ন বাতি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া নগরের উন্নয়নে ফুটপাত, বাণিজ্যিক ভবন, কিচেন মার্কেট উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক যান ও যন্ত্রপাতি কিনতে প্রকল্প প্রণয়ন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের প্যানেল মেয়র আবদুস সবুর, মোহাম্মদ গিয়াস উদ্দিন ও আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন।
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নির্বাচিত হন মো. রেজাউল করিম চৌধুরী। ১৫ ফেব্রুয়ারি তিনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৫ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪