সম্পাদকীয়
প্রখ্যাত সাংবাদিক ও বাম রাজনীতিবিদ নির্মল সেন। তাঁর আসল নাম নির্মল কুমার সেনগুপ্ত। ছোটবেলা থেকে পরিবারের অবাধ্য সন্তান হিসেবে ‘বোহিমিয়ান’ জীবনযাপনের কারণে তাঁর বাবা রাগ করে তাঁর ঠিকুজি ছিঁড়ে ফেলেন। তাঁর শিক্ষাজীবন শুরু হয়েছিল গ্রামের পাঠশালায়।
ভারতজুড়ে অসহযোগ আন্দোলন শুরু হলে ১৯৪২ সালে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় জড়িয়ে পড়েন স্বদেশি আন্দোলনে। মাধ্যমিক পাস করার পর আরএসপির রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত হন তিনি। ১৯৪৮ সালে বিএসসি পড়ার সময় ছাত্র আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হন। ১৯৫৩ সালে বরিশাল জেলা পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি।
১৯৫৬ সালে জেল থেকে মুক্তি পেয়ে নিরাপদ আশ্রয়ের জন্য যুক্ত হন সাংবাদিকতায়। কাজ শুরু করেন দৈনিক জেহাদে। ১৯৬১ সালে বিএ পাস করেন জেলখানায় বসে পরীক্ষা দিয়ে। এরপর দৈনিক ইত্তেফাক পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন।
১৯৬০ সালে তিনি আবার আরএসপিতে ফিরে আসেন। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করেন।
১৯৬৯ সালে আদমজী জুট মিলে সংযুক্ত শ্রমিক ফেডারেশন গঠন করেন। একই বছর কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে গঠন করেন ‘শ্রমিক কৃষক সমাজবাদী দল’ নামে একটি রাজনৈতিক দল। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। আশির দশকে প্রায় ৮ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অতিথি শিক্ষক ছিলেন।
দৈনিক বাংলা পত্রিকা বন্ধ হওয়ার পর পার্টির সিদ্ধান্ত না মেনে সাংবাদিকদের স্বার্থে তিনি আমরণ অনশনে বসেন এবং পাওনা দিতে কর্তৃপক্ষকে বাধ্য করেন।
তাঁর রচিত বইগুলো হলো: মানুষ সমাজ ও রাষ্ট্র, বার্লিন থেকে মস্কো, পূর্ববঙ্গ-পূর্ব পাকিস্তান-বাংলাদেশ, মা জন্মভূমি, লেনিন থেকে গর্ভাচেভ, আমার জবানবন্দি প্রভৃতি।
স্বাধীনতা-পরবর্তীকালে সংঘাতপূর্ণ রাজনীতি নিয়ে দৈনিক বাংলায় প্রকাশিত ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ কলামটি জনপ্রিয় হয়েছিল।
চিরকুমার এই মানুষটি ২০১৩ সালের ৮ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।
প্রখ্যাত সাংবাদিক ও বাম রাজনীতিবিদ নির্মল সেন। তাঁর আসল নাম নির্মল কুমার সেনগুপ্ত। ছোটবেলা থেকে পরিবারের অবাধ্য সন্তান হিসেবে ‘বোহিমিয়ান’ জীবনযাপনের কারণে তাঁর বাবা রাগ করে তাঁর ঠিকুজি ছিঁড়ে ফেলেন। তাঁর শিক্ষাজীবন শুরু হয়েছিল গ্রামের পাঠশালায়।
ভারতজুড়ে অসহযোগ আন্দোলন শুরু হলে ১৯৪২ সালে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় জড়িয়ে পড়েন স্বদেশি আন্দোলনে। মাধ্যমিক পাস করার পর আরএসপির রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত হন তিনি। ১৯৪৮ সালে বিএসসি পড়ার সময় ছাত্র আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হন। ১৯৫৩ সালে বরিশাল জেলা পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি।
১৯৫৬ সালে জেল থেকে মুক্তি পেয়ে নিরাপদ আশ্রয়ের জন্য যুক্ত হন সাংবাদিকতায়। কাজ শুরু করেন দৈনিক জেহাদে। ১৯৬১ সালে বিএ পাস করেন জেলখানায় বসে পরীক্ষা দিয়ে। এরপর দৈনিক ইত্তেফাক পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন।
১৯৬০ সালে তিনি আবার আরএসপিতে ফিরে আসেন। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করেন।
১৯৬৯ সালে আদমজী জুট মিলে সংযুক্ত শ্রমিক ফেডারেশন গঠন করেন। একই বছর কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে গঠন করেন ‘শ্রমিক কৃষক সমাজবাদী দল’ নামে একটি রাজনৈতিক দল। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। আশির দশকে প্রায় ৮ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অতিথি শিক্ষক ছিলেন।
দৈনিক বাংলা পত্রিকা বন্ধ হওয়ার পর পার্টির সিদ্ধান্ত না মেনে সাংবাদিকদের স্বার্থে তিনি আমরণ অনশনে বসেন এবং পাওনা দিতে কর্তৃপক্ষকে বাধ্য করেন।
তাঁর রচিত বইগুলো হলো: মানুষ সমাজ ও রাষ্ট্র, বার্লিন থেকে মস্কো, পূর্ববঙ্গ-পূর্ব পাকিস্তান-বাংলাদেশ, মা জন্মভূমি, লেনিন থেকে গর্ভাচেভ, আমার জবানবন্দি প্রভৃতি।
স্বাধীনতা-পরবর্তীকালে সংঘাতপূর্ণ রাজনীতি নিয়ে দৈনিক বাংলায় প্রকাশিত ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ কলামটি জনপ্রিয় হয়েছিল।
চিরকুমার এই মানুষটি ২০১৩ সালের ৮ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে