মৌলভীবাজার প্রতিনিধি
বাসায় কয়েকজন বন্ধুকে নিয়ে ইফতার করবেন জুয়েল আহমদ। এসেছেন কোর্ট রোডের টিসি মার্কেটে লেবু কিনতে। তবে দোকানে গিয়ে তাঁর চোখ ছানাবড়া। এক জোড়া জারা লেবুর দাম ১০০ টাকা। শুনে কিংকর্তব্যবিমূঢ় তিনি। পরে দুই হালি কাগজি লেবু ৬০ টাকায় কিনে রওনা দেন বাসার উদ্দেশে। আক্ষেপ করে জুয়েল বলেন, ‘আমাদের এলাকায় এত লেবুবাগান হওয়ার পরও দাম এত চড়া!’
শুধু জুয়েল আহমদই নন, মৌলভীবাজারের বিভিন্ন বাজারে ক্রেতাদের মাথায় একই ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লেবুর বাজারে এমন অস্থিরতায় ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় রয়েছে কয়েক হাজার লেবু বাগান। তা সত্ত্বেও চড়া লেবুর দাম। জেলার বিভিন্ন বাজারে এক জোড়া জারা লেবু ১০০ টাকা, কাগজি ২০ থেকে ৬০ টাকা হালি এবং চায়না লেবুর হালি ৪০ থেকে ৮০ টাকা। নিজের এলাকায় চাষ হওয়ার পরও লেবুর এত দাম দেখে অনেকেই লেবু না কিনে ফিরছেন বাড়ি, প্রকাশ করছেন ক্ষোভও। সম্প্রতি ভোক্তা অধিকার অধিদপ্তর পাইকারি বাজার অভিযান পরিচালনা করে জরিমানা করার পরও কমছে না দাম-এমনটাই অভিযোগ সচেতন নাগরিক ও ক্রেতাদের।
গতকাল দুপুরে মৌলভীবাজার জেলা শহরের পশ্চিমবাজার, শমসেরনগর রোড, কোর্ট রোডের টিসি মার্কেট ও চাঁদনীঘাটের কাঁচাবাজার ঘুরে লেবুর চড়া দাম দেখা গেছে। আকারভেদে খুচরা বাজারে কাগজি লেবুর হালি ২০ থেকে ৬০ টাকা এবং চায়না লেবু ৪০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সেখানে কেবল জারা লেবুর জোড়াতেই ১০০ থেকে ১১০ টাকা দাম হাঁকা হচ্ছে।
লেবু বিক্রেতা রুহেল মিয়া বলেন, আগে বড় সাইজের ১০০ জারা লেবু ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় কিনতেন। এখন মাঝারি সাইজের প্রতিটি লেবু ৪২ থেকে ৪৫ টাকায় কিনতে হচ্ছে। তিনি আরও বলেন, ‘দাম বাড়ায় এখন ৫০ থেকে ৬০টি জারা লেবু আনি। চাহিদা থাকলেও দাম বেশি হওয়ায় ক্রেতারা কম কেনেন।’ লেবুর বাজারে হঠাৎ করে অস্থিরতার বিষয়ে জানতে চাইলে ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, ‘প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি ভোক্তা অধিকার নিশ্চিত করার জন্য। পুনরায় অভিযান চালাব, যেন নিত্যপণ্যের দাম সহনশীল রাখা যায়।’
বাসায় কয়েকজন বন্ধুকে নিয়ে ইফতার করবেন জুয়েল আহমদ। এসেছেন কোর্ট রোডের টিসি মার্কেটে লেবু কিনতে। তবে দোকানে গিয়ে তাঁর চোখ ছানাবড়া। এক জোড়া জারা লেবুর দাম ১০০ টাকা। শুনে কিংকর্তব্যবিমূঢ় তিনি। পরে দুই হালি কাগজি লেবু ৬০ টাকায় কিনে রওনা দেন বাসার উদ্দেশে। আক্ষেপ করে জুয়েল বলেন, ‘আমাদের এলাকায় এত লেবুবাগান হওয়ার পরও দাম এত চড়া!’
শুধু জুয়েল আহমদই নন, মৌলভীবাজারের বিভিন্ন বাজারে ক্রেতাদের মাথায় একই ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লেবুর বাজারে এমন অস্থিরতায় ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় রয়েছে কয়েক হাজার লেবু বাগান। তা সত্ত্বেও চড়া লেবুর দাম। জেলার বিভিন্ন বাজারে এক জোড়া জারা লেবু ১০০ টাকা, কাগজি ২০ থেকে ৬০ টাকা হালি এবং চায়না লেবুর হালি ৪০ থেকে ৮০ টাকা। নিজের এলাকায় চাষ হওয়ার পরও লেবুর এত দাম দেখে অনেকেই লেবু না কিনে ফিরছেন বাড়ি, প্রকাশ করছেন ক্ষোভও। সম্প্রতি ভোক্তা অধিকার অধিদপ্তর পাইকারি বাজার অভিযান পরিচালনা করে জরিমানা করার পরও কমছে না দাম-এমনটাই অভিযোগ সচেতন নাগরিক ও ক্রেতাদের।
গতকাল দুপুরে মৌলভীবাজার জেলা শহরের পশ্চিমবাজার, শমসেরনগর রোড, কোর্ট রোডের টিসি মার্কেট ও চাঁদনীঘাটের কাঁচাবাজার ঘুরে লেবুর চড়া দাম দেখা গেছে। আকারভেদে খুচরা বাজারে কাগজি লেবুর হালি ২০ থেকে ৬০ টাকা এবং চায়না লেবু ৪০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সেখানে কেবল জারা লেবুর জোড়াতেই ১০০ থেকে ১১০ টাকা দাম হাঁকা হচ্ছে।
লেবু বিক্রেতা রুহেল মিয়া বলেন, আগে বড় সাইজের ১০০ জারা লেবু ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় কিনতেন। এখন মাঝারি সাইজের প্রতিটি লেবু ৪২ থেকে ৪৫ টাকায় কিনতে হচ্ছে। তিনি আরও বলেন, ‘দাম বাড়ায় এখন ৫০ থেকে ৬০টি জারা লেবু আনি। চাহিদা থাকলেও দাম বেশি হওয়ায় ক্রেতারা কম কেনেন।’ লেবুর বাজারে হঠাৎ করে অস্থিরতার বিষয়ে জানতে চাইলে ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, ‘প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি ভোক্তা অধিকার নিশ্চিত করার জন্য। পুনরায় অভিযান চালাব, যেন নিত্যপণ্যের দাম সহনশীল রাখা যায়।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪