মিন্টু মিয়া, নান্দাইল
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নান্দাইলের ১৩ টির মধ্যে ১১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। এসব ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১১ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে দলীয় মনোনয়ন না পেয়ে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ২৫ জন। এমনকি একটি ইউপিতেই বিদ্রোহী প্রার্থী হয়েছেন ৭ জন।
উপজেলা নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, ১১ ইউপির নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ২৫ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। প্রায় প্রতিটি ইউপিতেই নৌকার বিপক্ষে শক্তিশালী চেয়ারম্যান প্রার্থী রয়েছে। তাদের মধ্যে মোছা. তাছলিমা আক্তার শিউলির বিপক্ষে বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেমপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম।
দলীয় সূত্র আরও জানায়, নান্দাইল ইউপিতে আনোয়ারুল হকের বিপক্ষে বিদ্রোহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী ও সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল। চন্ডিপাশা ইউপিতে ইফতেকার হোসেন খুররমের বিপক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া।
গাঙ্গাইল ইউপিতে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নয়ন ও নুরুল ইসলাম। রাজগাতী ইউপিতে আব্দুল রউফ বাবলুর বিপক্ষে বিদ্রোহী আওয়ামী লীগ নেতা ইফতেকার মোমতাজ খোকন ও আবুল হাসেম খান। মুসুল্লি ইউপিতে ইফতেকার হোসেন বিপ্লবের বিপক্ষে বিদ্রোহী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মাস্টার।
সিংরইল ইউপিতে মো. ছাইদুল ইসলামের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী মোট ৭ জন। বিদ্রোহীদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম ফিরোজ, সাবেক ইউপি সদস্য সুনু মিয়া, আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম, মো. জামাল উদ্দিন, মো. এরশাদ মিয়া ও ওমর ফারুক।
সিংরইল ইউনিয়নের ভোটার মতিউর রহমান মানিক বলেন, ‘এক ইউপিতে এত বেশি প্রতিদ্বন্দ্বি থাকার কারণ হিসেবে আমি দলীয় প্রতীকে নির্বাচন হওয়াকে দায়ী করব। অনেকে রাজনীতিতে আসে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য। যখন তাঁরা দলীয় মনোনয়ন বঞ্চিত হন, তখন দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হচ্ছেন।’
আচারগাঁও ইউপিতে এ. কে. এম মোফাজ্জল হোসেনের বিপক্ষে বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ও মো. আব্দুল খালেক মিয়া। শেরপুর ইউপিতে মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিল্টনের বিপক্ষে বিদ্রোহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী ও কৃষক লীগ নেতা বজলুর রহমান বজলু।
খারুয়া ইউপিতে কামরুল হাসনাত ভূঁইয়া মিন্টুর বিপক্ষে বিদ্রোহী আওয়ামী লীগ নেতা সোহরাব উদ্দিন, সাবেক সদস্য আব্দুস সাত্তার ও রাজু আহম্মেদ ওয়াজিদ। জাহাঙ্গীপুর ইউপিতে কামাল উদ্দিন মণ্ডলের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান হুমায়ুন মাস্টার।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের একাধিক জানান, ১১টি ইউপিতে নৌকার বিপক্ষে শক্তিশালী বিদ্রোহী রয়েছেন। তাঁদের কারণে দলীয় মনোনীত প্রার্থীরা বেকায়দায় পড়েছেন। যারা বিদ্রোহী হয়েছেন, তাঁরা সবাই নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ ব্যাপারে দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন বলে জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরাফ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘যারা আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে নির্বাচন করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘নির্বাচনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আচরণবিধি মেনে চলার ব্যাপারে ১১টি ইউপিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এ পর্যন্ত আমাদের কাছে কোনো প্রার্থী অভিযোগ করেননি।’
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নান্দাইলের ১৩ টির মধ্যে ১১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। এসব ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১১ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে দলীয় মনোনয়ন না পেয়ে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ২৫ জন। এমনকি একটি ইউপিতেই বিদ্রোহী প্রার্থী হয়েছেন ৭ জন।
উপজেলা নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, ১১ ইউপির নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ২৫ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। প্রায় প্রতিটি ইউপিতেই নৌকার বিপক্ষে শক্তিশালী চেয়ারম্যান প্রার্থী রয়েছে। তাদের মধ্যে মোছা. তাছলিমা আক্তার শিউলির বিপক্ষে বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেমপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম।
দলীয় সূত্র আরও জানায়, নান্দাইল ইউপিতে আনোয়ারুল হকের বিপক্ষে বিদ্রোহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী ও সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল। চন্ডিপাশা ইউপিতে ইফতেকার হোসেন খুররমের বিপক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া।
গাঙ্গাইল ইউপিতে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নয়ন ও নুরুল ইসলাম। রাজগাতী ইউপিতে আব্দুল রউফ বাবলুর বিপক্ষে বিদ্রোহী আওয়ামী লীগ নেতা ইফতেকার মোমতাজ খোকন ও আবুল হাসেম খান। মুসুল্লি ইউপিতে ইফতেকার হোসেন বিপ্লবের বিপক্ষে বিদ্রোহী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মাস্টার।
সিংরইল ইউপিতে মো. ছাইদুল ইসলামের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী মোট ৭ জন। বিদ্রোহীদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম ফিরোজ, সাবেক ইউপি সদস্য সুনু মিয়া, আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম, মো. জামাল উদ্দিন, মো. এরশাদ মিয়া ও ওমর ফারুক।
সিংরইল ইউনিয়নের ভোটার মতিউর রহমান মানিক বলেন, ‘এক ইউপিতে এত বেশি প্রতিদ্বন্দ্বি থাকার কারণ হিসেবে আমি দলীয় প্রতীকে নির্বাচন হওয়াকে দায়ী করব। অনেকে রাজনীতিতে আসে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য। যখন তাঁরা দলীয় মনোনয়ন বঞ্চিত হন, তখন দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হচ্ছেন।’
আচারগাঁও ইউপিতে এ. কে. এম মোফাজ্জল হোসেনের বিপক্ষে বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ও মো. আব্দুল খালেক মিয়া। শেরপুর ইউপিতে মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিল্টনের বিপক্ষে বিদ্রোহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী ও কৃষক লীগ নেতা বজলুর রহমান বজলু।
খারুয়া ইউপিতে কামরুল হাসনাত ভূঁইয়া মিন্টুর বিপক্ষে বিদ্রোহী আওয়ামী লীগ নেতা সোহরাব উদ্দিন, সাবেক সদস্য আব্দুস সাত্তার ও রাজু আহম্মেদ ওয়াজিদ। জাহাঙ্গীপুর ইউপিতে কামাল উদ্দিন মণ্ডলের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান হুমায়ুন মাস্টার।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের একাধিক জানান, ১১টি ইউপিতে নৌকার বিপক্ষে শক্তিশালী বিদ্রোহী রয়েছেন। তাঁদের কারণে দলীয় মনোনীত প্রার্থীরা বেকায়দায় পড়েছেন। যারা বিদ্রোহী হয়েছেন, তাঁরা সবাই নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ ব্যাপারে দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন বলে জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরাফ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘যারা আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে নির্বাচন করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘নির্বাচনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আচরণবিধি মেনে চলার ব্যাপারে ১১টি ইউপিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এ পর্যন্ত আমাদের কাছে কোনো প্রার্থী অভিযোগ করেননি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে