মিসেস ওয়ার্ল্ডে পিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২, ০৯: ৫১
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১০: ৫৪
Thumbnail image

দেশের শোবিজে পিয়া বিপাশা জনপ্রিয় নাম। ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পান তিনি। এরপর অনেক টিভি নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন। বছর কয়েক আগে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে বিয়ে করে সেখানেই পাড়ি জমান। নিউইয়র্কের একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করছেন এখন। তবে মডেলিং একেবারেই ছাড়েননি। কাজ করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকটি স্কিনকেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনে। এবার পিয়া বিপাশার নাম যুক্ত হলো আরও বড় আয়োজনের সঙ্গে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্টগেট লাস ভেগাস হলে ১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বিবাহিত সুন্দরীদের প্রতিযোগিতা ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, রোমানিয়া, মেক্সিকো, জাপান, ভারত, ইউক্রেন, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিশ্বের ৬০টি দেশ থেকে ৬০ জন মডেল অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে এবার আছেন পিয়া বিপাশা।

মিসেস ওয়ার্ল্ড ২০২২-এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর। তার আগে প্রস্তুতি হিসেবে এখন চলছে প্রতিযোগীদের মহড়া, সাক্ষাৎকার, ফটোসেশনসহ নানা কাজ।

প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে পিয়া বলেন, ‘এখন আমাদের গ্রুমিং চলছে। অনেক দেশের প্রতিযোগীদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তাঁদের সম্পর্কে নানা বিষয় জানতে পারছি। এত বড় একটা উৎসবে এসে দারুণ লাগছে।’

প্রতিযোগিতায় বিজয়ী হবেন কি না, তা নিয়ে ভাবছেন না পিয়া। অংশগ্রহণের সুযোগ পেয়েই বরং খুশি তিনি। পিয়া বলেন, ‘এত বড় একটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরেছি, এটাই বড় ব্যাপার। যাঁরা অংশ নিয়েছেন, সব দিক দিয়ে তাঁদের চেয়ে আমার অবস্থান কম শক্ত নয়। তবে জুরিবোর্ড আছে, ভোটিং আছে—তাঁরাই সিদ্ধান্ত নেবেন। আমি প্রত্যাশা ছাড়ছি না।’

এর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে মিসেস ওয়ার্ল্ডে অংশ নিয়েছিলেন মুনজারিন মাহবুব। পিয়া বিপাশাকে নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারীর নাম জড়াল এ প্রতিযোগিতায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত