নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারে জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা। দুদিন ধরে সকাল থেকে কুয়াশা আর রাতে তীব্র শীতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই অভিজাত মার্কেটগুলোতে বেচাকেনা কম থাকলেও ফুটপাতে বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা। প্রতিবছর শীতের শুরু থেকে ঘোড়াশালের এই ফুটপাতে মৌসুমি ব্যবসায়ীদের বেচাকেনা বেড়ে যায়। এখানে বেচাকেনা চলে সপ্তাহে দুদিন, শুক্র ও সোমবার।
সম্প্রতি ফুটপাতের দোকানগুলো ঘুরে দেখা গেছে, শীতবস্ত্র বেচাকেনার তীব্র ভিড়। ঈদবাজারের মতো আগ্রহ নিয়ে লোকজন শীতের কাপড় কিনছেন। তবে এ ফুটপাতে পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতার সংখ্যাই বেশি দেখা গেছে। শীতবস্ত্রের মধ্যে বেশি বিক্রি হচ্ছে বাচ্চা ও বয়স্কদের কাপড়।
শীতলক্ষ্যা নদীর ওপার কালীগঞ্জ থেকে আসা গৃহবধূ ফারজানা আক্তার বলেন, ‘আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য এই ফুটপাতের বাজার খুবই দরকারি ছিল। হাতের নাগালেই সবকিছু সস্তা দামে পাওয়া যাচ্ছে এখানে। ফুটপাতের এই বাজারের অধিকাংশ দোকানেই নরসিংদীর বাবুরহাটের কাপড় বিক্রি হচ্ছে। তাই কম দামে নিত্যনতুন জামাকাপড় পাওয়া যাচ্ছে এখানে।’
ঘোড়াশাল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ‘শুক্র ও সোমবার এই দুই দিন এ বাজারের হাটের বার থাকায় এখানে প্রায় ৪০০ ভাসমান দোকান ফুটপাতে বসে। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে আমরা বাজার কমিটির লোকজন ওই দুদিন তাঁদের বেচাকেনা মনিটরিং করে থাকি। কারণ এ হাটে নারী ক্রেতার সংখ্যা বেশি। এ ফুটপাতে কাউকে কোনো চাঁদাও দিতে হয় না। স্থানীয় পুলিশও আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছে।’
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারে জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা। দুদিন ধরে সকাল থেকে কুয়াশা আর রাতে তীব্র শীতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই অভিজাত মার্কেটগুলোতে বেচাকেনা কম থাকলেও ফুটপাতে বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা। প্রতিবছর শীতের শুরু থেকে ঘোড়াশালের এই ফুটপাতে মৌসুমি ব্যবসায়ীদের বেচাকেনা বেড়ে যায়। এখানে বেচাকেনা চলে সপ্তাহে দুদিন, শুক্র ও সোমবার।
সম্প্রতি ফুটপাতের দোকানগুলো ঘুরে দেখা গেছে, শীতবস্ত্র বেচাকেনার তীব্র ভিড়। ঈদবাজারের মতো আগ্রহ নিয়ে লোকজন শীতের কাপড় কিনছেন। তবে এ ফুটপাতে পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতার সংখ্যাই বেশি দেখা গেছে। শীতবস্ত্রের মধ্যে বেশি বিক্রি হচ্ছে বাচ্চা ও বয়স্কদের কাপড়।
শীতলক্ষ্যা নদীর ওপার কালীগঞ্জ থেকে আসা গৃহবধূ ফারজানা আক্তার বলেন, ‘আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য এই ফুটপাতের বাজার খুবই দরকারি ছিল। হাতের নাগালেই সবকিছু সস্তা দামে পাওয়া যাচ্ছে এখানে। ফুটপাতের এই বাজারের অধিকাংশ দোকানেই নরসিংদীর বাবুরহাটের কাপড় বিক্রি হচ্ছে। তাই কম দামে নিত্যনতুন জামাকাপড় পাওয়া যাচ্ছে এখানে।’
ঘোড়াশাল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ‘শুক্র ও সোমবার এই দুই দিন এ বাজারের হাটের বার থাকায় এখানে প্রায় ৪০০ ভাসমান দোকান ফুটপাতে বসে। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে আমরা বাজার কমিটির লোকজন ওই দুদিন তাঁদের বেচাকেনা মনিটরিং করে থাকি। কারণ এ হাটে নারী ক্রেতার সংখ্যা বেশি। এ ফুটপাতে কাউকে কোনো চাঁদাও দিতে হয় না। স্থানীয় পুলিশও আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৪ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪