রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে পেঁয়াজের সুনাম রয়েছে বহু বছর আগে থেকেই। সারা দেশের উৎপাদিত পেঁয়াজের ১৪ শতাংশ এ জেলায় হয়। এই জেলায় প্রতি মৌসুমে মুড়িকাটা ও হালি—এই দুই জাতের পেঁয়াজের চাষ হয়। এর মধ্যে আগাম জাত মুড়িকাটা। এবারও জেলা সদর, পাংশা, কালুখালী, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলায় এ জাতের পেঁয়াজের আবাদ হয়েছে। মুড়িকাটা পেঁয়াজ রোপণের ৯০ দিনের মধ্যে ফলন তোলা যায়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে কৃষকের রোপণ করা অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। যে কারণে খরচ হচ্ছে দ্বিগুণ। কাঙ্ক্ষিত ফলন নিয়েও দুশ্চিন্তায় কৃষকেরা।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, অক্টোবরের প্রথম সপ্তাহে রোপণ করা মুড়িকাটা পেঁয়াজ পরিচর্যায় মাঠে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ জমিতে নিড়ানি দিচ্ছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ কীটনাশক ছিটাচ্ছেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে অনেক কৃষকের রোপণ করা পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। অনেকেই নতুন করে পেঁয়াজ রোপণ করছেন, যে কারণে খরচ হচ্ছে দ্বিগুণ। কাঙ্ক্ষিত ফলন নিয়েও দুশ্চিন্তায় চাষিরা।
কৃষক আবজাল হোসেন বলেন, এক বিঘা জমি লিজে বছরে ২০ হাজার টাকা দিতে হয়। জমি চাষ, সেচ, সার, পেঁয়াজবীজ, শ্রমিক দিয়ে প্রতি বিঘায় পেঁয়াজ চাষে খরচ পড়ে ৫০-৬০ হাজার টাকা। এ বছর ঘূর্ণিঝড়ের কারণে জমিতে লাগানো অনেক পেঁয়াজ পচে গেছে, আবার নতুন করে লাগানো হচ্ছে।
একই গ্রামের কৃষক সোহরাব মোল্লা বলেন, ‘একবার পেঁয়াজ লাগাইছিলাম, বৃষ্টিতে পচে গেছে আবার লাগাচ্ছি। এক বিঘায় খরচ পড়বে ৩৫-৪০ হাজার টাকা। শেষ পর্যন্ত আল্লাহ কী যে দিবি, সেটা বলা যাবে না।’
আরেক কৃষক মো. হাশেম বলেন, ‘এ বছর জমি চাষ, সার, সেচ ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় ঘরে উঠানো পর্যন্ত বিঘাপ্রতি মুড়িকাটা পেঁয়াজে খরচ পড়বে ৩৫-৪০ হাজার টাকা আর বিঘাপ্রতি পেঁয়াজ উৎপাদন হবে ৫০-৬০ মণ। ভারতের পেঁয়াজ আমদানি না করলে কিছুটা লাভ থাকবে।’ তিনি আরও বলেন, ‘এখন পেঁয়াজখেত নিড়ানি দিচ্ছি, স্প্রে করছি, আগাছা পরিষ্কার করছি।
বৃষ্টিতে তো অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। জমি থেকে ঘরে তোলা পর্যন্ত এক মণ পেঁয়াজে খরচ হয় প্রায় এক হাজার টাকা আর বিক্রি করতে হয় ৮০০-৯০০ টাকায়। এতে কৃষকের লোকসান হয়। পেঁয়াজের দাম ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা হলে কৃষক লাভবান হবেন।’
রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন সেক বলেন, ‘জেলায় মুড়িকাটা পেঁয়াজের আবাদ চলছে। তবে ঘূর্ণিঝড়ের কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে সহযোগিতা করছি। এ বছর জেলায় ৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে।’
রাজবাড়ীতে পেঁয়াজের সুনাম রয়েছে বহু বছর আগে থেকেই। সারা দেশের উৎপাদিত পেঁয়াজের ১৪ শতাংশ এ জেলায় হয়। এই জেলায় প্রতি মৌসুমে মুড়িকাটা ও হালি—এই দুই জাতের পেঁয়াজের চাষ হয়। এর মধ্যে আগাম জাত মুড়িকাটা। এবারও জেলা সদর, পাংশা, কালুখালী, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলায় এ জাতের পেঁয়াজের আবাদ হয়েছে। মুড়িকাটা পেঁয়াজ রোপণের ৯০ দিনের মধ্যে ফলন তোলা যায়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে কৃষকের রোপণ করা অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। যে কারণে খরচ হচ্ছে দ্বিগুণ। কাঙ্ক্ষিত ফলন নিয়েও দুশ্চিন্তায় কৃষকেরা।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, অক্টোবরের প্রথম সপ্তাহে রোপণ করা মুড়িকাটা পেঁয়াজ পরিচর্যায় মাঠে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ জমিতে নিড়ানি দিচ্ছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ কীটনাশক ছিটাচ্ছেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে অনেক কৃষকের রোপণ করা পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। অনেকেই নতুন করে পেঁয়াজ রোপণ করছেন, যে কারণে খরচ হচ্ছে দ্বিগুণ। কাঙ্ক্ষিত ফলন নিয়েও দুশ্চিন্তায় চাষিরা।
কৃষক আবজাল হোসেন বলেন, এক বিঘা জমি লিজে বছরে ২০ হাজার টাকা দিতে হয়। জমি চাষ, সেচ, সার, পেঁয়াজবীজ, শ্রমিক দিয়ে প্রতি বিঘায় পেঁয়াজ চাষে খরচ পড়ে ৫০-৬০ হাজার টাকা। এ বছর ঘূর্ণিঝড়ের কারণে জমিতে লাগানো অনেক পেঁয়াজ পচে গেছে, আবার নতুন করে লাগানো হচ্ছে।
একই গ্রামের কৃষক সোহরাব মোল্লা বলেন, ‘একবার পেঁয়াজ লাগাইছিলাম, বৃষ্টিতে পচে গেছে আবার লাগাচ্ছি। এক বিঘায় খরচ পড়বে ৩৫-৪০ হাজার টাকা। শেষ পর্যন্ত আল্লাহ কী যে দিবি, সেটা বলা যাবে না।’
আরেক কৃষক মো. হাশেম বলেন, ‘এ বছর জমি চাষ, সার, সেচ ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় ঘরে উঠানো পর্যন্ত বিঘাপ্রতি মুড়িকাটা পেঁয়াজে খরচ পড়বে ৩৫-৪০ হাজার টাকা আর বিঘাপ্রতি পেঁয়াজ উৎপাদন হবে ৫০-৬০ মণ। ভারতের পেঁয়াজ আমদানি না করলে কিছুটা লাভ থাকবে।’ তিনি আরও বলেন, ‘এখন পেঁয়াজখেত নিড়ানি দিচ্ছি, স্প্রে করছি, আগাছা পরিষ্কার করছি।
বৃষ্টিতে তো অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। জমি থেকে ঘরে তোলা পর্যন্ত এক মণ পেঁয়াজে খরচ হয় প্রায় এক হাজার টাকা আর বিক্রি করতে হয় ৮০০-৯০০ টাকায়। এতে কৃষকের লোকসান হয়। পেঁয়াজের দাম ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা হলে কৃষক লাভবান হবেন।’
রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন সেক বলেন, ‘জেলায় মুড়িকাটা পেঁয়াজের আবাদ চলছে। তবে ঘূর্ণিঝড়ের কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে সহযোগিতা করছি। এ বছর জেলায় ৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪