সম্পাদকীয়
একটা দারুণ ব্যাপার ঘটতে ঘটতেও ঘটল না। ব্যাপারটা দারুণ! আর একটু হলেই একজন সুবিখ্যাত কণ্ঠশিল্পীর জীবন বদলে যেত। একেবারে শেষ মুহূর্তে এসে বেঁকে না বসলে তিনি হয়তো হতেন বিখ্যাত নায়ক।
কাণ্ডটা ঘটাচ্ছিলেন কবি প্রেমেন্দ্র মিত্র। ঘটনাটি ১৯৩৪ বা ১৯৩৫ সালের দিকে। তখনো ব্রিটিশ আমল। একটি নম্র-ভদ্র ছেলে তখন প্রেমেন্দ্র মিত্রের বাড়িতে আসত। পাশের কারও বাড়ি থেকে নিয়ে আসা হারমোনিয়ামে তার গানও শুনেছেন তিনি। মিষ্টি গলা। একজন স্বনামধন্য গায়কের গানের ধরনে গান গাইত সে ছেলে। নিজের মতো হয়ে ওঠেনি তখনো।
প্রেমেন্দ্র মিত্র তখন কবিতা-গল্প-উপন্যাস থেকে ধীরে ধীরে চলচ্চিত্রের দিকে ঝুঁকছেন। দেবদত্ত ফিল্মস নামে একটি স্টুডিও তখন স্থাপিত হয়েছে তাঁর বাড়ির কাছেই। সে স্টুডিও স্মরণীয় হয়ে আছে ‘পথ ভুলে’, ‘গ্রহের ফের’, ‘গোরা’র মতো ছবি প্রযোজনা করে।
যে ছেলেটির কথা বলা হচ্ছে, সেই দীর্ঘাঙ্গি, চেহারাও তার নায়ক হওয়ার মতো। তাকেই একদিন তিনি নিয়ে গেলেন সেই স্টুডিওতে। ভয়েস টেস্ট হলো, ক্যামেরা টেস্ট হলো। দুটোতেই পাস। ছেলেটি একটু রোগাটে বটে, কিন্তু কণ্ঠ আর চেহারা দিয়েই সে মুশকিল আসান করে দিল। স্টুডিওর কর্তাব্যক্তিরা ছেলেটাকে নায়ক হিসেবে নামাতে আপত্তি জানালেন না। যে পরিচালকের ছবি, তিনিও খুঁজছিলেন নতুন মুখ। সুতরাং ছেলেটির জন্য নায়ক হওয়ার সব পথ একেবারে খোলা। ছবিতে অভিনয় করলেই সে ছেলে হয়ে উঠতে পারত বাংলা সিনেমার নায়ক।
কিন্তু সে ঘটনা ঘটল না। বাইরে থেকে কেউ ওকে নিয়ে ষড়যন্ত্র করেনি। বেঁকে বসল সেই ছেলেই। অগ্রজ হিসেবে প্রেমেন্দ্র মিত্রের অনুরোধ ঠেলতে না পেরেই স্টুডিওতে পরীক্ষা দিয়েছে। কিন্তু নিজের মতো করে সরে দাঁড়িয়েছে। এরপর প্রেমেন্দ্র মিত্রের চোখের সামনে আসেনি অনেক দিন।
ছেলেটি কিছুদিন পর থেকেই সংগীতজগতে নাম লেখাল এবং একসময় হয়ে উঠল সুরের জাদুকর।
নাম তাঁর হেমন্ত মুখোপাধ্যায়।
সূত্র: প্রেমেন্দ্র মিত্র, স্মৃতিকথা ও অন্যান্য, পৃষ্ঠা ২৫৬-২৫৭
একটা দারুণ ব্যাপার ঘটতে ঘটতেও ঘটল না। ব্যাপারটা দারুণ! আর একটু হলেই একজন সুবিখ্যাত কণ্ঠশিল্পীর জীবন বদলে যেত। একেবারে শেষ মুহূর্তে এসে বেঁকে না বসলে তিনি হয়তো হতেন বিখ্যাত নায়ক।
কাণ্ডটা ঘটাচ্ছিলেন কবি প্রেমেন্দ্র মিত্র। ঘটনাটি ১৯৩৪ বা ১৯৩৫ সালের দিকে। তখনো ব্রিটিশ আমল। একটি নম্র-ভদ্র ছেলে তখন প্রেমেন্দ্র মিত্রের বাড়িতে আসত। পাশের কারও বাড়ি থেকে নিয়ে আসা হারমোনিয়ামে তার গানও শুনেছেন তিনি। মিষ্টি গলা। একজন স্বনামধন্য গায়কের গানের ধরনে গান গাইত সে ছেলে। নিজের মতো হয়ে ওঠেনি তখনো।
প্রেমেন্দ্র মিত্র তখন কবিতা-গল্প-উপন্যাস থেকে ধীরে ধীরে চলচ্চিত্রের দিকে ঝুঁকছেন। দেবদত্ত ফিল্মস নামে একটি স্টুডিও তখন স্থাপিত হয়েছে তাঁর বাড়ির কাছেই। সে স্টুডিও স্মরণীয় হয়ে আছে ‘পথ ভুলে’, ‘গ্রহের ফের’, ‘গোরা’র মতো ছবি প্রযোজনা করে।
যে ছেলেটির কথা বলা হচ্ছে, সেই দীর্ঘাঙ্গি, চেহারাও তার নায়ক হওয়ার মতো। তাকেই একদিন তিনি নিয়ে গেলেন সেই স্টুডিওতে। ভয়েস টেস্ট হলো, ক্যামেরা টেস্ট হলো। দুটোতেই পাস। ছেলেটি একটু রোগাটে বটে, কিন্তু কণ্ঠ আর চেহারা দিয়েই সে মুশকিল আসান করে দিল। স্টুডিওর কর্তাব্যক্তিরা ছেলেটাকে নায়ক হিসেবে নামাতে আপত্তি জানালেন না। যে পরিচালকের ছবি, তিনিও খুঁজছিলেন নতুন মুখ। সুতরাং ছেলেটির জন্য নায়ক হওয়ার সব পথ একেবারে খোলা। ছবিতে অভিনয় করলেই সে ছেলে হয়ে উঠতে পারত বাংলা সিনেমার নায়ক।
কিন্তু সে ঘটনা ঘটল না। বাইরে থেকে কেউ ওকে নিয়ে ষড়যন্ত্র করেনি। বেঁকে বসল সেই ছেলেই। অগ্রজ হিসেবে প্রেমেন্দ্র মিত্রের অনুরোধ ঠেলতে না পেরেই স্টুডিওতে পরীক্ষা দিয়েছে। কিন্তু নিজের মতো করে সরে দাঁড়িয়েছে। এরপর প্রেমেন্দ্র মিত্রের চোখের সামনে আসেনি অনেক দিন।
ছেলেটি কিছুদিন পর থেকেই সংগীতজগতে নাম লেখাল এবং একসময় হয়ে উঠল সুরের জাদুকর।
নাম তাঁর হেমন্ত মুখোপাধ্যায়।
সূত্র: প্রেমেন্দ্র মিত্র, স্মৃতিকথা ও অন্যান্য, পৃষ্ঠা ২৫৬-২৫৭
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে