মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ ভুট্টার চাষ আশা করা হচ্ছে। অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকেছেন উপজেলার কৃষক। এবার ভুট্টার বাম্পার ফলন হবে বলে আশা করছেন তাঁরা। আবহাওয়া অনুকূল থাকলে গত বছরের তুলনায় এবার ৬০ মেট্রিক টন বেশি উৎপাদন হবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৪০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এতে ফলন ধরা হয়েছে ৪০০ মেট্রিক টন। প্রতি হেক্টরে গড়ে প্রায় ১০ টন ফলনের সম্ভাবনা আছে। এ ছাড়া এবার প্যাসিফিক-১১ ও পাইওনিয়ার-৯২ জাতের ভুট্টার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরও মাটিরাঙ্গায় ৪০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছিল। এতে উৎপাদন ধরা হয়েছিল ৩৪০ মেট্রিক টন। প্রতি হেক্টরে গড় ফলন পাওয়া যায় সাড়ে আট মেট্রিক টন। গত বছরের তুলনায় এবার উৎপাদন ৬০ মেট্রিক টন বেশি ধরা হয়েছে।
উপজেলার সদর, বেলছড়ি ও গোমতী ইউনিয়নে ভুট্টার সবচেয়ে বেশি আবাদ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আড়াই শ কৃষককে বিনা মূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন খরচ ২ লাখ ৫০ হাজার টাকা ও বিক্রয়মূল্য ৪ লাখ টাকা ধরা হয়েছে। লাভ ধরা হয়েছে হেক্টরপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা।
গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকার চাষি মো. শহিদুল ইসলাম বলেন, ‘প্রতিবছর ধানের দরপতনে কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। তবে অল্প খরচে লাভজনক হওয়ায়, বিকল্প হিসেবে অন্য ফসলের পাশাপাশি ভুট্টা চাষে ঝুঁকেছি।’
গড়গড়িয়া গ্রামের বেলাল হোসেন বলেন, আবহাওয়া অনুকূল থাকলে বাম্পার ফলন হবে। বাজারে এখন প্রতি মণ ভুট্টা ৬৮০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
সদর ইউনিয়নের ধলিয়া এলাকার নগেন্দ্র ত্রিপুরা বলেন, ‘গত বছর এক বিঘা জমিতে ভুট্টার চাষ করেছিলাম। এবার দুই বিঘায় চাষ করেছি। ভুট্টা চাষে সার কম লাগে। এ ছাড়া সেচ, কীটনাশক ও নিড়ানি লাগে না। কিছুদিন পর ভুট্টা সংগ্রহ ও বিক্রয় শুরু হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত জানান, কম খরচে বেশি লাভের আশায় কৃষকেরা অধিক ফলনশীল ভুট্টা চাষ করছেন। আবহাওয়া অনুকূল থাকলে গত বছরের তুলনায় এবার ভালো ফলন হবে। পুষ্টিসমৃদ্ধ দানাদারজাতীয় এই ভুট্টা চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আড়াই শ কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে। এ ছাড়া ভুট্টার রোগবালাই দমনে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ ভুট্টার চাষ আশা করা হচ্ছে। অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকেছেন উপজেলার কৃষক। এবার ভুট্টার বাম্পার ফলন হবে বলে আশা করছেন তাঁরা। আবহাওয়া অনুকূল থাকলে গত বছরের তুলনায় এবার ৬০ মেট্রিক টন বেশি উৎপাদন হবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৪০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এতে ফলন ধরা হয়েছে ৪০০ মেট্রিক টন। প্রতি হেক্টরে গড়ে প্রায় ১০ টন ফলনের সম্ভাবনা আছে। এ ছাড়া এবার প্যাসিফিক-১১ ও পাইওনিয়ার-৯২ জাতের ভুট্টার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরও মাটিরাঙ্গায় ৪০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছিল। এতে উৎপাদন ধরা হয়েছিল ৩৪০ মেট্রিক টন। প্রতি হেক্টরে গড় ফলন পাওয়া যায় সাড়ে আট মেট্রিক টন। গত বছরের তুলনায় এবার উৎপাদন ৬০ মেট্রিক টন বেশি ধরা হয়েছে।
উপজেলার সদর, বেলছড়ি ও গোমতী ইউনিয়নে ভুট্টার সবচেয়ে বেশি আবাদ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আড়াই শ কৃষককে বিনা মূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন খরচ ২ লাখ ৫০ হাজার টাকা ও বিক্রয়মূল্য ৪ লাখ টাকা ধরা হয়েছে। লাভ ধরা হয়েছে হেক্টরপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা।
গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকার চাষি মো. শহিদুল ইসলাম বলেন, ‘প্রতিবছর ধানের দরপতনে কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। তবে অল্প খরচে লাভজনক হওয়ায়, বিকল্প হিসেবে অন্য ফসলের পাশাপাশি ভুট্টা চাষে ঝুঁকেছি।’
গড়গড়িয়া গ্রামের বেলাল হোসেন বলেন, আবহাওয়া অনুকূল থাকলে বাম্পার ফলন হবে। বাজারে এখন প্রতি মণ ভুট্টা ৬৮০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
সদর ইউনিয়নের ধলিয়া এলাকার নগেন্দ্র ত্রিপুরা বলেন, ‘গত বছর এক বিঘা জমিতে ভুট্টার চাষ করেছিলাম। এবার দুই বিঘায় চাষ করেছি। ভুট্টা চাষে সার কম লাগে। এ ছাড়া সেচ, কীটনাশক ও নিড়ানি লাগে না। কিছুদিন পর ভুট্টা সংগ্রহ ও বিক্রয় শুরু হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত জানান, কম খরচে বেশি লাভের আশায় কৃষকেরা অধিক ফলনশীল ভুট্টা চাষ করছেন। আবহাওয়া অনুকূল থাকলে গত বছরের তুলনায় এবার ভালো ফলন হবে। পুষ্টিসমৃদ্ধ দানাদারজাতীয় এই ভুট্টা চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আড়াই শ কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে। এ ছাড়া ভুট্টার রোগবালাই দমনে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে