টাকা পেতে মন্ত্রণালয়েই যাবে বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

হঠাৎ গতকাল কার্যনির্বাহী কমিটির সভা ডাকা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। নারী ফুটবলারদের মিয়ানমারে না পাঠানো, সরকারের সঙ্গে বাফুফের দূরত্ব, কাজী সালাউদ্দিন ও নাজমুল হাসান পাপনের কথার লড়াই—নানা বিষয়ের প্রেক্ষাপটে জরুরি সভা শেষে সব বিতর্ক, সমালোচনা একপ্রকার উড়িয়েই দিতে চাইলেন বাফুফে কর্মকর্তারা।

গতকাল কার্যনির্বাহীর কমিটির সভায় সভাপতিত্ব করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সভা শেষ হতেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব সহসভাপতি আতাউর রহমান মানিকের হাতে ছেড়ে দিয়ে নিজের কক্ষে চলে যান সালাউদ্দিন।

আতাউর রহমান জানালেন, নারী ফুটবলে বছরজুড়ে কার্যক্রম চালাতে এখনো আড়াই কোটি টাকার ঘাটতি আছে তাঁদের। এবং সেই ঘাটতি মেটাতে এখন সরকারের দিকেই তাকিয়ে বাফুফে। আতাউর বলেছেন, ‘মেয়েদের ফুটবলে সূচি আছে। এ বছরে মেয়েদের টুর্নামেন্টে অংশ নিতে আর্থিক বিষয়গুলো আছে। ফিফা-এএফসি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ ছাড়াও যে ঘাটতি থাকে, তা দ্রুত বাজেট তৈরি করে বোর্ডে আবার আলোচনা করে প্রয়োজনে এই অর্থ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চাইব। যেন ভবিষ্যতে সমস্যা না হয়।’

মিয়ানমারে মেয়েদের খেলতে পাঠাতে টাকা না পেয়ে মন্ত্রণালয়কেই দায় চাপিয়েছিলেন কাজী সালাউদ্দিন ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সোহাগের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বাফুফেকে কাঠগড়ায় তোলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সংসদীয় কমিটির সভায় উঠেছিল সোহাগের পদত্যাগের দাবিও। মন্ত্রণালয়ের সঙ্গে বাফুফের একটি পরিষ্কার বিভাজন তৈরি হয়েছে। যদিও বিষয়টিকে ‘ভুল-বোঝাবুঝি’ বলে উড়িয়ে দিতে চাইলেন আতাউর রহমান। তিনি বলছেন, ‘আমরা বিভাজনের কিছু দেখছি না। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। বাবা-ছেলের সঙ্গেও তো দূরত্ব হয়, এরপর কী তারা কাছে চলে আসে না!’

জানা গেছে, নারী দলকে না পাঠানোর সিদ্ধান্তটি নিয়েছিলেন সভাপতি কাজী সালাউদ্দিন, সোহাগ ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নির্বাহী কমিটির অনেক সদস্যকেই জানাননি এই তিন কর্মকর্তা। গতকাল কার্যনির্বাহী সভার পর সাংবাদিকদের সামনে বাফুফের এই সিদ্ধান্তের বিষয়ে আপত্তি তোলেন কমিটির সদস্য আমের খান।

গত কদিনে বেশ আলোচিত-বিতর্কিত হয়েছেন সাধারণ সম্পাদক আবু নাঈম। প্রশ্নোত্তর পর্ব এড়িয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। মন্ত্রণালয়কে পাঠানো চিঠি বিতর্কের ব্যাখ্যা নিজের মতো করে দেওয়ার চেষ্টা করেন। সংসদীয় কমিটির দাবি করা পদত্যাগের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তাঁর উত্তর, ‘বাফুফেতে অনেক মন দিয়ে কাজ করছি আর কাজ করতে গেলে ভুল হতেই পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত