মানসিক চাপে রক্তে বাড়ে শর্করা

ফিচার ডেস্ক  
Thumbnail image

ইদানীং কম বয়সী মানুষদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। অনেকের ক্ষেত্রে এটি পারিবারিক কারণ; আবার কেউ অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে এই রোগে ভোগেন। তবে চিকিৎসকেরা বলছেন, শুধু খাদ্যাভ্যাসের কারণেই নয়, অতিরিক্ত মানসিক বা কাজের চাপ রক্তে শর্করা বৃদ্ধির কারণ হতে পারে। যার ফল ডায়াবেটিস।

ঘরে-বাইরে সব দায়িত্ব সামলাতে গিয়ে অনেক সময় পেশা এবং ব্যক্তিগত জীবনের ছন্দপতন হয়। আর বাড়তে থাকে মানসিক চাপ। ডায়াবেটিসের জন্য গুরুত্বপূর্ণ হলো ইনসুলিন হরমোন। এই হরমোন সঠিকভাবে কাজ না করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ে।

এর ওপর বাড়তে থাকা মানসিক চাপ কর্টিসল হরমোন ক্ষরণের পরিমাণও বাড়িয়ে দেয়। এই দুই হরমোনের চাপে ডায়াবেটিসও বাড়তে থাকে; পাশাপাশি শরীরে বাড়তে থাকে প্রদাহ; যা রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয়।

কোনো ডায়াবেটিস রোগী যদি হতাশা বা উদ্বেগে ভোগেন, তখন তাঁর শরীরে যেসব হরমোনের ক্ষরণ হয়, তা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে।

মানসিক চাপে থাকলে শরীর রক্তে অ্যাড্রেনালিন এবং কর্টিসল নামে দুটি হরমোন নিঃসরণ করে। এ সময় শ্বাসপ্রশ্বাসের হার বাড়ে। এমন পরিস্থিতিতে শরীর যখন তা বুঝতে পারে না, তখন ব্লাড সুগার বাড়তে শুরু করে। ক্রমাগত চাপ শারীরিক ও মানসিক স্বাস্থ্য প্রভাবিত করে। তাই ডায়াবেটিস রোগীদের মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে।

মানসিক চাপ ডায়াবেটিসের জন্য বিপজ্জনক

মানসিক চাপ বিভিন্ন উপায়ে মানুষকে প্রভাবিত করতে পারে। মানসিকভাবে চাপ অনুভব করলে শরীর প্রতিক্রিয়া জানায়। টাইপ-২ ডায়াবেটিসে ভোগা মানুষেরা মানসিক চাপ অনুভব করলে তাদের রক্তে শর্করার মাত্রা সাধারণত বাড়ে। তবে এ কারণে কখনো কখনো শর্করা কমেও যেতে পারে। শর্করার মাত্রা বাড়া বা কমা—দুটিই টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস রোগীকে প্রভাবিত করতে পারে।

মানসিক চাপ কমানোর উপায়

  • মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে নিয়মিত ব্যায়াম করতে হবে। যোগব্যায়াম মানসিক চাপ কমাতে অনেক সাহায্য করে।
  • যেকোনো ধরনের চাপযুক্ত পরিস্থিতি এড়িয়ে চলুন এবং ধ্যানের মতো মননশীল কৌশল ব্যবহার করুন।
  • ক্যাফেইন গ্রহণ কমান।
  • কোনো কিছু কাজ না করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: মেডিকেল নিউজ টুডে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত