কিডনি সুস্থ থাকবে যেভাবে

অধ্যাপক ডা. এ কে এম মূসা 
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৩: ৩৬
Thumbnail image

বারডেম জেনারেল হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজ কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এর গুরুত্বপূর্ণ কাজ হলো:

  • রক্ত পরিশোধিত করে দূষিত বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া।
  • হরমোন এরিথ্রোপয়েটিন তৈরি করা, যা শরীরে রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • শরীরে পানি, খনিজ ও রাসায়নিক পদার্থের ভারসাম্য রক্ষা করা।
  • ভিটামিন ডি তৈরি করা, যা হাড়ের সুরক্ষা দেয়।

কিডনি রোগের কারণ

আমাদের দেশের ৮ থেকে ১০ শতাংশ মানুষ কিডনির রোগে আক্রান্ত। দীর্ঘমেয়াদি কিডনি রোগের কারণ

  • ডায়াবেটিস
  • উচ্চ রক্তচাপ
  • নেফ্রাইটিস
  • কিডনি সংক্রমণ
  • বংশগত কিডনি রোগ
  • ভাগকুলাইটিস‍এসএলই, পিএন ইত্যাদি

হঠাৎ সৃষ্ট কিডনি রোগ

  • ডায়রিয়া ও অন্যান্য কারণে সৃষ্ট পানিশূন্যতা।
  • শরীর থেকে হঠাৎ অনেক রক্তক্ষরণ, পাকস্থলী থেকে অথবা প্রসবজনিত রক্তক্ষরণ।
  • নেফ্রাইটিস।
  • ব্যথানাশক ওষুধ সেবন।
  • কিডনি ও মূত্রনালিতে পাথর।
  • প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া।

কিডনি রোগের লক্ষণ

  • শরীরে পানি জমা। এ কারণে প্রথমে মুখ ফোলা।
  • প্রস্রাব কম হওয়া।
  • প্রস্রাব বেশি হওয়া, বিশেষ করে রাতে।
  • প্রস্রাব লাল হওয়া, দুর্গন্ধ হওয়া। 
    ক্ষুধামান্দ্য ও বমি হওয়া।
  • রক্তশূন্যতা।
  • চর্মরোগ ছাড়া শরীর চুলকানো।
  • প্রস্রাবে জ্বালাপোড়া করা।
  • কাঁপুনি দিয়ে জ্বর আসা।
  • হঠাৎ উচ্চ রক্তচাপ দেখা দেওয়া।

কিডনি ভালো রাখতে যা করবেন

  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কিডনির শক্র। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য মুখে খাওয়ার ওষুধের সঙ্গে প্রয়োজনে ইনসুলিন নিতে হবে এবং এইচবিএওয়ানসি-৭-এর নিচে রাখতে হবে।
  • ব্লাড প্রেশারের জন্য এক বা একাধিক ওষুধ সেবনের সময় বিপি ১৩০/৮০-এর নিচে রাখতে হবে।
  • ডায়রিয়া ও অন্যান্য পানিশূন্যতা ও রক্তক্ষরণের সঠিক চিকিৎসা করতে হবে।
  • কিডনি সংক্রমণ রোগের যথাযথ চিকিৎসা করতে হবে।
  • প্রোস্টেট গ্রন্থি বড় হলে এবং কিডনিতে পাথর হলে চিকিৎসা নিতে হবে।
  • ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
  • ধূমপান বাদ দিতে হবে।
  • চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না।
  • রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে।
  • প্রতিদিন কিছু ব্যায়াম করতে হবে।
  • যাঁদের বয়স ৪০, তাঁদের বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। কিডনি টেস্ট, যেমন এস, ইউরিয়া, ক্রিয়েটিনিন, প্রস্রাবের আর/ই এবং এসিআর টেস্ট করাতে হবে।

কিডনি ভালো রাখতে খাওয়াদাওয়া

  • প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পানি পান করতে হবে।
  • কোমল পানীয় পান করা বাদ দিতে হবে।
  • লবণ কম খেতে হবে।
  • প্রতিদিন সবুজ শাকসবজি খেতে হবে।
  • অস্বাস্থ্যকর খাবার বাদ দিতে হবে।
  •  চর্বিযুক্ত মাছ, সামুদ্রিক মাছ ও অন্যান্য মাছ পরিমিত খেতে হবে। প্রতিদিন একটি করে ডিম খেতে হবে।
  • মাংস খেতে হবে নিয়ন্ত্রিত পরিমাণে এবং লাল মাংস যথাসম্ভব এড়িয়ে যেতে হবে।

জেনে নিন

  • কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।
  • কিডনির ৫০ শতাংশ ক্ষতি না হওয়া পর্যন্ত সেরাম ক্রিয়েটিনিন বাড়ে না।
  • কিডনির ৭৫ থেকে ৮০ শতাংশ ক্ষতি না হওয়া পর্যন্ত শারীরিক কোনো লক্ষণ প্রকাশ পায় না।
  •  দীর্ঘমেয়াদি কিডনি রোগ যখন ধরা পড়ে, তারপর সেরাম ক্রিয়েটিনিন কমার সুযোগ থাকে না। যথাযথ চিকিৎসায় কিডনির ক্ষতির হার কমানো গেলেও তা স্বাভাবিক করা যাবে না।

পরামর্শ দিয়েছেন: মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান, মেডিসিন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত