সম্পাদকীয়
অধ্যাপক মো. আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার কয়েক মাস পরেই বিপদে পড়লেন। রমজান মাসের ছুটি চলছে। এ সময়টাকে কাজে লাগালে পড়াশোনাটা ভালো হয়। নিরবচ্ছিন্ন গবেষণার জন্য ছুটির সময় লাইব্রেরি ওয়ার্ক করা গেলে কাজ অনেকটা এগিয়ে যায়। দেশের বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলোর কথা জানতেন তিনি এবং যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সেসব জায়গায় দেখেছেন, শনি-রবিবার ছুটির দিনেও লাইব্রেরি খোলা থাকে। বিশ্ববিদ্যালয় খোলা কি বন্ধ, তার সঙ্গে লাইব্রেরির কোনো সম্পর্ক নেই। যেকোনো দিন ছাত্র বা শিক্ষক যেন লাইব্রেরি ব্যবহার করতে পারেন, সেই সুযোগ ছিল তাঁদের।
কিন্তু সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ব্যবহার করতে গিয়ে তিনি দেখলেন পুরো রমজান মাসই লাইব্রেরি বন্ধ! এটা শিক্ষকেরাও মেনে নিয়েছিলেন। নিজেদের গবেষণার কাজ তাঁরা নিজেরাই নিজেদের মতো করে নিতেন।
রমজানেই একদিন আনিসুর রহমান দেখলেন উপাচার্যের অফিস খোলা। উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী তাঁর দপ্তরে কাজ করছেন।
অধ্যাপক আনিসুর রহমান উপাচার্যের ঘরে ঢুকে বললেন, ‘স্যার, এই যে আপনি কাজ করছেন, অথচ আমি কাজ করতে পারছি না!’
উপাচার্য অবাক হয়ে বললেন, ‘কী বললেন?’
আনিসুর রহমান বললেন, ‘স্যার, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বন্ধ। আমি আমার কাজ করতে পারছি না।’
উপাচার্য অবাক হয়েই বললেন, ‘আপনি দয়া করে একটু বসবেন?’
আনিসুর রহমান বসলেন। উপাচার্য তাঁকে বললেন, ‘আপনি যে কথাটা বললেন, সেটা আরেকবার বলবেন কি?’
আনিসুর রহমান এবার অবাক হলেন। পুনরাবৃত্তি করলেন। উপাচার্য বললেন, ‘এত দিন আমি এখানে ভাইস চ্যান্সেলর, কিন্তু কেউ আমাকে এ কথা কখনো বলেননি। আপনি একদিন আমার এই ঘরে সারা দিন বসে থাকুন, দেখবেন কত রকম দাবি-দাওয়া নিয়ে শিক্ষকেরা আসে। কিন্তু ছুটির দিন লাইব্রেরি খোলা চান, এমন কাউকেই তো দেখিনি!’
এরপর অবশ্য সমস্যার সমাধান হয়েছিল। এই ঘটনার পর ছুটিতে একজন স্কেলিটন স্টাফ রেখে উপাচার্য লাইব্রেরি খুলিয়েছিলেন।
সূত্র: মো. আনিসুর রহমান, পথে যা পেয়েছি, পৃষ্ঠা ৭৯-৮০
অধ্যাপক মো. আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার কয়েক মাস পরেই বিপদে পড়লেন। রমজান মাসের ছুটি চলছে। এ সময়টাকে কাজে লাগালে পড়াশোনাটা ভালো হয়। নিরবচ্ছিন্ন গবেষণার জন্য ছুটির সময় লাইব্রেরি ওয়ার্ক করা গেলে কাজ অনেকটা এগিয়ে যায়। দেশের বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলোর কথা জানতেন তিনি এবং যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সেসব জায়গায় দেখেছেন, শনি-রবিবার ছুটির দিনেও লাইব্রেরি খোলা থাকে। বিশ্ববিদ্যালয় খোলা কি বন্ধ, তার সঙ্গে লাইব্রেরির কোনো সম্পর্ক নেই। যেকোনো দিন ছাত্র বা শিক্ষক যেন লাইব্রেরি ব্যবহার করতে পারেন, সেই সুযোগ ছিল তাঁদের।
কিন্তু সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ব্যবহার করতে গিয়ে তিনি দেখলেন পুরো রমজান মাসই লাইব্রেরি বন্ধ! এটা শিক্ষকেরাও মেনে নিয়েছিলেন। নিজেদের গবেষণার কাজ তাঁরা নিজেরাই নিজেদের মতো করে নিতেন।
রমজানেই একদিন আনিসুর রহমান দেখলেন উপাচার্যের অফিস খোলা। উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী তাঁর দপ্তরে কাজ করছেন।
অধ্যাপক আনিসুর রহমান উপাচার্যের ঘরে ঢুকে বললেন, ‘স্যার, এই যে আপনি কাজ করছেন, অথচ আমি কাজ করতে পারছি না!’
উপাচার্য অবাক হয়ে বললেন, ‘কী বললেন?’
আনিসুর রহমান বললেন, ‘স্যার, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বন্ধ। আমি আমার কাজ করতে পারছি না।’
উপাচার্য অবাক হয়েই বললেন, ‘আপনি দয়া করে একটু বসবেন?’
আনিসুর রহমান বসলেন। উপাচার্য তাঁকে বললেন, ‘আপনি যে কথাটা বললেন, সেটা আরেকবার বলবেন কি?’
আনিসুর রহমান এবার অবাক হলেন। পুনরাবৃত্তি করলেন। উপাচার্য বললেন, ‘এত দিন আমি এখানে ভাইস চ্যান্সেলর, কিন্তু কেউ আমাকে এ কথা কখনো বলেননি। আপনি একদিন আমার এই ঘরে সারা দিন বসে থাকুন, দেখবেন কত রকম দাবি-দাওয়া নিয়ে শিক্ষকেরা আসে। কিন্তু ছুটির দিন লাইব্রেরি খোলা চান, এমন কাউকেই তো দেখিনি!’
এরপর অবশ্য সমস্যার সমাধান হয়েছিল। এই ঘটনার পর ছুটিতে একজন স্কেলিটন স্টাফ রেখে উপাচার্য লাইব্রেরি খুলিয়েছিলেন।
সূত্র: মো. আনিসুর রহমান, পথে যা পেয়েছি, পৃষ্ঠা ৭৯-৮০
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে