সেলিনা পারভীন
সুমনের বয়স তখন আট। ছোট্ট ছেলে। ছোট্ট হলে কী হবে, সে বয়সেই ওকে শুনতে হচ্ছে গুলির শব্দ, কামানের হুংকার।
মায়ের সঙ্গে সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডে থাকত সুমন। মা সেলিনা পারভীনের সংগ্রামী জীবন। তখন ‘শিলালিপি’ পত্রিকার সম্পাদক। আগে কাজ করেছেন ‘ললনায়’। তাঁর পত্রিকায় লিখতেন প্রখ্যাত বুদ্ধিজীবীরা। ১৯৭১ সালের ডিসেম্বরের শীতের রাত। শীতকাতুরে সেলিনা পারভীন শীতের দিনে মোজা আর স্কার্ফ ব্যবহার করতেন। ১৩ ডিসেম্বরও তিনি শীতের মধ্যে মোজা আর স্কার্ফ পরেছিলেন।
সেদিন শীতের সকালে উজির মামার সঙ্গে সুমন বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছিল। সেলিনা পারভীন তেল মাখিয়ে দিলেন ছোট্ট সুমনের শরীরে। ছাদের রোদে একটু খেলবে সুমন। তারপর মা ওকে নিয়ে যাবেন গোসল করাতে। ঢাকা শহরে তখন কারফিউ। যুদ্ধ তখন শেষের পথে।
একটা গাড়ি অদূরে খান আতার বাড়ির সামনে দাঁড়াল। ফিয়াট মাইক্রোবাস। দেয়ালের ফাঁক দিয়ে তাঁরা তিনজন গাড়িখানা দেখলেন। তারপর সুমন মায়ের সঙ্গে গোসল করতে গেল।
এরপর আবার গাড়ির শব্দ। এবার গাড়ি থামল সেলিনা পারভীনদের বাড়ির সামনে। ছাদে দাঁড়িয়ে দেয়ালের ফাঁক দিয়ে তাঁরা দেখলেন, কয়েকজন একই রঙের পোশাক পরা ও রুমালে মুখ ঢাকা মানুষ তাঁদের বাড়ির কলাপসিবল গেটের কড়া নাড়ছে। পাশের ফ্ল্যাটের এক ভদ্রলোক দরজা খুলে দেন। ওরা তাঁকে জিজ্ঞেস করে, ‘সেলিনা পারভীন কোথায় থাকে?’
ভদ্রলোক সেলিনা পারভীনের ফ্ল্যাটটি দেখিয়ে দেন। কড়া নাড়লে সেলিনা পারভীন দরজা খুলে দেন। সুমন দাঁড়ায় মায়ের কোল ঘেঁষে। সেলিনাকে তাদের সঙ্গে যেতে বলে লোকগুলো। সেলিনার কোমরে একটা গামছা ছিল, সেটা দিয়ে ওরা তাঁর চোখ বাঁধল। তারপর নিয়ে গেল অজানার উদ্দেশ্যে।
ছোট সুমন বুঝতে পারল না, কী হয়েছে। শুধু বিজয়ের উল্লাস যখন সবার অবয়বে, তখন রায়েরবাজারে পাওয়া যায় সেলিনা পারভীনের লাশ, ১৮ ডিসেম্বরে। ওই মোজা আর স্কার্ফ দেখেই তাঁকে শনাক্ত করা হয়।
সূত্র: গুণীজনওআরজিডটবিডি
সুমনের বয়স তখন আট। ছোট্ট ছেলে। ছোট্ট হলে কী হবে, সে বয়সেই ওকে শুনতে হচ্ছে গুলির শব্দ, কামানের হুংকার।
মায়ের সঙ্গে সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডে থাকত সুমন। মা সেলিনা পারভীনের সংগ্রামী জীবন। তখন ‘শিলালিপি’ পত্রিকার সম্পাদক। আগে কাজ করেছেন ‘ললনায়’। তাঁর পত্রিকায় লিখতেন প্রখ্যাত বুদ্ধিজীবীরা। ১৯৭১ সালের ডিসেম্বরের শীতের রাত। শীতকাতুরে সেলিনা পারভীন শীতের দিনে মোজা আর স্কার্ফ ব্যবহার করতেন। ১৩ ডিসেম্বরও তিনি শীতের মধ্যে মোজা আর স্কার্ফ পরেছিলেন।
সেদিন শীতের সকালে উজির মামার সঙ্গে সুমন বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছিল। সেলিনা পারভীন তেল মাখিয়ে দিলেন ছোট্ট সুমনের শরীরে। ছাদের রোদে একটু খেলবে সুমন। তারপর মা ওকে নিয়ে যাবেন গোসল করাতে। ঢাকা শহরে তখন কারফিউ। যুদ্ধ তখন শেষের পথে।
একটা গাড়ি অদূরে খান আতার বাড়ির সামনে দাঁড়াল। ফিয়াট মাইক্রোবাস। দেয়ালের ফাঁক দিয়ে তাঁরা তিনজন গাড়িখানা দেখলেন। তারপর সুমন মায়ের সঙ্গে গোসল করতে গেল।
এরপর আবার গাড়ির শব্দ। এবার গাড়ি থামল সেলিনা পারভীনদের বাড়ির সামনে। ছাদে দাঁড়িয়ে দেয়ালের ফাঁক দিয়ে তাঁরা দেখলেন, কয়েকজন একই রঙের পোশাক পরা ও রুমালে মুখ ঢাকা মানুষ তাঁদের বাড়ির কলাপসিবল গেটের কড়া নাড়ছে। পাশের ফ্ল্যাটের এক ভদ্রলোক দরজা খুলে দেন। ওরা তাঁকে জিজ্ঞেস করে, ‘সেলিনা পারভীন কোথায় থাকে?’
ভদ্রলোক সেলিনা পারভীনের ফ্ল্যাটটি দেখিয়ে দেন। কড়া নাড়লে সেলিনা পারভীন দরজা খুলে দেন। সুমন দাঁড়ায় মায়ের কোল ঘেঁষে। সেলিনাকে তাদের সঙ্গে যেতে বলে লোকগুলো। সেলিনার কোমরে একটা গামছা ছিল, সেটা দিয়ে ওরা তাঁর চোখ বাঁধল। তারপর নিয়ে গেল অজানার উদ্দেশ্যে।
ছোট সুমন বুঝতে পারল না, কী হয়েছে। শুধু বিজয়ের উল্লাস যখন সবার অবয়বে, তখন রায়েরবাজারে পাওয়া যায় সেলিনা পারভীনের লাশ, ১৮ ডিসেম্বরে। ওই মোজা আর স্কার্ফ দেখেই তাঁকে শনাক্ত করা হয়।
সূত্র: গুণীজনওআরজিডটবিডি
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে