নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাকরি থেকে অবসরে যাওয়ার পর সরকারি কেনাকাটায় যুক্ত হয়ে কানাডা ঘুরে এলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. আখতার হোসেন। সরকারি ও ব্যক্তিগত মিলে প্রায় দুই সপ্তাহের সফর শেষে তিনি দেশে ফিরেছেন।
সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর কীভাবে সরকারি দলের সঙ্গে যুক্ত হয়ে বিদেশ সফর করলেন? প্রশ্ন করা হলে আখতার হোসেন বলেছেন, যে সরকারি আদেশে (জিও) তিনি বিদেশ সফর করেছেন, সেটা তাঁর অবসরে যাওয়ার আগে হওয়া। তবে এই সফরে তিনি কোনো সরকারি অর্থ খরচ করেননি বলে জানান। সাবেক এই সিনিয়র সচিবের সরকারি আদেশে আরও দুজন পুলিশ কর্মকর্তার নাম রয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, দাঙ্গা প্রতিরোধে একটি কানাডিয়ান প্রতিষ্ঠান থেকে চারটি বুলেটরোধী যান কিনছে বাংলাদেশ পুলিশ। এই যানবাহনগুলোর সব যন্ত্রাংশ ও গ্লাস আগুন ও গুলিরোধক। দেশে এর আগে এ ধরনের যানবাহন আনা হয়নি।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (যানবাহন) সারোয়ার মোর্শেদ শামীম আজকের পত্রিকা’কে বলেন, অল্পদিনের মধ্যেই এগুলো জাহাজে উঠবে। শিগগিরই হাতে পাওয়া যাবে।
সরকারি কেনাকাটার নিয়ম অনুসারে এ ধরনের পণ্য জাহাজীকরণের পূর্বে উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ (এফএটি) ও প্রি-শিপমেন্ট পরিদর্শনে যেতে হয়। গত ৪ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার স্বাক্ষরিত এক সরকারি আদেশে (জিও) আখতার হোসেনসহ তিন কর্মকর্তার পাঁচ দিনের কানাডা সফরের অনুমোদন দেওয়া হয়। এই দলের অন্য দুজন কর্মকর্তা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির ও অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিম। সরকারি আদেশের চার মাস পর গত ১৫ ডিসেম্বর কর্মকর্তারা কানাডা সফরে যান। কিন্তু কানাডা সফরের আগেই গত ২৫ অক্টোবর আখতার হোসেনকে অবসরে পাঠানো হয়। বর্তমানে তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) রয়েছেন।
অবসরপ্রাপ্ত কর্মকর্তা সরকারি কেনাকাটায় যুক্ত হওয়া এবং সরকারি খরচে বিদেশ ভ্রমণ নিয়ে পুলিশ সদর দপ্তরেও আলোচনা চলছে। তাঁর সফর সঙ্গী এক কর্মকর্তা বলেন, আখতার হোসেন অবসরে যাওয়ার পূর্বেই কানাডার জিও ছিল। তিনি যেতে পারেন এতে আইনগত কোনো বাধা নেই। তিনি কারিগরি দলেই ছিলেন। তবে অবসরের কারণে তিনি কোথাও স্বাক্ষর করতে পারবেন না।
এভাবে বিদেশ সফরের ব্যাপারে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম নজির আগে কখনো দেখিনি। অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা কখনো সরকারি কেনাকাটায় যুক্ত হতে পারেন না। এটা কোনোভাবেই বৈধ না।’
চাকরি থেকে অবসরে যাওয়ার পর সরকারি কেনাকাটায় যুক্ত হয়ে কানাডা ঘুরে এলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. আখতার হোসেন। সরকারি ও ব্যক্তিগত মিলে প্রায় দুই সপ্তাহের সফর শেষে তিনি দেশে ফিরেছেন।
সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর কীভাবে সরকারি দলের সঙ্গে যুক্ত হয়ে বিদেশ সফর করলেন? প্রশ্ন করা হলে আখতার হোসেন বলেছেন, যে সরকারি আদেশে (জিও) তিনি বিদেশ সফর করেছেন, সেটা তাঁর অবসরে যাওয়ার আগে হওয়া। তবে এই সফরে তিনি কোনো সরকারি অর্থ খরচ করেননি বলে জানান। সাবেক এই সিনিয়র সচিবের সরকারি আদেশে আরও দুজন পুলিশ কর্মকর্তার নাম রয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, দাঙ্গা প্রতিরোধে একটি কানাডিয়ান প্রতিষ্ঠান থেকে চারটি বুলেটরোধী যান কিনছে বাংলাদেশ পুলিশ। এই যানবাহনগুলোর সব যন্ত্রাংশ ও গ্লাস আগুন ও গুলিরোধক। দেশে এর আগে এ ধরনের যানবাহন আনা হয়নি।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (যানবাহন) সারোয়ার মোর্শেদ শামীম আজকের পত্রিকা’কে বলেন, অল্পদিনের মধ্যেই এগুলো জাহাজে উঠবে। শিগগিরই হাতে পাওয়া যাবে।
সরকারি কেনাকাটার নিয়ম অনুসারে এ ধরনের পণ্য জাহাজীকরণের পূর্বে উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ (এফএটি) ও প্রি-শিপমেন্ট পরিদর্শনে যেতে হয়। গত ৪ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার স্বাক্ষরিত এক সরকারি আদেশে (জিও) আখতার হোসেনসহ তিন কর্মকর্তার পাঁচ দিনের কানাডা সফরের অনুমোদন দেওয়া হয়। এই দলের অন্য দুজন কর্মকর্তা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির ও অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিম। সরকারি আদেশের চার মাস পর গত ১৫ ডিসেম্বর কর্মকর্তারা কানাডা সফরে যান। কিন্তু কানাডা সফরের আগেই গত ২৫ অক্টোবর আখতার হোসেনকে অবসরে পাঠানো হয়। বর্তমানে তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) রয়েছেন।
অবসরপ্রাপ্ত কর্মকর্তা সরকারি কেনাকাটায় যুক্ত হওয়া এবং সরকারি খরচে বিদেশ ভ্রমণ নিয়ে পুলিশ সদর দপ্তরেও আলোচনা চলছে। তাঁর সফর সঙ্গী এক কর্মকর্তা বলেন, আখতার হোসেন অবসরে যাওয়ার পূর্বেই কানাডার জিও ছিল। তিনি যেতে পারেন এতে আইনগত কোনো বাধা নেই। তিনি কারিগরি দলেই ছিলেন। তবে অবসরের কারণে তিনি কোথাও স্বাক্ষর করতে পারবেন না।
এভাবে বিদেশ সফরের ব্যাপারে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম নজির আগে কখনো দেখিনি। অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা কখনো সরকারি কেনাকাটায় যুক্ত হতে পারেন না। এটা কোনোভাবেই বৈধ না।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে