নারী ভোটারদের কেন্দ্রে ফেরাতে প্রশাসনের সভা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫: ৪০
Thumbnail image

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রুপসা দক্ষিণ ইউপিতে নারী ভোটারদের ভোটদানে আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার সকালে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কোরআন ও হাদিসের আলোকে নারীদের ভোটদানে গুরুত্ব নিয়ে আলোচনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ইউনুস হোসাইন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘পত্রিকার মাধ্যমে আমি জানতে পেরেছি রুপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা কোনো নির্বাচনেই তাদের ভোট প্রয়োগ করেন না। আমি গভীরভাবে বিশ্বাস করি কোনো আলেম নারীদের ভোট দেওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দেন না। পর্দা রক্ষা করে নারীদের ভোট দেওয়া ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয়। নারীরা ভোট দেওয়া থেকে বিরত থাকলে যোগ্য প্রার্থী নির্বাচনে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। অযোগ্য প্রার্থী নির্বাচিত হলে ধর্মীয়ভাবে নারীরাও দায় এড়াতে পারবেন না। দেশের উন্নয়নের স্বার্থে নারীদের ভোট দিতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইস্কান্দার আলী প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহারসহ ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত বিভিন্ন সম্প্রদায়ের নারীসহ সাংবাদিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নে নারীরা ষাটের দশক থেকে যেকোনো নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত