ফ্যাক্টচেক ডেস্ক
ফেসবুকে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা মুখ সাকিব আল হাসানের ৩৯ সেকেন্ডের একটি স্পনসরড ভিডিও আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের নজরে এসেছে। বিজ্ঞাপনটিতে সাকিব আল হাসানকে বলতে শোনা যাচ্ছে, ‘বন্ধুরা, আমি ক্রেজি টাইম অ্যাপ্লিকেশনের অফিশিয়াল মুখ হয়ে উঠেছি। ইতিমধ্যে হাজার হাজার বাঙালি এই অ্যাপ্লিকেশন থেকে ১ লাখ টাকার ওপরে আয় করছেন। এত কষ্ট করে টাকা উপার্জন করা বন্ধ করুন। এই ক্রেজি টাইম আপনার সমস্যাগুলো সমাধান করবে এবং আপনি দ্রুত ধনী হতে পারবেন।’ ভিডিওটিতে সাকিবকে আরও বলতে শোনা যায়, ‘এই ক্রেজি টাইম অ্যাপ্লিকেশনটি অন্যান্য ক্রিকেট খেলোয়াড়েরা সমর্থন দিয়েছে, এই খেলা সম্পূর্ণরূপে নিরাপদ এবং আপনি অনেক আয় করতে পারবেন।’
ভিডিওটির পরের অংশে আরেকটি ফুটেজে সাকিব আল হাসানকে বলতে শোনা যায়, ‘আপনি যদি আজ থেকে বিনিয়োগ করা শুরু করেন, তাহলে আমার পক্ষ থেকে সুপার বোনাস পাবেন। আপনি একটি ছোট পরিমাণ দিয়ে শুরু করতে পারেন, সবাই আয় করবেন। আমি এই অ্যাপ্লিকেশনটি সুপারিশ করছি।’
গত ২৪ মে ‘Ace Spin’ নামের একটি ফেসবুক পেজে স্পনসরড এই ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (১৪ জুন) বিকেল তিনটা পর্যন্ত ১৯ লাখ বার দেখা হয়েছে। পোস্টটিতে রিয়েকশন পড়েছে ৮ হাজারের বেশি।
ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। অনুসন্ধানে দেখা যায়, ‘ক্রেজি টাইম’ নামের অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপনটিতে সাকিব আল হাসানের দুটি ভিন্ন সময়ের ভিন্ন ফুটেজ ব্যবহার করা হয়েছে।
ফুটেজ যাচাই–১
রিভার্স ইমেজ অনুসন্ধানে সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৩ সালের ৮ জুন দেওয়া একটি পোস্টে ভাইরাল বিজ্ঞাপনটিতে ব্যবহৃত প্রথম ফুটেজটি পাওয়া যায়। এই ফুটেজের সঙ্গে সাকিবের হাতে থাকা ঘড়ি, আঙুলের ব্যান্ডেজ, পরিহিত টি-শার্ট ও ভিডিও ধারণের স্থানের মিল রয়েছে। এটি ছিল মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদে কর্মী নিয়োগ প্রসঙ্গে একটি পোস্ট। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘‘নগদ’ কর্মী নিয়োগের ক্ষেত্রে এখন থেকে শিক্ষাগত যোগ্যতার চেয়ে কাজের দক্ষতাকে বেশি গুরুত্ব দেবে।’
৩ মিনিট ১৭ সেকেন্ডের মূল ভিডিওতে সাকিব আল হাসান নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তানভীর আহমেদের সঙ্গে নগদের কর্মী নিয়োগ নিয়ে কথা বলেন।
ফুটেজ যাচাই–২
একই পদ্ধতিতে খুঁজে সাকিব আল হাসানের ফেসবুক পেজেই ‘ক্রেজি টাইম’ নামের অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপনে থাকা দ্বিতীয় ফুটেজটিও পাওয়া যায়। এটি পোস্ট করা হয় চলতি বছরের গত ৩ মার্চ। ৩৩ সেকেন্ডের ভিডিওটি ছিল ইয়ামাহা মোটরসাইকেলস বাংলাদেশের ফেসবুক পেজের ৩০ লাখ ফলোয়ার পূর্তি উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তার। সাকিব ভিডিওটিতে ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহারকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ফুটেজ দুটি যাচাইয়ে এটি স্পষ্ট, এই দুটি ভিডিওয়ের ফুটেজ প্রযুক্তির সহায়তা নিয়ে সম্পাদনার মাধ্যমে সাকিব আল হাসানের কণ্ঠ নকল করে ‘ক্রেজি টাইম’ নামের অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপন জুড়ে দেওয়া হয়েছে।
এ পর্যায়ে সাকিবের কণ্ঠ নকল করে বেটিং অ্যাপ্লিকেশন ‘ক্রেজি টাইম’ এর বিজ্ঞাপন প্রচারকারী ‘Ace Spin’ পেজটি সম্পর্কে জানার চেষ্টা করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
পেজটির পেজ ট্রান্সপারেন্সি বিভাগ থেকে জানা যায়, এটি খোলা হয়েছে ২০২২ সালের ১২ আগস্ট। ওই সময় পেজটি খোলা হয়েছিল ‘리치홀릭라이프스타일’ নামে। কোরীয় ভাষায় দেওয়া নামটির ইংরেজি অনুবাদ দাঁড়ায়, ‘Rich Holic Lifestyle।’ পরে চলতি বছরে পেজটির নাম পরিবর্তন করে বর্তমান নামটি রাখা হয়। পেজটির পরিচালনা করা হয় ইউক্রেন থেকে।
পেজ ট্রান্সপারেন্সির তথ্যানুযায়ী, পেজটি ফেসবুকে বিজ্ঞাপন পরিচালনা করছে। এই তথ্যের সূত্রে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরি থেকে পেজটির বিজ্ঞাপন পরিচালনার তথ্য খুঁজে বের করা হয়।
মেটার অ্যাড লাইব্রেরির তথ্যানুযায়ী, পেজটিতে ‘ক্রেজি টাইম’ অ্যাপ্লিকেশনটি নিয়ে ২৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত সাতটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি বিজ্ঞাপন বর্তমানে নিষ্ক্রিয়। এই সাতটি বিজ্ঞাপনের একটিতে বাংলাদেশের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমকেও ‘ক্রেজি টাইম’ অ্যাপ্লিকেশনটির প্রচারণা করতে দেখা যায়। বিজ্ঞাপনটি গত ১১ জুন থেকে ফেসবুক, ইনস্টাগ্রামে প্রচার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, এটিও সাকিব আল হাসানের কথিত বিজ্ঞাপনটির মতোই প্রযুক্তির সহায়তায় কণ্ঠ নকল করে তৈরি। রিভার্স ইমেজ অনুসন্ধানে বেসরকারি সম্প্রচার মাধ্যম এনটিভির ইউটিউব চ্যানেলে মুশফিকুর রহিমের মূল ভিডিওটি পাওয়া যায়। চ্যানেলটিতে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে মুশফিক তাঁর ব্যাটিং, কিপিং নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন।
সাকিব–মুশফিক ছাড়াও পেজটিকে ‘ক্রেজি টাইম’ অ্যাপ্লিকেশনটির প্রচারে বিভিন্ন সম্প্রচার মাধ্যমের সংবাদ পাঠের ফুটেজ, লোগোও ব্যবহার করতে দেখা গেছে। যেমন, গত ২৬ মে এনটিভির সংবাদ উপস্থাপিকা মুহসিনা শাওনের সংবাদ পাঠের একটি ফুটেজ ব্যবহার করা হয়েছে। ফুটেজটিতে আবার ব্যবহার করা হয়েছে সময় টিভির লোগো। ফুটেজটিতে মুহসিনা শাওনকে বলতে শোনা যায়, ‘এই ক্রেজি টাইম অ্যাপটি আপনাকে মিলিয়নিয়ার করে দেবে। ইতিমধ্যে হাজার হাজার বাংলাদেশি এই অ্যাপ্লিকেশন থেকে ধনী হয়ে গিয়েছেন।’
ফুটেজটি সম্পর্কে মুহসিনা শাওন গত ২৬ এপ্রিল নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে লিখেন, ‘সবাই জানে আমি ntv তে নিউজ পড়ি। নিচে সময় টিভির লোগো দিয়ে আলাদা ভয়েস জুড়ে দিয়ে জুয়ার এই সব বিজ্ঞাপন চালিয়ে আমাদের রেপুটেশন নষ্ট করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর অনেকে আমার বন্ধু তালিকায় আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।’
ফেসবুকে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা মুখ সাকিব আল হাসানের ৩৯ সেকেন্ডের একটি স্পনসরড ভিডিও আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের নজরে এসেছে। বিজ্ঞাপনটিতে সাকিব আল হাসানকে বলতে শোনা যাচ্ছে, ‘বন্ধুরা, আমি ক্রেজি টাইম অ্যাপ্লিকেশনের অফিশিয়াল মুখ হয়ে উঠেছি। ইতিমধ্যে হাজার হাজার বাঙালি এই অ্যাপ্লিকেশন থেকে ১ লাখ টাকার ওপরে আয় করছেন। এত কষ্ট করে টাকা উপার্জন করা বন্ধ করুন। এই ক্রেজি টাইম আপনার সমস্যাগুলো সমাধান করবে এবং আপনি দ্রুত ধনী হতে পারবেন।’ ভিডিওটিতে সাকিবকে আরও বলতে শোনা যায়, ‘এই ক্রেজি টাইম অ্যাপ্লিকেশনটি অন্যান্য ক্রিকেট খেলোয়াড়েরা সমর্থন দিয়েছে, এই খেলা সম্পূর্ণরূপে নিরাপদ এবং আপনি অনেক আয় করতে পারবেন।’
ভিডিওটির পরের অংশে আরেকটি ফুটেজে সাকিব আল হাসানকে বলতে শোনা যায়, ‘আপনি যদি আজ থেকে বিনিয়োগ করা শুরু করেন, তাহলে আমার পক্ষ থেকে সুপার বোনাস পাবেন। আপনি একটি ছোট পরিমাণ দিয়ে শুরু করতে পারেন, সবাই আয় করবেন। আমি এই অ্যাপ্লিকেশনটি সুপারিশ করছি।’
গত ২৪ মে ‘Ace Spin’ নামের একটি ফেসবুক পেজে স্পনসরড এই ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (১৪ জুন) বিকেল তিনটা পর্যন্ত ১৯ লাখ বার দেখা হয়েছে। পোস্টটিতে রিয়েকশন পড়েছে ৮ হাজারের বেশি।
ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। অনুসন্ধানে দেখা যায়, ‘ক্রেজি টাইম’ নামের অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপনটিতে সাকিব আল হাসানের দুটি ভিন্ন সময়ের ভিন্ন ফুটেজ ব্যবহার করা হয়েছে।
ফুটেজ যাচাই–১
রিভার্স ইমেজ অনুসন্ধানে সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৩ সালের ৮ জুন দেওয়া একটি পোস্টে ভাইরাল বিজ্ঞাপনটিতে ব্যবহৃত প্রথম ফুটেজটি পাওয়া যায়। এই ফুটেজের সঙ্গে সাকিবের হাতে থাকা ঘড়ি, আঙুলের ব্যান্ডেজ, পরিহিত টি-শার্ট ও ভিডিও ধারণের স্থানের মিল রয়েছে। এটি ছিল মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদে কর্মী নিয়োগ প্রসঙ্গে একটি পোস্ট। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘‘নগদ’ কর্মী নিয়োগের ক্ষেত্রে এখন থেকে শিক্ষাগত যোগ্যতার চেয়ে কাজের দক্ষতাকে বেশি গুরুত্ব দেবে।’
৩ মিনিট ১৭ সেকেন্ডের মূল ভিডিওতে সাকিব আল হাসান নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তানভীর আহমেদের সঙ্গে নগদের কর্মী নিয়োগ নিয়ে কথা বলেন।
ফুটেজ যাচাই–২
একই পদ্ধতিতে খুঁজে সাকিব আল হাসানের ফেসবুক পেজেই ‘ক্রেজি টাইম’ নামের অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপনে থাকা দ্বিতীয় ফুটেজটিও পাওয়া যায়। এটি পোস্ট করা হয় চলতি বছরের গত ৩ মার্চ। ৩৩ সেকেন্ডের ভিডিওটি ছিল ইয়ামাহা মোটরসাইকেলস বাংলাদেশের ফেসবুক পেজের ৩০ লাখ ফলোয়ার পূর্তি উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তার। সাকিব ভিডিওটিতে ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহারকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ফুটেজ দুটি যাচাইয়ে এটি স্পষ্ট, এই দুটি ভিডিওয়ের ফুটেজ প্রযুক্তির সহায়তা নিয়ে সম্পাদনার মাধ্যমে সাকিব আল হাসানের কণ্ঠ নকল করে ‘ক্রেজি টাইম’ নামের অ্যাপ্লিকেশনটির বিজ্ঞাপন জুড়ে দেওয়া হয়েছে।
এ পর্যায়ে সাকিবের কণ্ঠ নকল করে বেটিং অ্যাপ্লিকেশন ‘ক্রেজি টাইম’ এর বিজ্ঞাপন প্রচারকারী ‘Ace Spin’ পেজটি সম্পর্কে জানার চেষ্টা করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
পেজটির পেজ ট্রান্সপারেন্সি বিভাগ থেকে জানা যায়, এটি খোলা হয়েছে ২০২২ সালের ১২ আগস্ট। ওই সময় পেজটি খোলা হয়েছিল ‘리치홀릭라이프스타일’ নামে। কোরীয় ভাষায় দেওয়া নামটির ইংরেজি অনুবাদ দাঁড়ায়, ‘Rich Holic Lifestyle।’ পরে চলতি বছরে পেজটির নাম পরিবর্তন করে বর্তমান নামটি রাখা হয়। পেজটির পরিচালনা করা হয় ইউক্রেন থেকে।
পেজ ট্রান্সপারেন্সির তথ্যানুযায়ী, পেজটি ফেসবুকে বিজ্ঞাপন পরিচালনা করছে। এই তথ্যের সূত্রে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরি থেকে পেজটির বিজ্ঞাপন পরিচালনার তথ্য খুঁজে বের করা হয়।
মেটার অ্যাড লাইব্রেরির তথ্যানুযায়ী, পেজটিতে ‘ক্রেজি টাইম’ অ্যাপ্লিকেশনটি নিয়ে ২৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত সাতটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি বিজ্ঞাপন বর্তমানে নিষ্ক্রিয়। এই সাতটি বিজ্ঞাপনের একটিতে বাংলাদেশের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমকেও ‘ক্রেজি টাইম’ অ্যাপ্লিকেশনটির প্রচারণা করতে দেখা যায়। বিজ্ঞাপনটি গত ১১ জুন থেকে ফেসবুক, ইনস্টাগ্রামে প্রচার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, এটিও সাকিব আল হাসানের কথিত বিজ্ঞাপনটির মতোই প্রযুক্তির সহায়তায় কণ্ঠ নকল করে তৈরি। রিভার্স ইমেজ অনুসন্ধানে বেসরকারি সম্প্রচার মাধ্যম এনটিভির ইউটিউব চ্যানেলে মুশফিকুর রহিমের মূল ভিডিওটি পাওয়া যায়। চ্যানেলটিতে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে মুশফিক তাঁর ব্যাটিং, কিপিং নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন।
সাকিব–মুশফিক ছাড়াও পেজটিকে ‘ক্রেজি টাইম’ অ্যাপ্লিকেশনটির প্রচারে বিভিন্ন সম্প্রচার মাধ্যমের সংবাদ পাঠের ফুটেজ, লোগোও ব্যবহার করতে দেখা গেছে। যেমন, গত ২৬ মে এনটিভির সংবাদ উপস্থাপিকা মুহসিনা শাওনের সংবাদ পাঠের একটি ফুটেজ ব্যবহার করা হয়েছে। ফুটেজটিতে আবার ব্যবহার করা হয়েছে সময় টিভির লোগো। ফুটেজটিতে মুহসিনা শাওনকে বলতে শোনা যায়, ‘এই ক্রেজি টাইম অ্যাপটি আপনাকে মিলিয়নিয়ার করে দেবে। ইতিমধ্যে হাজার হাজার বাংলাদেশি এই অ্যাপ্লিকেশন থেকে ধনী হয়ে গিয়েছেন।’
ফুটেজটি সম্পর্কে মুহসিনা শাওন গত ২৬ এপ্রিল নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে লিখেন, ‘সবাই জানে আমি ntv তে নিউজ পড়ি। নিচে সময় টিভির লোগো দিয়ে আলাদা ভয়েস জুড়ে দিয়ে জুয়ার এই সব বিজ্ঞাপন চালিয়ে আমাদের রেপুটেশন নষ্ট করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর অনেকে আমার বন্ধু তালিকায় আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।’
সরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
১১ ঘণ্টা আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১৭ ঘণ্টা আগেবর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
২ দিন আগেসম্প্রতি ভাইরাল হওয়া এমন একটি কল রেকর্ডে শেখ হাসিনার কণ্ঠে দাবি করা হয়, ‘চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল, সাথে সাথে গুলি করল। সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল।’
৩ দিন আগে