সম্পাদকীয়
কালনী নদীর পশ্চিম পারে শাহ আবদুল করিমের বাড়ি। তিনি তখন অসুস্থ। বয়স হয়েছে। সবকিছু মনে রাখতে পারছেন না। এই মুহূর্তে যা জিজ্ঞেস করছেন, পর মুহূর্তেই তা ভুলে যাচ্ছেন।
এ রকম একটি দিনে সেই ঘাটে একটা মাঝারি আকারের ইঞ্জিনচালিত নৌকা ভিড়ল। নৌকা থেকেই দেখা গেল কুঞ্জাকৃতির চৌচালা ঘরটি। সাধারণত এ ধরনের ঘর গ্রামাঞ্চলে খুব কম। বাউলপুত্র নূরজালাল এসে অতিথিদের বরণ করে নিলেন।
গ্রামের নাম উজান ধল। চৌচালা বাড়িটির সামনে অনেকটা খালি জায়গা। ঘরটির পশ্চিমে শাহ আবদুল করিমের স্ত্রী সরলার সমাধি।অতিথিরা বাউলের ঘরে ঢুকলেন। সমস্বরে অভিবাদন জানালেন। দীর্ঘদেহী বাউলসম্রাটের চেহারা ভাবলেশহীন। ডায়রিয়ায় ভুগেছেন, শরীর খুব দুর্বল তাঁর। কথা বলেন খুব কম। বাউলের বিছানায় তাঁর পাশে বসলেন মি. হান্নান।
টেবিলের ওপর রাখা হলো ধল বাজারের খাঁটি ছানার মিষ্টি আর দুধ।
বাউলসম্রাটকে ড. ফাত্তাহ জিজ্ঞেস করলেন, ‘আমাকে চিনতে পারছেন?’
বাউলসম্রাট বললেন, ‘আপনাকে সবার আগে চিনতে পেরেছি।’
জামান সাহেব বললেন, ‘বলেন তো, আমি কে?’
তাঁকে থামিয়ে দিলেন হান্নান সাহেব। বললেন, ‘পরীক্ষা নেবেন না। পরীক্ষা নিলে আমিও ফেল করব।’
বাউলসম্রাটের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে।
কুঞ্জাকৃতি ঘরটায় শুরু হলো বাউলের গান। ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম...’। আরও কত গান।
হঠাৎ গানের মাঝখানে উঠে গেলেন বাউলসম্রাট। এর পাঁচ মিনিট পর তিনি ছেলের ঘরে এসে বসলেন। বললেন, ‘সিলেট থেকে যাঁদের আসার কথা, তাঁরা আসলেন না কেন?’
নূরজালাল বললেন, ‘তুমি তো তাঁদের সঙ্গে ও ঘরে বসে গান শুনছিলে! তুমি তো হঠাৎ করে এ ঘরে চলে এলে।’
বাউল তখনই উঠে দাঁড়িয়ে বললেন, ‘তাহলে তো আমার ও ঘরে যাওয়া প্রয়োজন।’
সূত্র: সুমনকুমার দাশ সম্পাদিত শাহ আবদুল করিম সংবর্ধন-গ্রন্থ, পৃষ্ঠা ৭৯-৮০
কালনী নদীর পশ্চিম পারে শাহ আবদুল করিমের বাড়ি। তিনি তখন অসুস্থ। বয়স হয়েছে। সবকিছু মনে রাখতে পারছেন না। এই মুহূর্তে যা জিজ্ঞেস করছেন, পর মুহূর্তেই তা ভুলে যাচ্ছেন।
এ রকম একটি দিনে সেই ঘাটে একটা মাঝারি আকারের ইঞ্জিনচালিত নৌকা ভিড়ল। নৌকা থেকেই দেখা গেল কুঞ্জাকৃতির চৌচালা ঘরটি। সাধারণত এ ধরনের ঘর গ্রামাঞ্চলে খুব কম। বাউলপুত্র নূরজালাল এসে অতিথিদের বরণ করে নিলেন।
গ্রামের নাম উজান ধল। চৌচালা বাড়িটির সামনে অনেকটা খালি জায়গা। ঘরটির পশ্চিমে শাহ আবদুল করিমের স্ত্রী সরলার সমাধি।অতিথিরা বাউলের ঘরে ঢুকলেন। সমস্বরে অভিবাদন জানালেন। দীর্ঘদেহী বাউলসম্রাটের চেহারা ভাবলেশহীন। ডায়রিয়ায় ভুগেছেন, শরীর খুব দুর্বল তাঁর। কথা বলেন খুব কম। বাউলের বিছানায় তাঁর পাশে বসলেন মি. হান্নান।
টেবিলের ওপর রাখা হলো ধল বাজারের খাঁটি ছানার মিষ্টি আর দুধ।
বাউলসম্রাটকে ড. ফাত্তাহ জিজ্ঞেস করলেন, ‘আমাকে চিনতে পারছেন?’
বাউলসম্রাট বললেন, ‘আপনাকে সবার আগে চিনতে পেরেছি।’
জামান সাহেব বললেন, ‘বলেন তো, আমি কে?’
তাঁকে থামিয়ে দিলেন হান্নান সাহেব। বললেন, ‘পরীক্ষা নেবেন না। পরীক্ষা নিলে আমিও ফেল করব।’
বাউলসম্রাটের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে।
কুঞ্জাকৃতি ঘরটায় শুরু হলো বাউলের গান। ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম...’। আরও কত গান।
হঠাৎ গানের মাঝখানে উঠে গেলেন বাউলসম্রাট। এর পাঁচ মিনিট পর তিনি ছেলের ঘরে এসে বসলেন। বললেন, ‘সিলেট থেকে যাঁদের আসার কথা, তাঁরা আসলেন না কেন?’
নূরজালাল বললেন, ‘তুমি তো তাঁদের সঙ্গে ও ঘরে বসে গান শুনছিলে! তুমি তো হঠাৎ করে এ ঘরে চলে এলে।’
বাউল তখনই উঠে দাঁড়িয়ে বললেন, ‘তাহলে তো আমার ও ঘরে যাওয়া প্রয়োজন।’
সূত্র: সুমনকুমার দাশ সম্পাদিত শাহ আবদুল করিম সংবর্ধন-গ্রন্থ, পৃষ্ঠা ৭৯-৮০
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে