Ajker Patrika

কৃষিপণ্যের উৎপাদন-দাম দুটোই বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কৃষিপণ্যের উৎপাদন-দাম দুটোই বেড়েছে

দেশে গত ১৫ বছরে চাল, গম, ভুট্টা, আলু, ডাল ও সবজির উৎপাদন অনেকটাই বেড়েছে। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। কোভিড মহামারি এবং  রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। তবে সে তুলনায় দেশে দাম বেড়েছে আরও বেশি।

কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০০৮-০৯ অর্থবছরে দেশে খাদ্যশস্য (চাল, গম ও ভুট্টা) উৎপাদনের মোট পরিমাণ ছিল ৩ কোটি ২৮ লাখ ৯৬ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৪ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার টনে। ১৫ বছরের ব্যবধানে উৎপাদন হচ্ছে ভুট্টা প্রায় ৯ গুণ, আলু দ্বিগুণ, ডাল ৪ গুণ, তেলবীজ আড়াই গুণ ও সবজি ৮ গুণ।

উৎপাদনে সাফল্য অর্জন করলেও বাড়তি দামের কারণে ভোক্তাদের কষ্টের শেষ নেই। বিশেষ করে, দেশের নিম্ন আয়ের মানুষের কষ্ট অনেক বেড়েছে। ২০০৯ সালে দেশে সরু চালের দাম ছিল প্রতি কেজি ৩৫-৩৭ টাকা। বর্তমানে তা ৭০-৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ২০০৯ সালে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৩০-৪০ টাকা। বর্তমানে তা ৮০-১০০ টাকা। এভাবে প্রতিটি পণ্যের দামই বাড়তি।

এমন পরিস্থিতিতে আজ ১৬ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হবে।

কৃষি মন্ত্রণালয় জানায়, ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে আছে বাংলাদেশ। ধান, সবজি ও পেঁয়াজ উৎপাদনে তৃতীয়, পাট উৎপাদনে দ্বিতীয়, চা উৎপাদনে চতুর্থ এবং আলু ও আম উৎপাদনে সপ্তম। ২০০৮-০৯ অর্থবছরে গম উৎপাদন ছিল ৮ লাখ ৪৯ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে হয় ১১ লাখ ৭০ হাজার টন। ভুট্টা ছিল ৭ লাখ টন, এখন ৬৪ লাখ টন। আলু ৫ লাখ টন থেকে বেড়ে ১ কোটি ৪ লাখ টন, সবজি ৩০ লাখ টন থেকে বেড়ে ২ কোটি ২০ লাখ টনে দাঁড়িয়েছে।

সরকারের দাবি, গবেষণায় বিনিয়োগ বাড়ানোয় নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। উচ্চফলনশীল ও প্রতিকূলতাসহিষ্ণু নতুন জাত উদ্ভাবন ও প্রবর্তনের ফলে খাদ্যশস্য, সবজি ও ফল উৎপাদনে বৈচিত্র্য এসেছে। পাশাপাশি ন্যায্যমূল্যে কৃষি উপকরণ বিতরণ করায় ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়ছে। তবে ক্যাব বলছে, দেশে পণ্যের দাম যে হারে বেড়েছে, সে হারে মানুষের আয় বাড়েনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত